class-ten-second-unit-test-history-question-set-3

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (সেট ৩) । Class Ten Second Unit Test History Question (Set 3)

দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (সেট ৩) । Class Ten Second Unit Test History Question (Set 3) প্রদান করা হলো। দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি সমাধান করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (সেট ৩) : 

 

দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা

বিষয়ঃ-ইতিহাস, সময়ঃ- ১ঘন্টা ৩০ মিনিট

ক – বিভাগ

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*১০=১০ 

১.১) ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোন্‌টি ? – ক) বেঙ্গল গেজেট খ) দিগ্দর্শন গ) সমাচার দর্পণ ঘ) সংবাদ সমাচার।

১.২) ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-এর প্রথম সভাপতি ছিলেন – ক) গৌরীশংকর তর্কবাগীশ খ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় গ) দ্বারকানাথ ঠাকুর ঘ) প্রসন্নকুমার ঠাকুর।

১.৩) কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় – ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে খ) ১৯২০ খ্রিস্টাব্দে গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

১.৪) মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন – ক) ভাইসরয় খ) লর্ড ক্যানিং গ) ভারতসচিব ঘ) মহারানি ভিক্টোরিয়া

১.৫) বর্ণপরিচয় পুস্তকাকারে প্রকাশিত হয় কবে ? – ক) ১৮৫০ খ্রিস্টাব্দে খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে গ) ১৮৬০ খ্রিস্টাব্দে ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে।

১.৬) ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় – ক) কানপুরে খ) বোম্বাই-এ গ) কলকাতায় ঘ) মাদ্রাজে।

১.৭) ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন – ক) হ্যালহেড খ) চার্লস উইলকিনস্ গ) সুরেশচন্দ্র মজুমদার ঘ) প্রজ্ঞানন কর্মকার।

১.৮) হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয় ? – ক) ১৮৩৭ খ্রিস্টাব্দে খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে।

১.৯) শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল – ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে গ) ১৯০১ খ্রিস্টাব্দে ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে।

১.১০) বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন – ক) মাদারি পাসি খ) জয়প্রকাশ নারায়ণ গ) গান্ধিজি ঘ) বল্লভভাই প্যাটেল

 

খ – বিভাগ

২) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১*৩=৩  

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়১) শ্রীরামপুর মিশন প্রেস
খ) উইলিয়াম কেরি২) ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পার্টি
গ) মুজাফফর আহমদ৩) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

২.২) প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করোঃ ১*৩=৩ 
(২.২.১) ১৮৫৭-র বিদ্রোহের একটি কেন্দ্র
(২.২.২) ছাপাখানার বিকাশের কেন্দ্র শ্রীরামপুর
(২.২.৩) ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক

 

গ – বিভাগ

৩) নিচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো চারটি) ২*৪=৮ 

i) শিক্ষিত বাঙালি সমাজ কেন ১৮৫৭ সালের বিদ্রোহকে সমর্থন করেনি ?

ii) কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয় ?

iii) শিশুশিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা কী ছিল ?

iv) মিরাট ষড়যন্ত্র মামলা’ শুরু করা হয়েছিল কেন?

v) প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ কী? 

 

ঘ – বিভাগ

৪) সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো ২টি) ৪*২=৮ 

৪.১) মহারাণীর ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য কী ছিল ?

৪.২) ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো। 

৪.৩) টীকা লেখোঃ বারাসাত বিদ্রোহ 

 

ঙ – বিভাগ

৫) পনেরাে বা ষোলােটি বাক্যে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৮=৮ 

৫.১) জাতীয়তাবাদের বিকাশে চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো।

৫.২) রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। 

৫.৩) ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top