jolobayu-mcq-question-answers

জলবায়ু MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল 

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে জলবায়ু MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। 

জলবায়ু MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল :

 

১) হাইগ্রোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়? – আর্দ্রতা 

২) নিম্নলিখিত কোনটি অধঃক্ষেপণের অন্তর্ভুক্ত নয়? – কুয়াশা 

৩) সিরাস মেঘ দেখতে কেমন? – পাখির পালকের মতো

৪) আপেক্ষিক আর্দ্রতা পরিমাপকারী যন্ত্রের নাম কী? – সাইক্রোমিটার

৫) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিসের উপর নির্ভর করে? – পাহাড়ের ঢাল 

৬) বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নির্ধারণ করে – হাইগ্রোমিটার

৭) চরম বা নিরপেক্ষ আর্দ্রতা পরিমাপের একক হল – গ্রাম প্রতি ঘনমিটার

৮) মেঘ ভাঙ্গা বৃষ্টিপাতের ফলে সাধারণত কী ঘটে? – হড়পা বান সৃষ্টি হয়

৯) অ্যাসিড বৃষ্টির pH মান কত? – 5.6

১০) ভূ-উষ্ণায়নের ফলে বৃষ্টিপাতের পরিমাণ – বৃদ্ধি পায়

১১) বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বাড়লে – ঘনীভবন বাড়ে 

১২) ঘনীভবনের অনুকূল শর্ত কোনটি নয়? – উচ্চ তাপমাত্রা 

১৩) শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কেমন থাকে? – সর্বনিম্ন

১৪) সিরো-কিউমূলাস মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? – কারণ এরা ১০-১২ কিমি উচ্চতায় থাকে 

১৫) সংঘর্ষ সম্মেলন তত্ত্বের প্রবক্তা কে? – বোয়েন

১৬) আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের একক কী? – শতকরা

১৭) আয়তন বৃদ্ধি করে শীতলীকরণকে বলা হয় – অ্যাডিয়াবেটিক পদ্ধতি

১৮) আয়তন অপরিবর্তিত রেখে বায়ুর শীতলীকরণকে বলা হয় – ডায়াবেটিক পদ্ধতি

১৯) ভারতের সর্বাধিক বৃষ্টিপ্রাপ্ত স্থান কোনটি? – মৌসিনরাম

২০) সিরো কিউমুলাস মেঘযুক্ত আকাশকে বলা হয় – ম্যাক্যারেল স্কাই

২১) ‘ঘনীভবন’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? – কির্চার

২২) দূষণের জন্য ধোঁয়াশার কারণ কী? – দূষক

২৩) জলীয় বাষ্প ধারণ করতে সাহায্য করে না – বৃষ্টিপাত

২৪) পর্বতের প্রতিবাত ঢালে দেখা যায় – বৃষ্টিচ্ছায় অঞ্চল 

২৫) বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে – ঘনীভবন হ্রাস পায়

২৬) হাইগ্রোমিটার কোন পরিমাপে কাজ করে? – শতাংশ

২৭) কোন প্রক্রিয়ার ফলে বায়ু আপেক্ষিকভাবে ঠান্ডা হয়? – অ্যাডিয়াবেটিক সম্প্রসারণ

২৮) কোন মেঘকে ‘পক্ষীরাজ মেঘ’ বলা হয়? – সিরাস

২৯) কুয়াশা সাধারণত সৃষ্টি হয় – নিচু তাপমাত্রায়

৩০) ‘শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত’ কোথায় সাধারণত বেশি হয়? – পাহাড়ি ঢালে

৩১) ‘পরিচলন বৃষ্টিপাত’-এর বৈশিষ্ট্য হল – গ্রীষ্মকালে দুপুরে তীব্র বৃষ্টি 

৩২) ‘নিম্বাস’ মেঘের বৈশিষ্ট্য কী? – ভারী ও বৃষ্টিপ্রবণ

৩৩) ঘূর্ণ বৃষ্টিপাত সাধারণত কোথায় হয়? – মধ্য অক্ষাংশে

৩৪) ‘সিরোস্ট্যাটাস’ মেঘ কোন স্তরে দেখা যায়? – উঁচু স্তর

৩৫) শিশির কী ধরনের অধঃক্ষেপণ? – তরল

৩৬) বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্র – রেইন গেজ

৩৭) শিশিরাঙ্ক বলতে বোঝায় – ঘনীভবনের তাপমাত্রা

৩৮) যে মেঘ সবচেয়ে নিচু স্তরে গঠিত হয় – স্ট্যাটাস

৩৯) পর্বতের অনুবাত ঢালকে কী বলা হয়? – শুষ্ক ছায়া অঞ্চল

৪০) পর্বতের ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধাক্কা খেলে কী হয়? – শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়

PDF LINK (Only for Subscribers)

জলবায়ু MCQ প্রশ্নের উত্তর

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

ভূগাঠনিক বিদ্যা MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top