1. কোন্ পর্বে ব্রাহ্মণ নিজ গৃহ ত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন?
2. অল-বিরুনির বিবরণ অনুযায়ী কোন্ পর্বে মায়ামমতা, লোভ, হিংসা ইত্যাদি ইহজাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণ ঈশ্বর সাধনার দ্বারা মোক্ষলাভের আশায় নিয়োজিত থাকতেন?
3. অল-বিরুনি কাদের জীবনযাত্রায় চতুরাশ্রম-এর অস্তিত্ব লক্ষ করেছেন?
4. অল-বিরুনি ভারতীয় বর্ণ-জাতিব্যবস্থার যে বিবরণ দিয়েছেন, তা গভীরভাবে প্রভাবিত ছিল -
5. অল-বিরুনি বলেছেন, হিন্দুরাও গ্রিকদের মতো লেখেন -
6. অল-বিরুনির মতে, ভারতে খোলা আকাশের নীচে মৃতদেহ রাখার প্রথার সঙ্গে কাদের অন্ত্যেষ্টিক্রিয়ার সাদৃশ্য রয়েছে?
7. ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অল-বিরুনি যে গ্রন্থটি রচনা করেন, তার নাম-
8. ‘হিন্দু’ শব্দটির উদ্ভব হয়েছে -
9. পূজার্চনা, অধ্যয়ন এবং অধ্যাপনা করার অধিকারী ছিলেন -
10. Father of Modern Geodesy বলা হয় -
11. খোয়ারিজম থেকে গজনিতে এসে অল-বিরুনি নিযুক্ত হন -
12. অল-বিরুনির সমকালে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল -
13. কত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হত?
14. ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি অপর কী নামে সুপরিচিত?
15. আদি বৈদিক যুগে ‘বর্ণ’ বলতে বোঝাত -
16. বর্ণব্যবস্থার দ্বিতীয় স্তরে ছিলেন -
17. কোন্ কাজ ব্রাহ্মণদের ক্ষেত্রে একপ্রকার নিষিদ্ধ ছিল বলে অল-বিরুনি লিখেছেন?
18. আরবরা সিন্ধুনদের পূর্বের এলাকাকে বলতেন -
19. অল-বিরুনির ভারতভ্রমণ কালে সর্বাধিক প্রচলিত বর্ণমালা হল -
20. শূদ্র পিতা ও ব্রাহ্মণ মাতার সন্তানরা সমাজে পরিচিত ছিলেন -
21. চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি হল -
22. ভারতে এসে অল-বিরুনি প্রথম যে বাধার সম্মুখীন হন, তা হল -
23. শূদ্রদের প্রধান কর্তব্য হল -
24. বর্ণপ্রথার সর্বোচ্চে অবস্থান করেন -
25. সুলতান মামুদ এদেশের সমৃদ্ধিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। হিন্দুরা ধূলিকণার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।’ মন্তব্যটি করেন -
26. বৈশ্যদের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার -
27. নিম্নলিখিত কোন্ ভাষায় অল-বিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন?
28. কোন্ পর্বে পরিমিত এবং নিরামিষ আহার বাধ্যতামূলক ছিল?
29. মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দেন -
31. সংস্কৃত ভাষায় লেখা জ্যোতির্বিদ্যা, গণিত ইত্যাদি বিষয়ের গ্রন্থগুলি আরবি ভাষায় অনূদিত হতে থাকে -
32. ভারতকে ‘হিন্দুস্তান’ বলে উল্লেখ করেন -
33. অল-বিরুনির বিবরণ অনুযায়ী কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল পরিচিত ছিল -
34. অল-বিরুনি জন্মগ্রহণ করেন -
35. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
36. দেবতা ব্রহ্মার পা থেকে উৎপত্তি হয়েছে -
37. দেশশাসন, দেশরক্ষা এবং যুদ্ধবিগ্রহ করা কাদের প্রধান কর্তব্য ছিল বলে অল-বিরুনি লিখেছেন?
38. অল-বিরুনির বর্ণনা অনুযায়ী, বর্ণচ্যুতদের উচ্চস্তরে ছিলেন -
39. বর্ণব্যবস্থার চতুর্থ বা সর্বশেষ স্তরে আছেন -
40. সুলতান মামুদ খোয়ারিজম রাজ্যে অভিযান চালান -