ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার :
১) ভারতের ভাষাগুলিকে ভাগ করা হয়- চারটি ভাষাবংশে
২) ‘Linguistic Survey of India 1903-1928’ এর মূল সম্পাদক ছিলেন- জর্জ গ্রিয়ার্সন
৩) ‘ভাষা সমীক্ষা’ অনুসারে ভারতে প্রচলিত ভাষার সংখ্যা- ১৭৯টি
৪) ভারতে উপভাষা প্রচলিত রয়েছে- ৫৪৪টি
৫) ১৯৬১ খ্রিঃ সমীক্ষা অনুসারে ভারতে মাতৃভাষা রয়েছে- ১৬৫২টি
৬) ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা- ৫৩০টি
৭) ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর হল- নেগ্রিটো
৮) ভারতে অস্ট্রিক ভাষাবংশের ভাষা রয়েছে- ৬৫টি
৯) ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল- অস্ট্রিক
১০) প্রত্ন-অস্ট্রালদের ভাষা ছিল- অস্ট্রিক
১১) অস্ট্রিক ভাষাবংশ বিভক্ত- দুটি ভাষা বংশে
১২) মেলানেশীয় ভাষাগোষ্ঠী দেখা যায়- ফিজিদ্বীপে
১৩) অস্ট্রো-এশিয়াটিকের অন্তর্ভুক্ত সাঁওতালি ভাষা যে ধারার অন্তর্গত- পশ্চিমা
১৪) অস্ট্রো-এশিয়াটিকের পশ্চিমা ধারাটিতে ভাষা আছে- প্রায় ৫৮টি
১৫) সাঁওতালি ভাষার লিপির নাম- অলচিকি
১৬) অলচিকি লিপির উদ্ভাবক হলেন- রঘুনাথ মুর্মু
১৭) মুন্ডারি এন্সাইক্লোপিডিয়া বিভক্ত- ১৩টি খন্ডে
১৮) মন্-খমের মধ্যে ভাষা রয়েছে- ৭টি
১৯) দ্রাবিড় ভাষাবংশ ভাষাভাষীর দিক দিয়ে- দ্বিতীয় বৃহত্তম
২০) হরপ্পা ও মহেন-জো-দারো অবস্থিত ভারতের- উত্তর-পশ্চিম সীমান্তে
২১) দ্রাবিড় ভাষাবংশের প্রধান ভাষা- তামিল
২২) দ্রাবিড় ভাষাবংশের অপর একটি ভাষা- তেলেগু
২৩) সিন্ধু সভ্যতা আসলে- দ্রাবিড় সভ্যতার দান
২৪) ওরাঁও ভাষা ব্যবহার করা হয়- বিহার, ওড়িশা ও মধ্যপ্রদেশের সীমান্তে
২৫) মধ্যদেশীয় শাখার অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা- প্রায় ৭টি
২৬) গোন্দ জনজাতীর ভাষা হল- গোন্ডী
২৭) তামিল ভাষায় ব্যবহৃত ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের সংখ্যা- ১৮টি ও ১২টি
২৮) দ্রাবিড় ভাষার লিপির উদ্ভব ঘটেছে- ব্রাহ্মী লিপি থেকে
২৯) কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা- কন্নড়
৩০) প্রাচীনতম দ্রাবিড়ীয় শিলালিপি লেখা হয়েছিল- কন্নড় লিপিতে
৩১) তেলেগু ভাষা প্রধানত প্রচলিত- অন্ধ্রপ্রদেশে
৩২) তেলেগু ভাষার বৈচিত্র আঞ্চলিকভেদে- চার প্রকারের
৩৩) দ্রাবিড় ভাষাবংশের মধ্যে ভারতে সর্বাধিক প্রচলিত- তেলেগু
৩৪) মঙ্গলয়েডরা ভারতে প্রবেশ করেন- আর্যদের পূর্বে
৩৫) মঙ্গলয়েডরা কথা বলতো- ভোটচিনা ভাষায়
৩৬) ভোট-বর্মি ভাষা প্রচলিত ভারতের- হিমালয় অঞ্চলে
৩৭) ভারত হল- চার ভাষাবংশের দেশ
৩৮) ভারতে অভারতীয় ভাষার সংখ্যা- ১০৩টি
৩৯) অষ্ট্রিক ভাষা ভারতের বাইরে আর যেখানে বিস্তারলাভ করেছে- ইন্দনেশিয়ায়
৪০) ভারতে প্রচলিত অষ্ট্রিক শাখাটি হল- অষ্ট্রো-এশিয়াটিক
LINK TO VIEW PDF
PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS
১) ভারতে প্রচলিত ভাষা পরিবার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
২) ভারতে প্রচলিত ভাষা পরিবার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ২
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৩) ভারতে প্রচলিত ভাষা পরিবার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৩
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৪) ভারতে প্রচলিত ভাষা পরিবার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৪
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে