kriyar-kal-class-eight-bengali

ক্রিয়ার কাল । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত ক্রিয়ার কাল । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অষ্টম শ্রেণির বাংলা অনুশীলনীর প্রশ্নের উত্তর –গুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

ক্রিয়ার কাল । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ :

 

ক্রিয়ার কালঃ 

যে সময়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে ক্রিয়ার কাল বলে। 

 

ক্রিয়ার কালের প্রকারভেদঃ 

ক্রিয়ার কাল তিন প্রকার। যথাঃ 

১) বর্তমান কাল 

২) অতীত কাল 

৩) ভবিষ্যৎ কাল

 

নিম্নে এদের সম্পর্কে আলোচনা করা হলো – 

১) বর্তমান কালঃ 

যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝায়, তাকে বর্তমান কাল বলে।

যেমনঃ আমি ভাত খাই। 

নিম্নে বর্তমান কালের বিভাগগুলি আলোচিত হল – 

সাধারণ বর্তমানঃ 

যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয়, তাকে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।

যেমনঃ রাম বই পড়ে। 

ঘটমান বর্তমানঃ 

যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায় নি, তাকে ঘটমান বর্তমান কাল বলে।

যেমনঃ রাম বই পড়ছে।

পুরাঘটিত বর্তমানঃ 

যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে।

যেমনঃ আমি পড়তে এসেছি। 

 

২) অতীত কালঃ 

যে ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে, তার কালকে অতীত কাল বলে।

যেমনঃ সে বাড়িতে এসেছিল। 

নিম্নে অতীত কালের বিভাগগুলি আলোচিত হল – 

সাধারণ অতীতঃ 

যে ক্রিয়া অতীত কালে সাধারণভাবে সংঘটিত হয়েছে, তাকে সাধারণ অতীত কাল বলে।

যেমনঃ বাজারে গিয়েছিলাম। 

ঘটমান অতীতঃ 

যে ক্রিয়া অতীত কালে চলেছিল, তখনো শেষ হয় নি বোঝায়, তাকে ঘটমান অতীতকাল বলে।

যেমনঃ তপন গল্প লিখছিল। 

পুরাঘটিত অতীতঃ 

যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।

যেমনঃ ডাক্তারবাবু এসে রোগী দেখে গিয়েছিলেন। 

নিত্যবৃত্ত অতীতঃ 

যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।

যেমনঃ আমি প্রতিদিন মাঠে খেলতে যেতাম। 

 

৩) ভবিষ্যৎ কালঃ 

যে ক্রিয়া আগামীতে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝায়, তার কালকে ভবিষ্যৎ কাল বলে।

যেমনঃ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। 

নিম্নে ভবিষ্যত কালের বিভাগগুলি আলোচিত হল –

সাধারণ ভবিষ্যৎঃ 

যে ক্রিয়া পরে বা আগামীতে সাধারণভাবে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।

যেমনঃ আমি ভাত খাবো। 

ঘটমান ভবিষ্যৎঃ 

যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে।

যেমনঃ তুমি বই পড়তে থাকবে।  

পুরাঘটিত ভবিষ্যৎঃ 

যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে।

যেমনঃ সে হয়তো আমাকে কথাটি বলে থাকবে।

 

৪) অনুজ্ঞাঃ

আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎ কালের মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে অনুজ্ঞা বলে।

যেমনঃ 

বর্তমান কালের অনুজ্ঞাঃ মন দিয়ে পড়াশোনা করো। 

ভবিষ্যৎ কালের অনুজ্ঞাঃ মন দিয়ে পড়াশোনা করবে। 

নিম্নের Download Option -টি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

ক্রিয়ার কাল

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class eight bengali notes

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top