jatiyo-sikkhaniti-mcq-question-answers

জাতীয় শিক্ষানীতি MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান

এখানে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষানীতি MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রদান করা হলো। শিক্ষার্থীরা নিম্নেরে লিঙ্কগুলি অনুসরণ করে এই মক টেস্টগুলি প্রদান করতে পারবে। শিক্ষার্থীরা তাদের অনুশীলনের জন্য এই মক টেস্টগুলি একাধিকবার প্রদান করতে পারবে।

জাতীয় শিক্ষানীতি MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান : 

 

‘Towards an Enlightened and Human Society, NEP 1986 – A Review.’- এটি শিরোনাম ছিল-
(ক)  জনার্দন রেড্ডি কমিটির
(খ)   রামমূর্তি কমিটির
(গ)   ভারতীয় শিক্ষা বোর্ডের
(ঘ)    কোনোটিই নয়
Answers :    (খ)   রামমূর্তি কমিটির

1986-র NPE-এর পুনর্বিবেচনার উদ্দেশ্যে গঠিত হয় –
(ক)  জনার্দন রেড্ডি কমিটি
(খ)   নলেজ কমিশন
(গ)   ভারতীয় শিক্ষা বোর্ড
(ঘ)    কোঠারি কমিশন
Answers :    (ক)  জনার্দন রেড্ডি কমিটি

জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় যে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর নেতৃতে তিনি হলেন-
(ক)  পি ভি নরসিমা রাও
(খ)   ভি পি সিং
(গ)   অর্জুন সিং
(ঘ)    পি শিব শঙ্কর
Answers :    (গ)   অর্জুন সিং

JNCTE-এর পুরো কথাটি হল—
(ক) National Centre of Teacher Education
(খ)   National Committee of Teacher Education
(গ)   National Council of Training Education
(ঘ)    National Council of Teacher Education

TME-এর পুরোনাম হল—
(ক)  Technical and Management Education
(খ)   Teaching and Management Education
(গ)   Technological and Management Education
(ঘ)    কোনোটিই নয়
Answers: (ক)  Technical and Management Education

 
জাতীয় শিক্ষানীতি, 1986-এর কত বছর পর আরো একটি জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে?
(ক)  30 বছর
(খ)   31 বছর
(গ)   34 বছর
(ঘ)    36 বছর
Answers: (গ)   34 বছর

The Committee for Evolution of the Education Policy (NEP) তাদের রিপোর্ট পেশ করেছিল—
(ক)  2016 সালের 5 মে
(খ)   2016 সালের 7 মে
(গ)   2016 সালের ৪ মে
(ঘ)    2016 সালের ৪ মে
Answers: (খ)   2016 সালের 7 মে

The Committee for Evolution of the New Education Policy (NEP)-এর চেয়ারম্যান ছিলেন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি—
(ক)  টি এস আর সুব্রামানিয়ান
(খ)   মহেশ চন্দ্র পথ
(গ)   মিলিন্দ কামবেল
(ঘ)    জাগবির সিং
Answers: (ক)  টি এস আর সুব্রামানিয়ান

Draft National Education Policy-2016-এর উপর ভিত্তি করে একটি কমিটি তৈরি করা হয়—
(ক)  2017 সালের মে মাসে
(খ)   2017 সালের জুন মাসে
(গ)   2017 সালের জুলাই মাসে
(ঘ)    2017 সালের আগস্ট মাসে
Answers: (খ)   2017 সালের জুন মাসে

Draft National Education Policy-2016-এর উপর ভিত্তি করে যে কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন—
(ক)  জাগবির সিং
(খ)   মহেশ চন্দ্র পথ
(গ)   এম কে শ্রীধর
(ঘ)    ড. কে কস্তুরিরঙ্গন
Answers: (ঘ)    ড. কে কস্তুরিরঙ্গন

ড. কে কস্তুরিরঙ্গন নতুন জাতীয় শিক্ষানীতির ড্রাফ্ট মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে (MHRD) পেশ করেন—
(ক)  2019 সালের 28 মে
(খ)   2019 সালের 29 মে
(গ)   2019 সালের 30 মে
(ঘ)    2019 সালের 31 মে
Answers: (ঘ)    2019 সালের 31 মে

জাতীয় শিক্ষানীতি, 2020-এর ড্রাফটি কমিটির চেয়ারম্যান ড. কে কস্তুরিরঙ্গন পূর্বে কোন্ সংস্থার চেয়ারম্যান ছিলেন?
(ক)  IIM
(খ)   NIT
(গ)   ISRO
(ঘ)    IIHM
Answers: (গ)   ISRO

NEP-2020-র মূল লক্ষ্য কী?
(ক)  শিক্ষার উন্নতি
(খ)   সরকারি নীতির উন্নয়ন
(গ)   সামাজিক ন্যায় প্রতিষ্ঠা
(ঘ)    সবগুলি ঠিক
Answers: (ক)  শিক্ষার উন্নতি

 

NEP-2020 অধীনে Foundational Literacy and Numeracy কীভাবে উন্নীত করা হবে?
(ক)  নতুন শিক্ষা পরিকল্পনা প্রণয়ন
(খ)   শিক্ষকদের প্রশিক্ষণ
(গ)   পাঠ্যসূচির পরিবর্তন
(ঘ)    গ্রন্থ প্রকাশ
Answers: (খ)   শিক্ষকদের প্রশিক্ষণ

NEP-2020 অনুযায়ী নীচের কোন্ ধরনের কোর্স চালু করার জন্য জোর দেওয়া হয়েছে?
(ক)  MOOCs
(খ)   মূল্য-ভিত্তিক কোর্স
(গ)   বর্তমান ঘটনা সম্পর্কীয় কোর্স
(ঘ)    সক্ষমতা বৃদ্ধির কোর্স
Answers: (ঘ)    সক্ষমতা বৃদ্ধির কোর্স

NEP-2020 অনুসারে কোন্ স্তরের শিক্ষা National Educational Technology Forum (NETF) দ্বারা সমর্থিত হবে?
(ক)  প্রাথমিক
(খ)   মাধ্যমিক
(গ)   উচ্চমাধ্যমিক
(ঘ)    উচ্চশিক্ষা
Answers: (ঘ)    উচ্চশিক্ষা

উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক স্তরে NEP-2020 শিক্ষার্থী শিক্ষক অনুপাত কেমন হবে?
(ক)  1:20
(খ)   1:30
(গ)   1:35
(ঘ)    1:40
Answers: (খ)   1:30

NEP-2020 অনুসারে কত বছর অন্তর Review Committee পর্যালোচনা করবে?
(ক)  2 বছর
(খ)   3 বছর
(গ)   5 বছর
(ঘ)    7 বছর
Answers: (গ)   5 বছর

NEP-2020 অনুসারে কোন্ ধরনের পেশাদারী শিক্ষা অধিক গুরুত্ব পাবে?
(ক)  প্রযুক্তি
(খ)   ব্যবসা
(গ)   মানবিকবিদ্যা
(ঘ)    স্বাস্থ্যসেবা
Answers: (ঘ)    স্বাস্থ্যসেবা

NEP-2020 মেনে কোন্ ধরনের পরিদর্শন ব্যবস্থা তৈরি হবে?
(ক)  নিয়মিত পরিদর্শন
(খ)   স্বতন্ত্র পরিদর্শন
(গ)   গুণমান বৃদ্ধি সংস্থা
(ঘ)    নিরীক্ষণ কমিশন
Answers: (গ)   গুণমান বৃদ্ধি সংস্থা

NEP-2020 মেনে কত বছর বয়সে স্কুলে ভরতি হওয়ার উপযুক্ততা নির্ধারণ করা হয়?
(ক)  3 বছর
(খ)   5 বছর
(গ)   6 বছর
(ঘ)    7 বছর
Answers: (ক)  3 বছর

NEP-2020-এর ভাবনায় ABC (Academic Bank of Credit) কী?
(ক)  শিক্ষার্থীদের শংসাপত্র সংগ্রহের নতুন পদ্ধতি
(খ)   স্কুলে ভার্চুয়াল ক্লাস করা
(গ)   শিক্ষার্থীদের চাহিদা মতন ক্লাস করা
(ঘ)    অনলাইনে বই কেনার প্ল্যাটফর্ম
Answers: (ক)  শিক্ষার্থীদের শংসাপত্র সংগ্রহের নতুন পদ্ধতি

NEP-2020 মেনে কোন্ পরীক্ষার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভরতি নেওয়া হবে?
(ক)  বোর্ড পরীক্ষার ফলাফল
(খ)   কলেজের প্রবেশিকা পরীক্ষা
(গ)   সাধারণ প্রবেশিকা পরীক্ষা
(ঘ)    বার্ষিক পরীক্ষার ফলাফল
Answers: (গ)   সাধারণ প্রবেশিকা পরীক্ষা

2020 সালের শিক্ষানীতি মেনে গবেষণা ও উন্নয়নের জন্য কোন্ প্রতিষ্ঠানটি থাকবে?
(ক)  IISC (ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সাইন্স)
(খ)   NIE (ন্যাশনাল ইন্সটিটিউট অফ এডুকেশন)
(গ)   NRF (ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন)
(ঘ)    ICER (ইন্ডিয়ান কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ)
Answers: (গ)   NRF (ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন)

NEP-2020 অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা – উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য কোন্ প্রতিষ্ঠান গঠন করা হবে?
(ক)  ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল
(খ)   ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইনোভেশন
(গ)   ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF)
(ঘ)    ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি
Answers: (গ)   ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF)

NEP-2020 মেনে স্নাতক স্তরে কোন্ ডিগ্রি প্রবর্তিত হয়েছে?
(ক)  4 বছরের ব্যাচেলর
(খ)   3 বছরের ব্যাচেলর
(গ)   5 বছরের ব্যাচেলর
(ঘ)    2 বছরের ব্যাচেলর
Answers: (ক)  4 বছরের ব্যাচেলর

NEP-2020 মেনে কোন্ ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয়?
(ক)  বার্ষিক পরীক্ষা
(খ)   ধারাবাহিক মূল্যায়ন
(গ)   মডেল টেস্ট
(ঘ)    অভ্যন্তরীণ পরীক্ষা
Answers: (খ)   ধারাবাহিক মূল্যায়ন

NEP-2020 অনুসারে কোন্ সংস্থা শিক্ষার গুণমান নিয়ন্ত্রণের জন্য দায়ী হবে?
(ক)  UGC
(খ)   NCTE
(গ)   NCERT
(ঘ)    PARAKH
Answers: (ঘ)    PARAKH

NEP-2020 অনুসারে বিদ্যালয়ে কোন্ নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে?
(ক)  নৈতিক শিক্ষা
(খ)   পরিবেশ শিক্ষা
(গ)   ডিজিটাল শিক্ষা
(ঘ)    অর্থনীতি
Answers: (গ)   ডিজিটাল শিক্ষা

NEP-2020-এর কোন্ মূলনীতি বিশেষভাবে গুরুত্ব পায়?
(ক)  সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক একক পাঠক্রম
(খ)   মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয়ন
(গ)   সমস্ত প্রকার বেসরকারি শিক্ষা অপসারণ
(ঘ)    উচ্চশিক্ষার সুযোগ শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ
Answers: (খ)   মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয়ন

NEP-2020 অনুসারে স্কুল শিক্ষাব্যবস্থায় School Complex কীসের জন্য গঠিত হবে?
(ক)  শিক্ষক-প্রশিক্ষণ
(খ)   অভ্যন্তরীণ পরীক্ষা
(গ)   শিক্ষা-সম্পদ ভাগাভাগি
(ঘ)    ছাত্রদের জন্য আবাসনের সুবিধা
Answers: (গ)   শিক্ষা-সম্পদ ভাগাভাগি

NEP-2020 অনুসারে শিক্ষায় learning outcomes কীসের জন্য নির্ধারিত হবে?
(ক)  শিক্ষার্থীদের কৃতিত্ব নির্ধারণের জন্য
(খ)   পাঠক্রমের মান উন্নয়নের জন্য
(গ)   পাঠ্যবই-এর উন্নয়ন করার জন্য
(খ)   পাঠক্রমের মান উন্নয়নের জন্য
Answers: (খ)   পাঠক্রমের মান উন্নয়নের জন্য

NEP-2020 অনুসারে National Educational Technology Forum (NETF) কীভাবে শিক্ষার উন্নয়নে সাহায্য করবে?
(ক)  নতুন প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে
(খ)   অনলাইন পাঠ্যসূচির উন্নয়ন করবে
(গ)   ছাত্রদের জন্য নতুন গেম তৈরি করবে
(ঘ)    শিক্ষকদের জন্য সেমিনারের আয়োজন করবে
Answers: (ক)  নতুন প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে

NEP-2020 অনুসারে স্কুল-পরবর্তী শিক্ষার উন্নয়নের জন্য কোন্ প্রতিষ্ঠান গঠন করার কথা বলা হয়?
(ক)  NSDC
(খ)   NETF
(গ)   NTA
(ঘ)    NCERT
Answers: (ক)  NSDC

NEP-2020 মেনে শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের পুনর্মূল্যায়ণ হবে কত বছর অন্তর?
(ক)  5 বছর
(খ)   2 বছর
(গ)   বার্ষিক
(ঘ)    10 বছর
Answers: (খ)   2 বছর

জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়?
(ক)  26 জানুয়ারি 2020
(খ)   15 আগস্ট 2020
(গ)   29 জুলাই 2020
(ঘ)    2 অক্টোবর 2020
Answers: (গ)   29 জুলাই 2020

NEP-2020 মেনে শিক্ষার কোন্ ক্ষেত্রটি গুরুত্ব পাবে?
(ক)  সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা
(খ)   তাত্ত্বিক শিক্ষা
(গ)   a ও b উভয়ই
(ঘ)    কোনোটিই নয়
Answers: (ক)  সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা

NEP-2020 মেনে কোন্ স্তরের শিক্ষার্থীদের জন্য Vocational Training চালু হবে?
(ক)  ষষ্ঠ শ্রেণি
(খ)   দশম শ্রেণি
(গ)   অষ্টম শ্রেণি
(ঘ)    পঞ্চম শ্রেণি
Answers: (ক)  ষষ্ঠ শ্রেণি

NEP-2020 মেনে উচ্চশিক্ষায় কত শতাংশ GDP বিনিয়োগ করার পরিকল্পনা আছে?
(ক)  2%
(খ)   3%
(গ)   4%
(ঘ)    6%
Answers: (ঘ)    6%

NEP-2020-র সুপারিশ মেনে প্রাথমিক স্তরের শিক্ষায় কোন্ বিশেষ উদ্যোগ নেওয়া হবে?
(ক)  পাঠ্যবই-এর পরিবর্তন
(খ)   শিক্ষকদের প্রশিক্ষণ
(গ)   প্রযুক্তির ব্যবহার
(ঘ)    উপরের সবগুলি
Answers: (ঘ)    উপরের সবগুলি

NEP-2020-তে উচ্চশিক্ষার জন্য কোন্ নতুন পদক্ষেপ নেওয়া হয়?
(ক)  জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন
(খ)   নতুন অ্যাকাডেমি প্রতিষ্ঠা
(গ)   অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট
(ঘ)    নতুন যৌথ উদ্যোগ
Answers: (গ)   অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট

NEP-2020 মেনে ‘মনোবিকাশ-আত্মনির্ভরতা বিষয়’ নতুন পাঠক্রমের নাম কী?
(ক)  মানসিক স্বাস্থ্যের শিক্ষা
(খ)   জীবন দক্ষতার শিক্ষা
(গ)   সমাজ উন্নয়নের শিক্ষা
(ঘ)    স্বাস্থ্য শিক্ষা
Answers: (খ)   জীবন দক্ষতার শিক্ষা

NEP-2020 মেনে শিক্ষা পরিসরের নতুন সংস্থার কাজ কী?
(ক)  শিক্ষার মান নিয়ন্ত্রণ করা
(খ)   শিক্ষার গবেষণা উন্নয়ন করা
(গ)   শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া
(ঘ)    শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া
Answers: (খ)   শিক্ষার গবেষণা উন্নয়ন করা

NEP-2020 মেনে কোন্ বিশেষ ধরনের বিদ্যালয় গঠন হবে যাতে প্রশাসনিক ব্যবস্থা উন্নততর হয়?
(ক)  ইন্টিগ্রেটেড স্কুল
(খ)   কমন স্কুল
(গ)   মাল্টিডিসিপ্লিনারি স্কুল
(ঘ)    স্মার্ট স্কুল
Answers: (ঘ)    স্মার্ট স্কুল

2020 সালের শিক্ষানীতির মূল লক্ষ্য কী?
(ক)  ভারতে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার কেন্দ্র বৃদ্ধি করা
(খ)   সম্পূর্ণ বিশ্বজুড়ে জ্ঞানের সর্বশক্তিশালী দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করা
(গ)   শুধুমাত্র উচ্চশিক্ষায় মনোনিবেশ করা
(ঘ)    ভারতকে ও তার শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্রীভূত করা
Answers: (খ)   সম্পূর্ণ বিশ্বজুড়ে জ্ঞানের সর্বশক্তিশালী দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করা

জাতীয় শিক্ষানীতি, 2020 অনুসারে কোন্ পরীক্ষা সকল বিশ্ববিদ্যালয় নেবে?
(ক)  NEET
(খ)   JEE
(গ)   CUET
(ঘ)    CAT
Answers: (গ)   CUET

জাতীয় শিক্ষানীতি, 2020 অনুসারে শিক্ষার্থীদের কোন্ স্তরে Critical Thinking ও Problem Solving-এর দক্ষতার উপর বেশি করে অগ্রাধিকার দেওয়া হবে?
(ক)  প্রাথমিক স্তর
(খ)   মাধ্যমিক স্তর
(গ)   উচ্চমাধ্যমিক স্তর
(ঘ)    স্নাতক স্তর
Answers: (খ)   মাধ্যমিক স্তর

2020-র শিক্ষানীতি মেনে কোন্ শ্রেণি পর্যন্ত Free ও Compulsory Education প্রাপ্ত হবে?
(ক)  অষ্টম শ্রেণি
(খ)   দশম শ্রেণি
(গ)   দ্বাদশ শ্রেণি
(ঘ)    স্নাতক শ্রেণি
Answers: (গ)   দ্বাদশ শ্রেণি

2020-র শিক্ষানীতি মেনে কোন্ স্তরে Internship বাধ্যতামূলক করা হবে?
(ক)  মাধ্যমিক স্তর
(খ)   উচ্চমাধ্যমিক স্তর
(গ)   স্নাতক স্তর
(ঘ)    স্নাতকোত্তর স্তর
Answers: (গ)   স্নাতক স্তর

জাতীয় শিক্ষানীতি, 2020 মেনে কোন্ স্তরে Practical এবং Hands-on Learning চালু হবে?
(ক)  প্রথম শ্রেণি
(খ)   তৃতীয় শ্রেণি
(গ)   ষষ্ঠ শ্রেণি
(ঘ)    অষ্টম শ্রেণি
Answers: (গ)   ষষ্ঠ শ্রেণি 

স্বাধীনতা লাভের পর ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে গঠিত হয়েছিল?
(ক)  1964 সালের 25 জুন
(খ)   1966 সালের 24 এপ্রিল
(গ)   1967 সালের 21 মে
(ঘ)    1968 সালের 17 জুলাই।
Answers :    (ঘ)    1968 সালের 17 জুলাই।

1968 সালের জাতীয় শিক্ষানীতি প্রকাশের সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন—
(ক)  ড. কে এল শ্রীমালি
(খ)   ড. ত্রিগুণা সেন
(গ)   শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়
(ঘ)    ড. করণ সিং।
Answers :    (খ)   ড. ত্রিগুণা সেন

ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি রচনা করে—
(ক)  রাধাকৃষ্ণন কমিশন
(খ)   মুদালিয়র কমিশন
(গ)   কোঠারি কমিশন
(ঘ)    ভারত সরকার।
Answers :    (ঘ)    ভারত সরকার

 1968 সালের শিক্ষানীতিতে মোট ধারার সংখ্যা ছিল—
(ক)  17 টি
(খ)   18 টি
(গ)   19 টি
(ঘ)    20 টি।
Answers :    (ক)  17 টি

1968 সালের জাতীয় শিক্ষানীতি রচিত হয় যে শিক্ষা কমিশনের সুপারিশসমূহকে সামনে রেখে, তা হল—
(ক)  রাধাকৃষ্ণন কমিশন
(খ)   মুদালিয়র কমিশন
(গ)   কোঠারি কমিশন
(ঘ)    হান্টার কমিশন।
Answers :    (গ)   কোঠারি কমিশন

 14 বছর বয়স পর্যন্ত সব ছেলেমেয়েদের শিক্ষা অবিলম্বে বাধ্যতামূলক ও অবৈতনিক করার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়?
(ক)  40
(খ)   45
(গ)   47
(ঘ)    50 (A)1
Answers :    (খ)   45

জাতীয় শিক্ষানীতি 1968-তে সংবিধানের 35 নং ধারা অনুসারে যোগাযোগ রক্ষাকারী ভাষারূপে কোন্ ভাষাকে উন্নীত করার কথা বলা হয়েছে?
(ক)  বাংলা
(খ)   উর্দু
(গ)   হিন্দি
(ঘ)    ইংরেজি।
Answers :    (গ)   হিন্দি

প্রাচীন ভারতীয় ইতিহাস, ভারততত্ত্ব ও ভারতীয় দর্শন চর্চার সঙ্গে সংস্কৃত ভাষা চর্চার সম্ভাবনাকে খতিয়ে দেখার কথা বলা হয়েছে—
(ক)  রাধাকৃষ্ণন কমিশনে
(খ)   কোঠারি কমিশনে
(গ)   1968 সালের জাতীয় শিক্ষানীতিতে
(ঘ)    1986 সালের জাতীয় শিক্ষানীতিতে।
Answers :    (গ)   1968 সালের জাতীয় শিক্ষানীতিতে

পাঠ্যপুস্তক প্রকাশ-এর ক্ষেত্রে প্রতিভাবান লেখকদের দিয়ে লিখিয়ে ভালো বই প্রকাশ করতে হবে— এ কথাটি বলা হয়েছে—
(ক)  1968 সালের জাতীয় শিক্ষানীতিতে
(খ)   1979 সালের জাতীয় শিক্ষানীতিতে
(গ)   1986 সালের জাতীয় শিক্ষানীতিতে
(ঘ)    কোনোটিই নয়।
Answers :    (ক)  1968 সালের জাতীয় শিক্ষানীতিতে

1968 সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কৃষি ও শিল্পে নিয়োজিত কর্মীদের জন্য যে শিক্ষার কথা বলা হয়েছে, তা হল—
(ক)  আংশিক সময়ের ও ডাকযোগে শিক্ষা
(খ)   পূর্ণ সময়ের ও ডাকযোগে শিক্ষা
(গ)   আংশিক সময়ের ও প্রথাগত শিক্ষা
(ঘ)    পূর্ণ সময়ের ও প্রথাগত শিক্ষা।
Answers :    (ক)  আংশিক সময়ের ও ডাকযোগে শিক্ষা

উচ্চমাধ্যমিক স্তরটি সুবিধামতো স্কুল অথবা কলেজের সঙ্গে যুক্ত হবে। এ কথা বলা হয়েছে—
(ক)  কোঠারি কমিশনে
(খ)   1968 সালের জাতীয় শিক্ষানীতিতে
(গ)   1979 সালের জাতীয় শিক্ষানীতিতে
(ঘ)    1986 সালের জাতীয় শিক্ষানীতিতে।
Answers :    (খ)   1968 সালের জাতীয় শিক্ষানীতিতে

1968 সালের পর পরবর্তী জাতীয় শিক্ষানীতিটি ঘোষিত হয়—
(ক)  1977 সালে
(খ)   1978 সালে
(গ)   1979 সালে
(ঘ)    1986 সালে।
Answers :    (গ)   1979 সালে

‘চ্যালেঞ্জ অফ এডুকেশন—এ পলিসি পারস্পেকটিভ’ প্রস্তাবটি দিয়েছিল—
(ক)  কোঠারি কমিশন
(খ)   শিক্ষামন্ত্রক
(গ)   প্রধানমন্ত্রী
(ঘ)    রাষ্ট্রপতি।
Answers :    (খ)   শিক্ষামন্ত্রক

‘জাতীয় শিক্ষানীতি, 1986’-র ভিত্তি রচনা—
(ক)  মুদালিয়র কমিশন
(খ)   কোঠারি কমিশন
(গ)   রাধাকৃষ্ণন কমিশন
(ঘ)    জাতীয় শিক্ষানীতি, 1968।
Answers :    (খ)   কোঠারি কমিশন

জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় ছিল?
(ক)  10 টি
(খ)   11 টি
(গ)   12 টি
(ঘ)    13 টি।
Answers :    (গ)   12 টি

‘জাতীয় শিক্ষানীতি, 1986’-র প্রথম অংশে বর্ণিত হয়েছে—
(ক)  শিক্ষার উপাদান ও ভূমিকা
(খ)   সাম্যের জন্য শিক্ষা
(গ)   ভূমিকা
(ঘ)    শিক্ষা ব্যবস্থাপনা।
Answers :    (গ)   ভূমিকা

‘জাতীয় শিক্ষানীতি, 1986’-র শেষ অংশে বর্ণিত হয়েছে—
(ক)  ভবিষ্যৎ
(খ)   সম্পদ ও পুনঃপরীক্ষা
(গ)   শিক্ষা ব্যবস্থাপনা
(ঘ)    জাতীয় ব্যবস্থায় শিক্ষা।
Answers :    (ক)  ভবিষ্যৎ

কোন্ কমিশনের সঙ্গে 1986 সালের জাতীয় শিক্ষানীতির সর্বাপেক্ষা অধিক সাদৃশ্য দেখা যায়?
(ক)  জনার্দন রেড্ডি কমিটির সঙ্গে
(খ)   মুদালিয়র কমিশনের সঙ্গে
(গ)   কোঠারি কমিশনের সঙ্গে
(ঘ)    রামমূর্তি কমিটির সঙ্গে।
Answers :    (গ)   কোঠারি কমিশনের সঙ্গে

‘জাতীয় শিক্ষানীতি, 1986’-র মতে, শিক্ষা হবে—
(ক)  শিক্ষিতদের জন্য
(খ)   ছাত্রদের জন্য
(গ)   ছাত্র ও ছাত্রীদের জন্য
(ঘ)    সকলের জন্য।
Answers :    (গ)   ছাত্র ও ছাত্রীদের জন্য

“Educational Equality”-এর কথা জাতীয় শিক্ষানীতির কোন্ অধ্যায়ভুক্ত?
(ক)  প্রথম
(খ)   তৃতীয়
(গ)   চতুর্থ
(ঘ)    কোনোটিই নয়।
Answers :    (গ)   চতুর্থ

জাতীয় শিক্ষানীতির কোন্ অধ্যায়ে 1968 সালের সাফল্য – ব্যর্থতা সম্পর্কে উল্লেখ ছিল?
(ক)  দ্বিতীয় অধ্যায়ে
(খ)   প্রথম অধ্যায়ে
(গ)   চতুর্থ অধ্যায়ে
(ঘ)    তৃতীয় অধ্যায়ে।
Answers :    (খ)   প্রথম অধ্যায়ে

1986 সালের জাতীয় শিক্ষানীতি কোন্ তারিখে প্রকাশিত হয়?
(ক)  11 এপ্রিল
(খ)   21 এপ্রিল
(গ)   21 জুন
(ঘ)    21 মে।
Answers :    (খ)   21 এপ্রিল

‘জাতীয় শিক্ষানীতি, 1986’-র প্রস্তাব অনুযায়ী সমগ্র জাতীয় শিক্ষানীতির (NPE) শিক্ষাকাঠামোটি হল—
(ক)  6+5+4
(খ)   10+3+2
(গ)   4+4+4+3
(ঘ)    10+2+3
Answers :    (ঘ)    10+2+3

সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হয়?
(ক)  71 এবং 72 তম সংশোধনীর মাধ্যমে
(খ)   72 এবং 73 তম সংশোধনীর মাধ্যমে
(গ)   76 এবং 77 তম সংশোধনীর মাধ্যমে
(ঘ)    উপরের কোনোটিই নয়।
Answers :    (ঘ)    উপরের কোনোটিই নয়

“সাম্যের জন্য শিক্ষা”—কোন্ কমিশনের সুপারিশ?
(ক)  কোঠারি
(খ)   জনার্দন রেড্ডি
(গ)   হান্টার
(ঘ)    জাতীয় শিক্ষানীতি (1986)
Answers :    (ঘ)    জাতীয় শিক্ষানীতি (1986)

‘জাতীয় শিক্ষানীতি, 1986’-র স্লোগান কী ছিল?
(ক)  অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ প্রদান
(খ)   শিক্ষায় অসাম্য ও দারিদ্র্যদূরীকরণ
(গ)   দেশে নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ
(ঘ)    অবৈতনিক শিক্ষাব্যবস্থা ও জাতীয় উন্নয়ন।
Answers :    (ক)  অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ প্রদান

নারীশিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাবটি কী?
(ক)  কুসংস্কার দূর করা
(খ)   নতুন পাঠক্রম
(গ)   ছেলেমেয়ের পৃথক পাঠক্রম
(ঘ)    a ও b উভয়ই
Answers :    (ঘ)    a ও b উভয়ই

কমন স্কুল-এর উদ্দেশ্য—
(ক)  সকলের জন্য শিক্ষার ব্যবস্থা
(খ)   মেধাবী ছাত্রদের জন্য শিক্ষার ব্যবস্থা
(গ)   মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা
(ঘ)    প্রতিবন্ধীদের জন্য শিক্ষার ব্যবস্থা
Answers :    (ক)  সকলের জন্য শিক্ষার ব্যবস্থা

মডেল স্কুলের কথা বলা হয়েছে—
(ক)  রাধাকৃষ্ণন কমিশনে
(খ)   মুদালিয়র কমিশনে
(গ)   জাতীয় শিক্ষানীতি-তে
(ঘ)    কোনোটিই নয়।
Answers :    (গ)   জাতীয় শিক্ষানীতি-তে

জাতীয় শিক্ষার সংস্থা নয়—
(ক)  UGC
(খ)   WBP
(গ)   IMC
(ঘ)    AICTEI
Answers :    (খ)   WBP

সংবিধান প্রবর্তনের পর কত সালের মধ্যে 6-9 বছর বয়স্ক সকল ছেলেমেয়ের প্রাথমিক শিক্ষার কথা বলা হয়?
(ক)  1957 সালে
(খ)   1960 সালে
(গ)   1995 সালে
(ঘ)    2001 সালে।
Answers :    (খ)   1960 সালে

“The Citizens of the Country have a fundamental right to education. Every child/citizen of this country has a right to free education until he completes the age of 14 years.” বলেছে—
(ক)  সুপ্রিমকোর্ট
(খ)   হাইকোর্ট
(গ)   জজকোর্ট
(ঘ)    আন্তর্জাতিক বিচারালয়।
Answers :    (ক)  সুপ্রিমকোর্ট

অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009-এর অপর নাম কী?
(ক)  NCPCR
(খ)   CABE
(গ)   FCEB 2004
(ঘ)    RTE 2009
Answers :    (ঘ)    RTE 2009

“সাক্ষরতা-সক্ষমতা-সচেতনতা।” এই কথাটি যুক্ত—
(ক)  নবোদয় বিদ্যালয়ের সঙ্গে
(খ)   নারীশিক্ষার সঙ্গে
(গ)   বয়স্কশিক্ষার সঙ্গে
(ঘ)    প্রতিবন্ধীদের শিক্ষার সঙ্গে।
Answers :    (গ)   বয়স্কশিক্ষার সঙ্গে

‘জাতীয় শিক্ষানীতি, 1986’-র মূল কথা হল—
(ক)  শিক্ষায় অসাম্য দূর করা
(খ)   শিক্ষায় স্বাধীনতা প্রতিষ্ঠা
(গ)   শিক্ষায় স্কলারশিপ চালু করা
(ঘ)    নারী নিরক্ষরতা দূরীকরণ।
Answers :    (ক)  শিক্ষায় অসাম্য দূর করা

জাতীয় শিক্ষানীতি, 1986-এর সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি হল—
(ক)  নবোদয় বিদ্যালয়
(খ)   অপারেশন ব্ল্যাকবোর্ড
(গ)   বয়স্কশিক্ষা
(ঘ)    চাকুরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ
Answers :    (ঘ)    চাকুরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ

প্রাথমিক স্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতির সুপারিশটি হল-
(ক)  Mid-day-meal
(খ)   No-detention Policy
(গ)   বিজ্ঞান শিক্ষা
(ঘ)    সমন্বয়িত শিক্ষাদান।
Answers :    (ক)  Mid-day-meal

প্রাথমিক বিদ্যালয়ে শিশুর সুষ্ঠু বিকাশের জন্য ‘জাতীয় শিক্ষানীতি, 1986’ সুপারিশ করে-
(ক)  NCTE
(খ)   ECCE
(গ)   SABE
(ঘ)    AICTEI
Answers :    (খ)   ECCE

Operation Blackboard-এর কথা বলা হয়েছে-
(ক)  জাতীয় শিক্ষানীতি, 1986-তে
(খ)   মুদালিয়র কমিশন-এ
(গ)   স্যাডলার কমিশন-এ
(ঘ)    হান্টার কমিশন-এ।
Answers :    (ক)  জাতীয় শিক্ষানীতি, 1986-তে

অপারেশন ব্ল্যাকবোর্ড কোন্ স্তরের শিক্ষার জন্য কর্মসূচি?
(ক)  মাধ্যমিক
(খ)   প্রাথমিক
(গ)   উচ্চমাধ্যমিক
(ঘ)    প্রাক্-প্রাথমিক।
Answers :    (খ)   প্রাথমিক

Operation Blackboard-এর উদ্দেশ্য হল-
(ক)  বিদ্যালয় পরিষ্কার করা
(খ)   বয়স্কশিক্ষার প্রসার ঘটানো
(গ)   প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন করা
(ঘ)    মিড-ডে মিলের ব্যবস্থা করা।
Answers :    (গ)   প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন করা

অপারেশন ব্ল্যাকবোর্ড অনুযায়ী দুখানা ঘর হবে-
(ক)  মাঝারি মাপের
(খ)   50 জন শিক্ষার্থী বসার মতন
(গ)   বড়ো ও সব ঋতুর ব্যবহারের উপযোগী
(ঘ)    শীততাপ নিয়ন্ত্রিত।
Answers :    (গ)   বড়ো ও সব ঋতুর ব্যবহারের উপযোগী

জাতীয় বয়স্কশিক্ষা কর্মসূচি কার্যকরী হয়-
(ক)  1986 সালে
(খ)   1987 সালে
(গ)   1978 সালে
(ঘ)    2001 সালে।
Answers :    (গ)   1978 সালে

‘জাতীয় শিক্ষানীতি, 1986’ অনুসারে বয়স্ক বলতে বোঝায়-
(ক)  70 বছর বয়স্কদের
(খ)   ৪০ বছর বয়স্কদের
(গ)   উচ্চপ্রাথমিক স্তরে পড়া শেষ না করে বিদ্যালয় ছেড়েছে এমন ব্যক্তিদের
(ঘ)    উচ্চমাধ্যমিক পাস করে পড়া ছেড়েছে এমন নাগরিকদের।
Answers :    (গ)   উচ্চপ্রাথমিক স্তরে পড়া শেষ না করে বিদ্যালয় ছেড়েছে এমন ব্যক্তিদের

বয়স্কশিক্ষার বয়সসীমা হল-
(ক)  15-35 বছর
(খ)   15-40 বছর
(গ)   30 – 60 বছর
(ঘ)    60 বছরের ঊর্ধ্বে।
Answers :    (ক)  15-35 বছর

তপশিলি উপজাতিদের জন্য গৃহীত ব্যবস্থা-
(ক)  তাদের ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন
(খ)   আবাসিক বিদ্যালয় স্থাপন
(গ)   তপশিলি উপজাতির শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
(ঘ)    সবকটি।
Answers :    (ঘ)    সবকটি

মাধ্যমিক শিক্ষার দ্রুত বিস্তারের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে-
(ক)  রাধাকৃষ্ণন কমিশন
(খ)   জাতীয় শিক্ষানীতি, 1986
(গ)   মুদালিয়র কমিশন
(ঘ)    কোঠারি কমিশন।
Answers :    (খ)   জাতীয় শিক্ষানীতি, 1986

নবোদয় বিদ্যালয়ে শহরের ছেলেমেয়েরা ভরতি হবে শতকরা-
(ক)  20 জন
(খ)   28 জন
(গ)   34 জন
(ঘ)    50 জন।
Answers :    (ক)  20 জন

নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে কত সংখ্যক আসন?
(ক)  এক-পঞ্চমাংশ
(খ)   এক-দ্বিতীয়াংশ
(গ)   এক-তৃতীয়াংশ
(ঘ)    দুই-চতুর্থাংশ।
Answers :    (গ)   এক-তৃতীয়াংশ

নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে-
(ক)  মুদালিয়র কমিশন
(খ)   রামমূর্তি কমিটি
(গ)   বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(ঘ)    জাতীয় শিক্ষানীতি, 1986।
Answers :    (ঘ)    জাতীয় শিক্ষানীতি, 1986

বিদ্যালয়ের পাঠক্রম রচনার দায়িত্ব গ্রহণ করে-
(ক)  CBSE
(খ)   SCERT
(গ)   NCERT
(ঘ)    UGCI
Answers :    (গ)   NCERT

নবোদয় বিদ্যালয়ে ভরতি করা হয়-
(ক)  তৃতীয় শ্রেণিতে
(খ)   চতুর্থ শ্রেণিতে
(গ)   পঞ্চম শ্রেণিতে
(ঘ)    ষষ্ঠ শ্রেণিতে।
Answers :    (ঘ)    ষষ্ঠ শ্রেণিতে

মডেল স্কুলগুলিতে যে ধরনের শিক্ষা দেওয়া হয়-
(ক)  গুণগত
(খ)   যন্ত্রপাতি
(গ)   কলা, বিজ্ঞান, বৃত্তি
(ঘ)    বৃত্তি।
Answers :    (গ)   কলা, বিজ্ঞান, বৃত্তি

নবোদয় বিদ্যালয়ের অপর নাম-
(ক)  কিন্ডারগার্টেন স্কুল
(খ)   পেস সেটিং স্কুল
(গ)   কমন স্কুল
(ঘ)    নার্সারি স্কুল।
Answers :    (খ)   পেস সেটিং স্কুল

‘জাতীয় শিক্ষানীতি, 1986’ অনুসারে নবোদয় বিদ্যালয় হবে-
(ক)  দূরশিক্ষার জন্য
(খ)   মেধার ভিত্তিতে ভরতির জন্য
(গ)   সকলের শিক্ষার জন্য
(ঘ)    আবাসিক।
Answers :    (খ)   মেধার ভিত্তিতে ভরতির জন্য

নবোদয় বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর ছিল-
(ক)  দ্বাদশ শ্রেণি
(খ)   দশম শ্রেণি
(গ)   অষ্টম শ্রেণি
(ঘ)    সপ্তম শ্রেণি।
Answers :    (ক)  দ্বাদশ শ্রেণি

নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য ছিল-
(ক)  বয়স্কশিক্ষা
(খ)   মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা
(গ)   স্কুলছুটদের শিক্ষা
(ঘ)    সকলের জন্য শিক্ষা।
Answers :    (খ)   মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা

নবোদয় বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হল-
(ক)  ইংরেজি এবং আঞ্চলিক ভাষা
(খ)   হিন্দি এবং আঞ্চলিক ভাষা
(গ)   মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা
(ঘ)    ইংরেজি ও হিন্দি ভাষা।
Answers :    (ঘ)    ইংরেজি ও হিন্দি ভাষা

নবোদয় বিদ্যালয়ে তপশিলি জাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়-
(ক)  5%
(খ)   10%
(গ)   15%
(ঘ)    25%
Answers :    (গ)   15%

নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে-
(ক)  1/3 অংশ
(খ)   2/3 অংশ
(গ)   1/2 অংশ
(ঘ)    কোনোটিই নয়।
Answers :    (ক)  1/3 অংশ

নবোদয় বিদ্যালয়ে নবম শ্রেণি থেকে শিক্ষার মাধ্যম হয়-
(ক)  বাংলা
(খ)   ইংরেজি
(গ)   হিন্দি
(ঘ)    ইংরেজি বা হিন্দি।
Answers :    (ঘ)    ইংরেজি বা হিন্দি

প্রতিবছর 50 টি নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে-
(ক)  মুদালিয়র কমিশন
(খ)   জাতীয় শিক্ষানীতি, 1986
(গ)   কোঠারি কমিশন
(ঘ)    জাতীয় শিক্ষানীতি, 1992।
Answers :    (খ)   জাতীয় শিক্ষানীতি, 1986

মস্তিষ্কের ঝড় (Brain Storming)-এর উপর বিশেষ জোর দেওয়া হয়-
(ক)  প্রাথমিক বিদ্যালয়ে
(খ)   নবোদয় বিদ্যালয়ে
(গ)   মাধ্যমিক বিদ্যালয়ে
(ঘ)    উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে।
Answers :    (খ)   নবোদয় বিদ্যালয়ে

মেধাবী শিক্ষার্থীদের পড়ার সুযোগ পাওয়ার জন্য কোন্ ধরনের প্রতিষ্ঠানের কথা জাতীয় শিক্ষানীতি, 1986-তে বলা হয়েছে-
(ক)  এক্সেলেন্ট কলেজ
(খ)   মুক্ত বিশ্ববিদ্যালয়
(গ)   স্বশাসিত কলেজ
(ঘ)    কেন্দ্রীয় প্রতিষ্ঠান।
Answers :    (ক)  এক্সেলেন্ট কলেজ

‘স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন্ কমিশন / কমিটিতে বলা হয়েছে?
(ক)  রাধাকৃষ্ণন কমিশন
(খ)   রামমূর্তি কমিটি
(গ)   জাতীয় শিক্ষানীতি, 1986
(ঘ)    কোঠারি কমিশন।
Answers :    (গ)   জাতীয় শিক্ষানীতি, 1986

স্বশাসিত কলেজগুলির নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়-
(ক)  UGC-র উপর
(খ)   বিশ্ববিদ্যালয়ের উপর
(গ)   রাজ্য সরকারের উপর
(ঘ)    সবকটি ঠিক।
Answers :    (ঘ)    সবকটি ঠিক

মুক্তশিক্ষা দৃঢ় ও উন্নত হয়েছে-
(ক)  নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে
(খ)   ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে
(গ)   রবীন্দ্রভারতী মুক্ত বিদ্যালয়ের মধ্য দিয়ে
(ঘ)    কোনোটিই নয়।
Answers :    (খ)   ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে

ইন্দিরা গান্ধি মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
(ক)  1982 খ্রিস্টাব্দে
(খ)   1984 খ্রিস্টাব্দে
(গ)   1985 খ্রিস্টাব্দে
(ঘ)    1987 খ্রিস্টাব্দে।
Answers :    (গ)   1985 খ্রিস্টাব্দে

উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে 1986-র নীতি কী স্থাপন করে?
(ক)  স্বয়ংশাসিত কলেজ
(খ)   মুক্ত বিশ্ববিদ্যালয়
(গ)   নবোদয় বিদ্যালয়
(ঘ)    অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।
Answers :    (খ)   মুক্ত বিশ্ববিদ্যালয়

অ-হিন্দিভাষী এলাকায় মডেল স্কুলে শিক্ষার মাধ্যম হবে-
(ক)  সংস্কৃত ভাষা
(খ)   মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা
(গ)   হিন্দি ভাষা
(ঘ)    মালয়ালম্ ভাষা।
Answers :    (গ)   হিন্দি ভাষা

উচ্চশিক্ষা বিস্তারের জন্য ‘জাতীয় শিক্ষানীতি, 1986’ সমর্থন করে-
(ক)  কোঠারি কমিশনকে
(খ)   মুদালিয়র কমিশনকে
(গ)   রাধাকৃষ্ণন কমিশনকে
(ঘ)    কোনোটিই নয়।
Answers :    (গ)   রাধাকৃষ্ণন কমিশনকে

উচ্চশিক্ষায় ‘এলিটিজম’ কথার অর্থ হল-
(ক)  অভিজাতদের জন্য উচ্চশিক্ষা
(খ)   ধনীদের জন্য উচ্চশিক্ষা
(গ)   মেধাবীদের জন্য উচ্চশিক্ষা
(ঘ)    বিদেশিদের জন্য উচ্চশিক্ষা।
Answers :    (গ)   মেধাবীদের জন্য উচ্চশিক্ষা

ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস গঠন করার সুপারিশ করা হয়-
(ক)  জাতীয় শিক্ষানীতিতে
(খ)   কোঠারি কমিশনে
(গ)   রামমূর্তি কমিটিতে
(ঘ)    জনার্দন কমিটিতে।
Answers :    (খ)   কোঠারি কমিশনে

জাতীয় শিক্ষানীতিতে দারিদ্র্যদূরীকরণের উদ্দেশে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-
(ক)  নেতাজির আদর্শে
(খ)   রামকৃষ্ণের আদর্শে
(গ)   গান্ধিজির আদর্শে
(ঘ)    বিবেকানন্দের আদর্শে।
Answers :    (গ)   গান্ধিজির আদর্শে

জাতীয় শিক্ষানীতিতে প্রতিটি জেলার শিক্ষক-শিক্ষণের জন্য যা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, সেটি হল-
(ক)  UGC
(খ)   DIET
(গ)   NSOU
(ঘ)    DRUI
Answers :    (খ)   DIET

চাকুরি থেকে ডিগ্রিকে আলাদা করার অর্থ-
(ক)  ডিগ্রির প্রতি অন্ধ মোহ কাটানো
(খ)   ডিগ্রি ছাড়া চাকুরি দেওয়া
(গ)   চাকুরি পাওয়ার পর ডিগ্রি বাতিল করা
(ঘ)    সবকটি ঠিক।
Answers :    (ক)  ডিগ্রির প্রতি অন্ধ মোহ কাটানো

চাকুরির ক্ষেত্রে ডিগ্রি কোথায় প্রয়োজনীয় বলে বিবেচিত হবে?
(ক)  ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে
(খ)   আইনের ক্ষেত্রে
(গ)   চিকিৎসার ক্ষেত্রে
(ঘ)    সবগুলির ক্ষেত্রে।
Answers :    (ঘ)    সবগুলির ক্ষেত্রে

কারিগরি শিক্ষার বিদ্যালয় 1975-76-এ 325টি থেকে 1982-83-তে হয় 515টি। এই সময় সবচেয়ে বেশি Polytechnic বিদ্যালয় ছিল-
(ক)  কর্ণাটকে
(খ)   তামিলনাডুতে
(গ)   গুজরাটে
(ঘ)    কেরলে।
Answers :    (খ)   তামিলনাডুতে

প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়?
(ক)  1986 সালে
(খ)   1992 সালে
(গ)   1990 সালে
(ঘ)    1985 সালে
Answers :    (খ)   1992 সালে

বিশ্ববিদ্যালয়ে ভরতির জন্য নির্বাচনী পরীক্ষা চালু করার সুপারিশ দিয়েছিল-
(ক)  জাতীয় শিক্ষানীতি, 1992
(খ)   জাতীয় শিক্ষানীতি, 1986
(গ)   জাতীয় শিক্ষানীতি, 1968
(ঘ)    বিশ্ববিদ্যালয় কমিশন।
Answers :    (ক)  জাতীয় শিক্ষানীতি, 1992

‘জাতীয় শিক্ষানীতি, 1986’ অনুসারে শিক্ষকদের (প্রশিক্ষণ) শিক্ষাদানের ব্যবস্থা করবে-
(ক)  NCERT
(খ)   UGC
(গ)   NCTE
(ঘ)    কেন্দ্রীয় সরকার।
Answers :    (গ)   NCTE

বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কমিশন শিক্ষাক্ষেত্রে অর্থসাহায্য প্রদান করে, সেটি হল-
(ক)  কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ
(খ)   বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
(গ)   শিক্ষামূলক গবেষণা ও প্রশিক্ষণমূলক জাতীয় পর্ষদ
(ঘ)    জাতীয় শিক্ষক-প্রশিক্ষণ কমিশন।
Answers :    (খ)   বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

MLL কথাটি যুক্ত-
(ক)  প্রাথমিক শিক্ষার সঙ্গে
(খ)   মাধ্যমিক শিক্ষার সঙ্গে
(গ)   উচ্চমাধ্যমিক শিক্ষার সঙ্গে
(ঘ)    বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে।
Answers :    (ক)  প্রাথমিক শিক্ষার সঙ্গে

MLL-এর সম্পূর্ণ নাম কী?
(ক)  Minimum Level of Learning
(খ)   Maximum Level of Learning
(গ)   Maintenance of Level of Learning
(ঘ)    Maximum Limit of Learning।
Answers :    (ক)  Minimum Level of Learning

রামমূর্তি কমিটি গঠিত হয়-
(ক)  1989 সালে
(খ)   1990 সালে
(গ)   1991 সালে
(ঘ)    1992 সালে।
Answers :    (খ)   1990 সালে

রামমূর্তি কমিটি তাদের সুচিন্তিত সুপারিশ তদানীন্তন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে জমা দেয়-
(ক)  1990 সালের 20 ডিসেম্বর
(খ)   1990 সালের 22 ডিসেম্বর
(গ)   1990 সালের 25 ডিসেম্বর
(ঘ)    1990 সালের 26 ডিসেম্বর।
Answers :    (ঘ)    1990 সালের 26 ডিসেম্বর

শিক্ষা সম্পর্কে সর্বভারতীয় নীতি গ্রহণের সুপারিশ করে-
(ক)  মুদালিয়র কমিশন
(খ)   শ্রীমতী হংস মেহতা কমিটি
(গ)   শরণ সিং কমিশন
(ঘ)    রামমূর্তি কমিটি।
Answers :    (ঘ)    রামমূর্তি কমিটি

জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়?
(ক)  1990 সালে
(খ)   1992 সালে
(গ)   1986 সালে
(ঘ)    1991 সালে।
Answers :    (খ)   1992 সালে

কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ সংসদীয় জাতীয় নীতি হিসেবে মেনে নিয়েছিল-
(ক)  রামমূর্তি কমিটির রিপোর্টকে
(খ)   মুদালিয়র কমিশনের রিপোর্টকে
(গ)   কোঠারি কমিশনের রিপোর্টকে
(ঘ)    জনার্দন রেড্ডি কমিটির রিপোর্টকে।
Answers :    (ঘ)    জনার্দন রেড্ডি কমিটির রিপোর্টকে

1992 সালের শিক্ষানীতি প্রণয়নের দায়িত্বে ছিলেন-
(ক)  অর্জুন সিং
(খ)   রাজীব গান্ধি
(গ)   জনার্দন রেড্ডি
(ঘ)    ইন্দিরা গান্ধি।
Answers :    (ক)  অর্জুন সিং

‘জাতীয় শিক্ষানীতি, 1986’-র সংশোধিত রূপ প্রকাশিত হয়-
(ক)  1988 সালে
(খ)   1989 সালে
(গ)   1991 সালে
(ঘ)    1992 সালে।
Answers :    (ঘ)    1992 সালে

1992 সালে গৃহীত শিক্ষানীতি, 1986 সালে গৃহীত মূল শিক্ষানীতির মধ্যে নতুন অনুচ্ছেদ যোগ করা হয়েছিল। এই নতুন অনুচ্ছেদ ক-টি?
(ক)  চারটি
(খ)   তিনটি
(গ)   দুটি
(ঘ)    একটি।
Answers :    (গ)   দুটি

অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় আয়ের বরাদ্দ করার সুপারিশ করেছে-
(ক)  3%
(খ)   10%
(গ)   8%
(ঘ)    6%
Answers :    (গ)   8%

জাতীয় শিক্ষানীতি, 1986 গঠিত হয়, যার নেতৃত্বে তিনি হলেন-
(ক)  ইন্দিরা গান্ধি
(খ)   রাজীব গান্ধি
(গ)   মহাত্মা গান্ধি
(ঘ)    সঞ্জয় গান্ধি
Answers :    (খ)   রাজীব গান্ধি

‘Challenge of Education – A Policy Perspective’- শিরোনামটি ছিল-
(ক)  জাতীয় শিক্ষানীতি, 1968
(খ)   জাতীয় শিক্ষানীতি, 1986
(গ)   জাতীয় শিক্ষানীতি, 2020
(ঘ)    কোনোটিই নয়
Answers :    (খ)   জাতীয় শিক্ষানীতি, 1986

‘Challenge of Education – A Policy Perspective’ এই প্রস্তাবনা পত্রটি প্রকাশিত হয়-
(ক)  1985 সালের 18 আগস্ট
(খ)   1985 সালের 20 আগস্ট
(গ)   1985 সালের 19 আগস্ট
(ঘ)    1985 সালের 22 আগস্ট
Answers :    (গ)   1985 সালের 19 আগস্ট

1986 সালের যে তারিখে জাতীয় শিক্ষানীতি কার্যকরী হয় তা হল-
(ক)  12 এপ্রিল
(খ)   26 মে
(গ)   21 জুন
(ঘ)    21 এপ্রিল
Answers :    (ঘ)    21 এপ্রিল

ভারত সরকার 1986-র সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন –
(ক)  1987 সালে
(খ)   1990 সালে
(গ)   1992 সালে
(ঘ)    1993 সালে
Answers :    (গ)   1992 সালে

জাতীয় শিক্ষানীতি 1986-এর যে অংশে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে তা হল-
(ক)  পঞ্চম অংশ
(খ)   সপ্তম অংশ
(গ)   অষ্টম অংশ
(ঘ)    দশম অংশ
Answers :    (ঘ)    দশম অংশ

NEP-এর পুরোনাম হল-
(ক)  National Education Policy
(খ)   National Electronics Policy
(গ)   National Education Project
(ঘ)    National Education Programme
Answers :    (ক)  National Education Policy

সামাজিক বৈষম্য দূর করতে এবং জাতীয় সংহতি স্থাপনের জন্য জাতীয় শিক্ষানীতি, 1986-তে যে প্রস্তাব দেওয়া হয়, তা হল-
(ক)  SCERT স্থাপন করা
(খ)   বয়স্কশিক্ষা সম্মেলনের আয়োজন করা
(গ)   কমন স্কুল স্থাপন করা
(ঘ)    ভিলেজ এডুকেশন কমিটি স্থাপন করা
Answers :    (গ)   কমন স্কুল স্থাপন করা

VEC-এর পুরো কথাটি হল-
(ক)  Village Education Council
(খ)   Village Education Commission
(গ)   Village Education Committee
(ঘ)    Village Education Centre
Answers :    (গ)   Village Education Committee

কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ 1949 সালে বয়স্কশিক্ষার সম্মেলন করে –
(ক)  লক্ষ্ণৌতে
(খ)   দিল্লিতে
(গ)   ভূপালে
(ঘ)    এলাহাবাদে
Answers :    (ঘ)    এলাহাবাদে

1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি অনুযায়ী কয়টি শ্রেণিকক্ষ রাখার কথা বাধ্যতামূলক করা হয়েছে?
(ক)  1 টি
(খ)   5 টি
(গ)   2 টি
(ঘ)    10 টি
Answers :    (গ)   2 টি

ECCE-এর পুরো কথাটি হল-
(ক)  Early Child Care and Education
(খ)   Early Childhood Care and Education
(গ)   Early Childhood Care and Educare
(ঘ)    Early Children Care and Education
Answers :    (খ)   Early Childhood Care and Education

ECCE হল-
(ক)  শিশুদের শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি
(খ)   বয়স্ক ব্যক্তিদের যত্ন ও শিক্ষার কর্মসূচি
(গ)   বৃত্তিমূলক শিক্ষার কর্মসূচি
(ঘ)    নবোদয় বিদ্যালয় গঠন সংক্রান্ত কর্মসূচি
Answers :    (ক)  শিশুদের শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি

বিদ্যালয়ের ধারাবাহিক শিক্ষা থেকে শিক্ষার্থীরা দূরে সরে গেলে তাদের বলে-
(ক)  মেধাবী শিক্ষার্থী
(খ)   ক্লাসের অনিয়মিত শিক্ষার্থী
(গ)   ড্রপ আউট শিক্ষার্থী
(ঘ)    কোনোটিই নয়
Answers :    (গ)   ড্রপ আউট শিক্ষার্থী

জাতীয় শিক্ষানীতি, 1986-তে পথনির্দেশক স্কুল বলতে বোঝানো হয়েছে-
(ক)  প্রাথমিক বিদ্যালয়গুলিকে
(খ)   নবোদয় বিদ্যালয়কে
(গ)   নিম্ন-প্রাথমিক বিদ্যালয়কে
(ঘ)    বৃত্তিশিক্ষা কেন্দ্রগুলিকে
Answers :    (ঘ)    বৃত্তিশিক্ষা কেন্দ্রগুলিকে

নবোদয় বিদ্যালয়গুলি পরিচালনা করে-
(ক)  CBSE বোর্ড
(খ)   ICSE বোর্ড
(গ)   প্রাইমারি শিক্ষা বোর্ড
(ঘ)    উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
Answers :    (ক)  CBSE বোর্ড

নবোদয় বিদ্যালয়ে ভরতির পরীক্ষার প্রশ্নপত্র রচনা করে-
(ক)  CBSE
(খ)   ICSE
(গ)   SCERT
(ঘ)    NCERT
Answers :    (ঘ)    NCERT

নবোদয় বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করা যায়-
(ক)  ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত
(খ)   প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত
(গ)   শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণি
(ঘ)    ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত
Answers :    (ক)  ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত

ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হল-
(ক)  রাজীব গান্ধি ইউনিভার্সিটি
(খ)   ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি
(গ)   বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি
(ঘ)    নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি
Answers :    (গ)   বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি

ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-
(ক)  1980 সালে
(খ)   1981 সালে
(গ)   1982 সালে
(ঘ)    1984 সালে
Answers :    (গ)   1982 সালে

ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-
(ক)  দিল্লিতে
(খ)   হায়দরাবাদে
(গ)   পুনেতে
(ঘ)    ভুবনেশ্বরে
Answers :    (খ)   হায়দরাবাদে

পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম হল-
(ক)  কুরুক্ষেত্র ইউনিভার্সিটি
(খ)   ফকির মোহন ইউনিভার্সিটি
(গ)   মহর্ষি দয়ানন্দ ইউনিভার্সিটি
(ঘ)    নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি
Answers :    (ঘ)    নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি

DIET-এর পুরো কথাটি হল-
(ক)  District Institute of Education & Training
(খ)   Delhi Institute of Education & Training
(গ)   District Institute of Educare & Training
(ঘ)    District Institution of Education & Training
Answers :    (ক)  District Institute of Education & Training

নন-ফর্মাল, প্রাথমিক স্তরের শিক্ষক ও বয়স্কশিক্ষাকেন্দ্রের শিক্ষকদের চাকুরিরত বা চাকুরিপূর্ব অবস্থায় প্রশিক্ষণ দেওয়া ছিল-
(ক)  NCERT স্থাপনের উদ্দেশ্য
(খ)   নবোদয় বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য
(গ)   DIET স্থাপনের উদ্দেশ্য
(ঘ)    ECCE কর্মসূচির উদ্দেশ্য
Answers :    (গ)   DIET স্থাপনের উদ্দেশ্য

DIET-এর কার্য যে প্রতিষ্ঠানের কার্যের পরিপূরক হবে তা হল-
(ক)  NCERT
(খ)   SCERT
(গ)   CABE
(ঘ)    SABE
Answers :    (খ)   SCERT

DIET শিক্ষার যে স্তরের সঙ্গে যুক্ত তা হল-
(ক)  কলেজ স্তর
(খ)   উচ্চমাধ্যমিক
(গ)   মাধ্যমিক
(ঘ)    প্রাথমিক
Answers :    (ঘ)    প্রাথমিক

জাতীয় শিক্ষানীতি, 1986-তে জাতীয় স্তরে শিক্ষাব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় –
(ক)  SABE-কে
(খ)   DIET-কে
(গ)   স্বশাসিত কলেজকে
(ঘ)    CABE-কে
Answers :    (ঘ)    CABE-কে

জাতীয় শিক্ষানীতি, 1986-তে রাজ্য স্তরে শিক্ষাব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়-
(ক)  CABE-কে
(খ)   SABE-কে
(গ)   DIET-কে
(ঘ)    NCERT-কে
Answers :    (খ)   SABE-কে

DIET প্রতিষ্ঠিত হয়েছে যার সুপারিশের ফলস্বরূপ তা হল-
(ক)  শিক্ষা কমিশন-1966
(খ)   বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন-1948-49
(গ)   মাধ্যমিক শিক্ষা কমিশন- 1952-53
(ঘ)    জাতীয় শিক্ষানীতি, 1986
Answers :    (ঘ)    জাতীয় শিক্ষানীতি, 1986

সকলের জন্য শিক্ষাব্যবস্থাপনার ক্ষেত্রে দিবা পরিচর্যা কেন্দ্র (Day Care Centre) এবং বালওয়াড়ি (Balwadi) প্রতিষ্ঠার জন্য উৎসাহ দান করা হয়েছে-
(ক)  1986-এর জাতীয় শিক্ষানীতিতে
(খ)   1992-এর সংশোধিত শিক্ষানীতিতে
(গ)   DIET গঠনের সময়
(ঘ)    সবকটি ঠিক
Answers :    (খ)   1992-এর সংশোধিত শিক্ষানীতিতে

1990 সালের মে মাসে কেন্দ্রীয় সরকার 1986 সালের জাতীয় শিক্ষানীতি পুনরায় বিবেচনার মাধ্যমে সংশোধন করার জন্য যে রিভিউ কমিটি কাঠন করেন সেটি হল –
(ক)  ভারতীয় শিক্ষা বোর্ড
(খ)   নলেজ কমিশন
(গ)   রামমূর্তি কমিটি
(ঘ)    আচার্য নরেন্দ্র দেবা কমিটি
Answers :    (গ)   রামমূর্তি কমিটি

রামমূর্তি কমিটি যার সভাপতিত্বে গঠিত হয়, তিনি হলেন-
(ক)  লক্ষ্মণস্বামী মুদালিয়র
(খ)   জনার্দন রেড্ডি
(গ)   ডি এস কোঠারি
(ঘ)    আচার্য রামমূর্তি
Answers :    (ঘ)    আচার্য রামমূর্তি

73 তম ও 74 তম সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়-
(ক)  জাতীয় শিক্ষানীতি 1968-তে
(খ)   কোঠারি কমিশনে
(গ)   জাতীয় শিক্ষানীতি 1986-তে
(ঘ)    POA 1992-তে
Answers :    (ঘ)    POA 1992-তে

IGNOU-এর পুরো কথাটি হল-
(ক)  Indira Gandhi National Open University
(খ)   Indira Gandhi New Open University
(গ)   Indian Great New Open University
(ঘ)    Indira Gandhi National University
Answers :    (ক)  Indira Gandhi National Open University

NSOU-এর পুরোনাম হল-
(ক)  National Science Open University
(খ)   Netaji Subhas Open University
(গ)   National Scheme Open University
(ঘ)    কোনোটিই নয়
Answers :    (খ)   Netaji Subhas Open University

NCERT-এর পুরো কথাটি হল-
(ক)  National Committee of Educational Research and Training
(খ)   National Council of Educational Research and Training
(গ)   National Centre of Educational Research and Training
(ঘ)    National Commission of Educational Research and Training
Answers :    (খ)   National Council of Educational Research and Training 

জাতীয় শিক্ষানীতি, 2020-এর ড্রাফট কমিটির সদস্য হলেন –
(ক)  মঞ্জুল ভার্গভ
(খ)   কে কস্তুরিরঙ্গন
(গ)   কৃষ্ণ মোহন ত্রিপাঠি
(ঘ)    সবগুলি ঠিক
Answers: (ঘ)    সবগুলি ঠিক

জাতীয় শিক্ষানীতি, 2020-এর ড্রাফট কমিটির সেক্রেটারি ছিলেন –
(ক)  টি ভি কাট্টিমানি
(খ)   পঙ্কজ পাটেল
(গ)   মঞ্জুল ভার্গভ
(ঘ)    সাকিলা টি শামসু
Answers: (ঘ)    সাকিলা টি শামসু

জাতীয় শিক্ষানীতি, 2020-এর ড্রাফট কমিটির একজন অন্যতম সদস্য হলেন –
(ক)  টি ভি নরেনদ্রন
(খ)   টি ভি কাট্টিমানি
(গ)   এম কে শ্রীধর
(ঘ)    ড. সুবর্ণ বোস
Answers: (গ)   এম কে শ্রীধর

LINK TO DOWNLOAD PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

জাতীয় শিক্ষানীতি MCQ

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বিবিধ বিষয়ে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

জাতীয় শিক্ষানীতি MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top