পুঁইমাচা MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে পুঁইমাচা MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পুঁইমাচা MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার :
১) পুঁইমাচা গল্পের লেখক হলেন- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২) পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল- প্রবাসী পত্রিকায়
৩) পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র- ক্ষেন্তি
৪) ক্ষেন্তির পিতার নাম হলো- সহায়হরি
৫) ক্ষেন্তির মায়ের নাম হলো- অন্নপূর্ণা
৬) সহায়হরির মেয়ে ছিল- তিনজন
৭) সহায়হরির তিন মেয়ের নাম হল- ক্ষেন্তি, পুঁটি ও রাধী
৮) ক্ষেন্তির বিবাহ স্থির হয়েছিল যার সাথে- শ্রীমন্ত মজুমদারের ছেলে
৯) শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিল- অসৎ চরিত্রের
১০) শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল- কুম্ভকার বধূর আত্মীয়রা
১১) শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে ক্ষেন্তির বিয়ে- সহায়হরি ভেঙে দেন
১২) সহায়হরি ও ক্ষেন্তি জঙ্গলে গিয়েছিল- মেটে আলু তুলতে
১৩) ‘তিনকাল গিয়েছে এক কাল আছে’ বলেছিল- অন্নপূর্ণা
১৪) ‘তিনকাল গিয়েছে এক কাল আছে’ বলা হয়েছিল- সহায়হরিকে
১৫) সহায়হরি মেটে আলু এনেছিল- বরোজ পোতার বন থেকে
১৬) সহায়হরি বলেছিল সে মেটে আলু এনেছে- চৌকিদারের বেড়ার গা থেকে
১৭) অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল- পৌষ সংক্রান্তিতে
১৮) অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠা বানিয়েছিল- তিন মেয়ের জন্য
১৯) অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিল- পাটি সাপটা
২০) অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটি সাপটা বানিয়েছিল- নারিকেলের পুর দিয়ে
২১) ক্ষেন্তি পাটি সাপটা খেয়েছিল- বাইশ-চব্বিশটা
২২) ক্ষেন্তির বিয়ে হয়েছিল- বৈশাখ মাসে
২৩) ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল- চল্লিশের বেশি নয়
২৪) ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা ছিল- সঙ্গতি সম্পন্ন
২৫) ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি ছিল- শহরে
২৬) ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল শোনা গিয়েছিল তার ছিল- ব্যবসা
২৭) ক্ষেন্তি বিদায়কালে তার মাকে যে মাসে নিয়ে আসতে বলেছিল- আষাঢ়
২৮) ক্ষেন্তি বাড়িতে নিয়ে আসার কথা বলেছিল- দুই মাস বাদে
২৯) ক্ষেন্তির শশুড় বাড়ির মতে ক্ষেন্তির খাওয়া ছিল- হাভাতের মতো
৩০) ক্ষেন্তির শশুড় বাড়ির মতে ক্ষেন্তির চাল-চলন ছিল- ছোটলোকের মেয়ের মতো
৩১) বিয়ের যত মাসের মাথায় ক্ষেন্তি মারা যায়- দশ মাস
৩২) ক্ষেন্তির বিয়ে হয়েছিল- বৈশাখ মাসে
৩৩) বিয়ের সময় ক্ষেন্তির বয়স ছিল- পনেরো বছর
৩৪) ক্ষেন্তির বিবাহ স্থির হওয়া পাত্রের বয়স ছিল- চল্লিশ বছর
৩৫) পাত্রটি ছিল- দ্বিতীয় পক্ষের
৩৬) ক্ষেন্তি মারা গিয়েছিল- ফাল্গুন মাসে
৩৭) ক্ষেন্তির যে রোগ হয়েছিল- বসন্ত
৩৮) ক্ষেন্তিকে তার শশুর বাড়ির লোকেরা রেখে এসেছিল- কালীঘাটে
৩৯) ক্ষেন্তিকে তার শশুর বাড়ির লোকেরা কালীঘাটে রেখে এসেছিল- সহায়হরির দূর সম্পর্কের এক বোনের বাড়িতে
৪০) ক্ষেন্তি মারা গিয়েছিল- বিনা চিকিৎসায়
৪১) ক্ষেন্তি ভালোবাসতো- খেতে
৪২) ক্ষেন্তিকে গল্পে বিশেষায়িত করা হয়েছে যা বলে- লোভী মেয়েটি
৪৩) ক্ষেন্তি যে গাছের চারা লাগিয়েছিল- পুঁই
৪৪) যে গাছ দেখে অন্নপূর্ণা ও তার দুই মেয়ের ক্ষেন্তির কথা মনে পড়েছে- পুঁই
৪৫) ক্ষেন্তির করুণ পরিণতির জন্য দায়ী- সমাজ ব্যবস্থা
৪৬) ‘পুঁইমাচা’ গল্পের উৎস- মেঘমল্লার
৪৭) গাছ কেটেছিল- তারক খুড়ো
৪৮) অন্নপূর্ণা যে তেল চুলে মাখছিলেন- নারকেল
৪৯) গায়ে রটে যাওয়া গুজব সম্পর্কে জানা যেত- চৌধুরী বাড়িতে
৫০) স্ত্রীর মতানুসারে সহায়হরি ঘুরে বেরান- বাগদী দুলে পাড়ায়
৫১) পিনটির বয়স খুঁজলে যে যুগের বলে জানা যায়- প্রাগৈতিহাসিক
৫২) ক্ষেন্তি চিংড়ি মাছে এনেছিল যার থেকে- গয়া পিসি
৫৩) পুঁই শাকগুলি দিয়েছেন- রায় কাকা
৫৪) গয়া পিসির কাছে সহায়হরির ধার ছিল- দুটি পয়সা
৫৫) মায়ের মতে ক্ষেন্তির বিয়ে হলে সে যত সন্তানের মা হতো- চার
৫৬) অন্নপূর্ণা পুঁইশাক ফেলে দিয়ে আসতে বলেছিলেন- রাধীকে
৫৭) রাধী ছিল- ছোট মেয়ে
৫৮) অন্নপূর্ণা চোখের জল চাপতে যা করেছিলেন- চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ছিলেন
৫৯) চন্ডীমন্ডপে সহায়হরিকে ডাকা হয়েছিল- বিকেল বেলা
৬০) পচা-র জাতি হল- শ্রোত্রিয়
৬১) আশীর্বাদের যত দিনের মাথায় সহায়হরি পাত্রের চরিত্র সম্পর্কে জানতে পারেন- দিন কতক পরে
৬২) সকালের রোদখানি ছিল- কচি, রাঙা
৬৩) বাপ মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা- সিঁধ দেবার উদ্দেশ্যে যাচ্ছে
৬৪) অন্নপূর্ণা মুখুয্যে বাড়ি যাওয়ার পথে যা পাখি দেখেন- লেজঝোলা হলদে পাখি লে
৬৫) লেজঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল- আমড়া
৬৬) সহায়হরির আনা মেটে আলুর ওজন- পনেরো-ষোলো সের
৬৭) সহায়হরি মেটে আলু এনেছিল- বরজপোতার বন থেকে
৬৮) ক্ষেন্তির স্নান সেরে আসতে সময় লেগেছিল- আধ ঘন্টা
৬৯) ক্ষেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা রেগে উঠেছিলেন- তেলে বেগুনে
৭০) বরজপোতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে- বাঘ
৭১) ভাঙ্গা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গলে যে গাছ যে গাছ ছিল- পাথরকুচি-কোন্টিকারী
৭২) ভাঙ্গা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গল যারা পরিষ্কার করছিল- ক্ষেন্তি ও তার ছোটবোন
৭৩) অন্নপূর্ণার মতে পুঁইচারা পোঁতার সময়- বর্ষাকাল
৭৪) ক্ষেন্তি পুঁই গাছকে বাঁচাবে- রোজ জল ঢেলে
৭৫) অন্নপূর্ণার যে কারণে মনে হয়েছে পুই ডাঁটাটি হয়তো বেঁচে যাবে- রাতে খুব শিশির পড়ে
৭৬) সহায়হরি সকালে ছোট মেয়েকে গায়ে যা দিতে দেখলেন- দোলাই
৭৭) সহায়হরির ছোট মেয়ে শীত সকালে যার প্রত্যাশায় ছিল- রোদ উঠবার
৭৮) রোদ উঠবার আশায় দুই বোন যে গাছের গোড়ায় দাঁড়িয়ে ছিল- কাঁঠাল তলায়
৭৯) ক্ষেন্তি শীত সকালে গিয়েছিল- গোবর কুড়াতে
৮০) ক্ষেন্তি গোবর কুড়াতে যেখানে গিয়েছিল- মুখুয্যে বাড়িতে
৮১) গোবর কুড়িয়ে আনার জন্য ক্ষেন্তি যা ব্যবহার করেছিল- ভাঙা ঝুড়ি
৮২) সহায়হরি মেয়ের মুখ অনেকদিন পরে ভাল করে দেখলেন- সুশ্রী হয়েছে
৮৩) ক্ষেন্তির জামাখানি আনা হয়েছিল- হরিপুরের রাসের মেলা থেকে
৮৪) ক্ষেন্তির জামাখানি হরিপুরের রাসের মেলা থেকে এনেছিল- সহায়হরি
৮৫) হরিপুরের মেলা থেকে আনা ক্ষেন্তির জামার মূল্য ছিল- আড়াই টাকা
৮৬) বর্তমানে জামাখানি যে কারনে অব্যবহার্য হয়ে পড়েছে- ছোট হয়ে যাওয়ায়
৮৭) জামা খানির রঙ ছিল- কালো
৮৮) জামাখানির বর্তমান অবস্থান- টিনের তোরঙ্গে
৮৯) জামাখানি ছিল- সার্জের
৯০) অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিলেন- পৌষ সংক্রান্তিতে
৯১) পিঠে বানাতে ব্যবহৃত দ্রব্যগুলি হল- চালের গুঁড়া, ময়দা, গুড় ও নারকেলকোরা
৯২) অন্নপূর্ণা প্রথমে ক্ষেন্তিকে নারকেল কুরতে দেন নি, কারণ- কাপড় চোপড় শুচি নয় বলে
৯৩) ক্ষেন্তি ময়দার গোলা চায়নি, কারণ- মা পাছে বকে
৯৪) অন্নপূর্ণা ক্ষেন্তির জন্য ময়দার মাখা গোলা রেখেছিলেন- নারিকেলের মালাতে
৯৫) পৌষ সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছিল- রাঙা দিদি
৯৬) পুঁটির জেঠাইমারা ওবেলা যাদের নেমন্তন্ন করেছিল- সুরেশ কাকা ও তিনুর বাবাকে
৯৭) ক্ষেন্তির জেঠিমার বাড়িতে যে যে পিঠে হচ্ছিল- পায়েস, ঝোলপুলি ও মুগতক্তি
৯৮) অন্নপূর্ণা যা দিয়ে খোলায় তেল মাখাচ্ছিলেন- বেগুনের বোঁটা দিয়ে
৯৯) পাটিসাপটা করতে ক্ষীরের পুর লাগে এ কথা বলেছিল- খেঁদী
১০০) ক্ষেন্তি খেঁদীর বাড়ি গিয়েছিল- জামাই দেখতে
১০১) পাটিসাপটা ক্ষীর দিলে ছাই হয় খেতে কথা বলার কারণ- সামর্থের অভাবে না কুলানোয় বোনেদের মন রাখতে
১০২) মুখ হল মনের- দর্পণ
১০৩) অন্নপূর্ণা যাকে জল দেওয়া ভাত আনতে বলেন- ক্ষেন্তিকে
১০৪) ক্ষেন্তির নিকট অন্নপূর্ণার প্রস্তাব মনঃপূত হয় নি, কারণ- সে পিঠে খেতে চেয়েছিল
১০৫) যে প্রস্তাব দেয় যে বড়দি পিঠেই খাক- পুঁটি
১০৬) জল দেওয়া ভাত থাকলে তা তারা খাবে- পরের দিন সকালে
১০৭) পুঁটি খান কয়েক পিঠে খাওয়ার পরে আর খেতে চায়নি, কারণ- অধিক মিষ্টি হওয়ায়
১০৮) ক্ষেন্তি যতখানি পিঠে খাওয়ার পরও আরও পিঠে খেতে চেয়েছিল- আঠারো-উনিশ
১০৯) অন্নপূর্ণার মতে তার মেয়ে ক্ষেন্তি যার বাড়িতে যাবে তাদের সুখ দেবে কারণ, সে- কাজকর্মে বকুনি, মার খেলেও মুখে টুঁ শব্দ করে না
১১০) অন্নপূর্ণা খোলায় তেল মাখিয়েছিলেন যাতে করে- বেগুনের বোঁটায়
১১১) ক্ষীরের পুর দিয়ে ভাজলেই পিঠে হয় না, মনে করেছিল- ক্ষেন্তি
১১২) ক্ষেন্তির বিবাহ হয়েছিল- বৈশাখ মাসের প্রথমে
১১৩) পাত্রের বয়স ছিল- চল্লিশের খুব বেশি নয়
১১৪) বিয়েতে অন্নপূর্ণা ছিলেন- অনিচ্ছুক
১১৫) পাত্রের বাড়ি ছিল- শহরাঞ্চলে
১১৬) পাত্রের পরিবারের ব্যবসা ছিল- সিলেট চুন ও ইটের ব্যবসা
১১৭) পাত্রটির পরিবার ছিল- সংগতিপূর্ণ
১১৮) ক্ষেন্তির হাত জামাইয়ের হাতে দিয়েছিলেন- অন্নপূর্ণা
১১৯) বরের পালকী নামানো হয়েছিল, কারণ- বেহারার সুবিধা করে নেওয়ার জন্য
১২০) বরের পালকী নামানো হয়েছিল- আমলকীতলায়
১২১) বেড়ার ধারের মেদিফুলের গুচ্ছগুলি ছিল- নীল রং-এর
১২১) ক্ষেন্তি পড়েছিল- কম দামের বালুচরী শাড়ি
১২২) ক্ষেন্তি তাকে যে মাসে ফিরিয়ে আনতে বলেছিল- আষাঢ়
১২৩) আষাঢ় মাস হতে আর বাকি ছিল- দুই মাস
১২৪) নাতি দেখতে ক্ষেন্তির বাবা তার বাড়ি যাবে, বলেছিল- ঠানদিদি
১২৫) উঠানের মাচায় শুকোতে দেওয়া হতো- আমসত্ত্ব
১২৬) ‘ক্ষেন্তিকে কি অপরে ঠিক বুঝবে’ ভাবত- অন্নপূর্ণা
১২৭) অন্নপূর্ণার কাজ করতে করতে ক্ষেন্তির কথা মনে পড়েছিল- ফাল্গুন-চৈত্র মাসে
১২৮) ক্ষেন্তির কথা অন্নপূর্ণা মনে পড়েছিল- আমসত্ত্ব তুলতে তুলতে
১২৯) ‘তোমার মেয়েটির হগয়েছিল কি?’- বক্তা হল- বিষ্ণু সরকার
১৩০) ক্ষেন্তি যে রোগে মারা গিয়েছিল- বসন্ত
১৩১) ‘একেবারে চামার’ চামার বলা হয়েছে- ক্ষেন্তির শশুরবাড়ির লোককে
১৩২) ক্ষেন্তির শ্বশুরবাড়ির কাছে সহায়হরির ধার ছিল- আড়াইশো টাকা
১৩৩) ক্ষেন্তির শ্বশুরবাড়ির জন্য পুজোর তত্ত্ব হবে- কম করে ত্রিশ টাকা
১৩৪) সহায়হরি মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিল যে মাসে- পৌষ
১৩৫) ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে রেখে এসেছিল- টালায়
১৩৬) ‘ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয়’ বলেছিল- ক্ষেন্তির শাশুড়ি
১৩৭) নীলকুঠির আমলে যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে- পরমেশ্বর চাটুজ্জে
১৩৮) ‘আগুনের ঘাড়ে না গিয়ে বসলে কি আগুন পোহানো হয় না?’ বলেছেন- অন্নপূর্ণা
১৩৮) ‘আগুনের ঘাড়ে না গিয়ে বসলে কি আগুন পোহানো হয় না?’- যাকে বলা হয়েছে- রাধীকে
১৩৯) ক্ষেন্তির বসন্ত হয়েছিল যে মাসে- ফাল্গুন
১৪০) ক্ষেন্তির মৃত্যুর পর পৌষ-পার্বণের দিনে অন্নপূর্ণা যে পিঠে বানাচ্ছিল- সরুচাকলি
১৪১) ‘প্রথম পিঠেখানা কানাচে ষাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি’ বলেছিল- পুঁটি
১৪২) ‘দিদি বড়ো ভালোবাসতো’- বক্তা হলো- পুঁটি
১৪৩) ‘অত ঘন করে ফেললে কেন?’ বলেছিল-রাধী
১৪৪) ‘উঁচু কথা কখনো কেউ শোনেনি’- যার সম্পর্কে বলা হয়েছিল- ক্ষেন্তি
১৪৫) শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুঁটে গিয়েছিল- শিয়াল
১৪৬) বিভূতিভূষণ বন্ধ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলন হলো- মেঘমল্লার
১৪৭) পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল- প্রবাসী পত্রিকায়
১৪৮) পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল- ১৩৩১ বঙ্গাব্দে
১৪৯) পুঁইমাচা গল্পটি যে গ্রন্থে সংকলিত হয়েছে- মেঘমল্লার
১৫০) পুঁইমাচা গল্পটি প্রথম গল্পগ্রন্থে প্রকাশিত হয়েছিল- ১৯৩১ খ্রিঃ
১৫১) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস- পথের পাঁচালী
১৫২) যে উপন্যাসের জন্য বিভূতিভূষণ রবীন্দ্র পুরষ্কার পান- ইচ্ছামতী
১৫৩) বিভূতিভূষণের একটি ভ্রমণ কাহিনী হল- অভিযাত্রিক
১৫৪) বিভূতিভূষণের একটি অভিযানমূলক কাহিনি হল- চাঁদের পাহার
১৫৫) পুঁইমাচা গল্পটি যে হাতে লেখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়- অবসারিকা
LINK TO VIEW PDF
PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS
পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ২
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৩
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৪
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৬
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৭