দল ও দল বিশ্লেষণ । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত দল ও দল বিশ্লেষণ । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অষ্টম শ্রেণির বাংলা অনুশীলনীর প্রশ্নের উত্তর –গুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
দল ও দল বিশ্লেষণ । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ :
দলঃ
‘দল’ কথাটির আক্ষরিক অর্থ হল ফুলের পাপড়ি। একটি ফুল যেমন একাধিক পাপড়ি নিয়ে গড়ে ওঠে তেমনি একটি শব্দও একাধিক দল নিয়ে গড়ে ওঠে। আবার কোনো কোনো ফুলে একটিই পাপড়ি থাকে, তেমনি কোনো কোনো শব্দেও একটিই দল থাকে।
বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসের দ্বারা কোনো শব্দের যে অংশটুকু উচ্চারিত হয়ে থাকে তাকে আমরা দল বা অক্ষর বলা হইয়। অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে যতবার ঝোঁকের প্রয়োজন হয়, তাতে ততগুলি দল বা অক্ষর থাকে। আবার কোনো কোনো শব্দ একেবারেই উচ্চারিত হয় অর্থাৎ তাতে একটি ঝোঁক বা একটিই দল থাকে। তাই বলা যেতে পারে এক বা একাধিক দল নিয়ে শব্দ গড়ে ওঠে।
একটি বড়ো শব্দকে আমরা যখন উচ্চারণ করি, তখন গোটা শব্দটি এক ধাক্কায় উচ্চারণ করি না। আমরা শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করি। যেমন – রবীন্দ্রনাথ শব্দের উচ্চারণ হবে – র-বীন্-দ্র-নাথ্ ।আবার এমন অনেক ছোটো শব্দ আছে যাদের পুরোটাকে আমরা একটাই ধাক্কা দিয়ে উচ্চারণ করে ফেলি। যেমন – আম, গাছ, ঢাল, চাল, জল, ফল, ফুল প্রভৃতি। এদের একদলবিশিষ্ট শব্দ বলে।
দলের শ্রেণিবিভাগঃ
দলকে দুই ভাগে ভাগ করা হয়। যথা – ক)মুক্ত দল খ)রুদ্ধ দল।
ক) মুক্ত দলঃ
যে দলের শেষে স্বর থাকে এবং এই কারণে দলটির শেষাংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায়, তাকে মুক্ত দল বলে।
উদাহরণঃ
র-বীন্-দ্র-নাথ্ – এখানে ‘র’ ও ‘দ্র’ মুক্ত দলের দৃষ্টান্ত।
খ) রুদ্ধ দলঃ
যে দলের শেষে সাধারণত ব্যঞ্জনধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলে।
উদাহরণঃ
র-বীন্-দ্র-নাথ্ – এখানে ‘বীন্’ ও ‘নাথ্’ রুদ্ধ দলের দৃষ্টান্ত।
দল বিশ্লেষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
১) ঝোঁক বলতে কী বোঝা যায়?
উঃ বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলা হয়। এই স্বল্পতম প্রয়াসকে আমরা বলি ঝোঁক। অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন, তাতে ততগুলি দল বা
অক্ষর থাকে।
২) শব্দ কয় প্রকার দল নিয়ে গড়ে ওঠে?
উঃ একাধিক দল নিয়ে শব্দ গড়ে ওঠে। শব্দ একদল অথবা বহুদল বিশিষ্ট হয়ে থাকে। যেমন মাছ, (একটি দল বিশিষ্ট), ছন্দ (দুটি দল বিশিষ্ট)। ভারতবর্ষ (বহুদল বিশিষ্ট)।
৩) দল কয় ভাগে বিভক্ত ও কী কী?
উঃ দল দুটি ভাগে বিভক্ত। যথা – স্বরান্ত বা মুক্তদল ও ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল।
৪) স্বরাস্ত বা মুক্তদল কাকে বলে? উদাহরণ সহ লেখো।
উঃ যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিমাত্র স্বরধ্বনি, তাকে স্বরাস্ত বা মুক্তদল বলা হয়। শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয়ে থাকে। যেমনঃ ‘আসে’ – দুটি দলই মুক্তদল।
৫) ব্যঞ্ছনান্ত বা রুদ্ধদল কাকে বলে? উদাহরণ সহ লেখো।
উঃ যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যানাত্ত বা রুদ্ধদল বলা হয়। যেমনঃ ভুল, মাছ, বল ইত্যাদি।
৬) রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যোগ করা যায় কি?
উঃ না, রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যোগ করলে দুটো দল হয়ে যায়। তাই রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যোগ করা যায় না। যেমনঃ গ্রামবাসী = গ্রাম্ + বা + সী।
৭) তিন রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো।
উঃ স্বর্ণপিণ্ডর = স্বর-ণ-পিন্-জর
৮) তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো।
উঃ তিনটি দল বিশিষ্ট একটি শব্দ হল কলকাতা। কল্-কা-তা।
৯) মুক্তদল বলতে কী বোঝ?
উঃ যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিই স্বরধ্বনি, তাকে স্বরাস্ত বা মুক্তদল বলে।
১০) রুদ্ধদল-এর এমন নাম হওয়ার কারণ কী?
উঃ রুদ্ধদল-এর পরে কোনো ধ্বনি যুক্ত করা যায় না। তাহলেই দুটো দল হয়ে যায়। তাই দলের শেষে ব্যঞ্জনাস্ত শব্দ বসে এবং রুদ্ধ হয়ে যায়। তাই একে রুদ্ধদল বলা হয়।
১১) হলন্ত শব্দ কাকে বলে?
উঃ যে শব্দের উচ্চারণ ব্যঞ্জনধ্বনির দ্বারা সমাপ্ত হয় এবং শেষে হসন্ত থাকে তাকে হলস্ত বা ব্যঞ্জনাস্ত শব্দ বলে। যেমনঃ দেব, তপন্ ইত্যাদি।
১২) মুক্তস্বর কী?
উঃ যে স্বরগুলি পুরোপুরি উচ্চারিত হয় এবং নিজের উপর নির্ভরশীল সেগুলি মুক্তস্বর। যেমনঃ অ, আ, ই, উ, এ, ও।
১৩) রুদ্ধস্বর বলতে কী বোঝ?
উঃ মুক্তস্বর ও খণ্ডস্বর জুড়ে বা যুক্ত হয়ে রুদ্ধস্বর হয়। যেমনঃ ‘অই’ (‘অ’ মুক্তস্বর + ই’ খণ্ডস্বর)
১৪) মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন?
উঃ মুক্তদলের শেষে স্বরধ্বনি থাকে এবং এদের উচ্চারণ প্রলম্বিত হয়। তাই মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয়।
১৫) নীচের শব্দগুলির শেষ দলগুলির মধ্যে কোনটি রুদ্ধদল, কোনটি মুক্তদল তা লেখোঃ
ব্যাকরণ > ব্যা-ক-রণু (রুদ্ধদল)
জলছবি > জল-ছ-বি (মুক্তল)
বাসযাত্রী > জল-ছ-বি (মুক্তল)
তাৎপর্য > তাৎ-পর-য (মুক্তদল)
ধানদুর্বা > ধান-দুর্-বা (তিনটি দলঃ ধান-রুদ্ধদল, দুর-রুদ্ধদল, বা = মুক্তদল)
শ্যামলিমা > শ্যাম-লি-মা (তিনটি দলঃ শ্যাম-রুদ্ধদল, লি-মুক্তদল, মা-মুক্তদল)
কণ্ঠস্বর >কন-ঠ-স্বর (তিনটি দলঃ কন্-রুদ্ধদল, ঠ-মুক্তদল, স্বর-রুদ্ধদল)
নৌকাডুবি > নৌ-কা-ডু-বি (চারটি দলঃ চারটিই মুক্তদল)
পাকারাস্তা > পা-কা-রাস্-তা (মুক্তদল)
অকালবোধন > অ-কাল-বো-ধন (রুদ্ধদল)
বাস-যা-ত্রী (মুক্তদল)
তাৎ-পর-য (মুক্তদল)
পা-কা-রাস্-তা (মুক্তদল)
অ-কাল-বো-ধন (রুদ্ধদল)
সমাধান > স-মা-ধান (রুদ্ধদল)
নবেন্দু > ন-বে-ন-দু (মুক্তদল)
টেনিদা ·টে- নি-দা (মুক্তদল)
কবিতা > কা- বি-তা (মুক্তদল)
১৬) নীচের শব্দগুলির ‘দল’ বিশ্লেষণ করে কোন শব্দে কটি ‘দল’ আছে নির্দেশ করোঃ
পাঁচ-ফো-ডুন (তিনটি দলঃ পাঁচ-রুদ্ধদল, ফো-মুক্তদল, ড়ন-রুদ্ধদল)
শীর-যেন-দু (তিনটি দলঃ শীর-রুদ্ধদল, যেন-রুদ্ধদল, দু-মুক্তদল)
বাঁ-ধা (দুটি দলঃ দুটিই মুক্তদল)
শেষ (একটি রুদ্ধদল)
আ-কাশ-পাতাল (চারটি দলঃ আ, পা-মুক্তদল; কাশ, তাল-রুদ্ধদল)
আ-কস্-মিক (তিনটি দলঃ আ = মুক্তদল, কস, মিক-রুদ্ধদল)
বা-তাস (দুটি দলঃ বা-মুক্তদল, তাস-রুদ্ধদল)
অ-রণ-ণ (তিনটি দলঃ অ-মুক্তদল, রণ্য-রুদ্ধদল, ণ-মুক্তদল)
নিম্নের Download Option -টি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে























