বিড়াল প্রবন্ধের MCQ TEST 4 Leave a Comment / By Anupam Dhar / 17.05.2025 WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই বিড়াল প্রবন্ধের MCQ TEST 4 প্রদান করার জন্য। Name 1. যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না - রাজা-মহারাজা অভুক্ত বেড়াল ন্যায়ালঙ্কার-শিরোমণি ন্যায়রত্ন-তর্করত্ন None 2. যাকে কেউ কখনও বোঝাতে পারবে না - সাহিত্যিক বিচার রাষ্ট্রনেতা বিচারক ও নৈয়ায়িক None 3. 'উভয়ে ভাগ করিয়া খাইব' - কমলাকান্ত মার্জকে যা ভাগ করে খাওয়ার কথা বলেছেন - প্রসন্নের দেওয়া ছানা বাটির মাংস দুধ ও ছানা প্রসন্নের দেওয়া দুধ None 4. কমলাকান্ত ডিউককে কাল্পনিক সংলাপে বলতে চেয়েছিলেন - অসময়ে তাঁর আসার কারণ কী বিশেষ অপরিমিত লোভ ভালো না আফিং-এর জন্য অপেক্ষা করুন আপনাকে স্বাগত None 5. কার কাছে শিক্ষালাভ করে নিজের জ্ঞানোন্নতি ঘটানোর উপদেশ বিড়াল কমলাকান্তকে দিয়েছিল? পার্কার বিজ্ঞ চতুস্পদ নেপোলিয়ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় None 6. যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা - চুরির কারণ বোঝার চেষ্টা করেন না কেউ কেউ চোরদের প্রতি সহানুভূতিশীল কখনও অসাধুদের সহ্য করতে পারে না অনেকেই চোর অপেক্ষা অধার্মিক None 7. 'দেয়ালের উপর .... প্রেতবৎ নাচিতেছে' - যার কথা বলা হয়েছে - ঝুলে আটকে থাকা মাকড়সা হ্যারিকেনের আলো ক্যালেন্ডার চঞ্চল ছায়া None 8. হুঁকা হাতে কমলাকান্ত ভাবছিলেন - প্রসন্ন তাঁর জন্য দুধ রেখে গিয়েছে কি না নেপোলিয়ন হলে তিনি ওয়াটার্লুর যুদ্ধে জিতবেন কি না মাথাটা বড় ঝিমঝিম করছে আহার প্রস্তুত হতে কত দেরি আছে None 9. মার্জার 'পরধর্ম' বলতে বুঝিয়েছে - নীতিশিক্ষা আত্মসুখ পরোপকার ধর্মে মতি None 10. প্রাচীরে প্রাচীরে ডেকে বেড়ালেও কেউ বেড়ালকে যা দেয় না - দুধ ভাত দুধ মাছ মাছের কাঁটা None 11. কমলাকান্তের মনে হয়েছিল যে, বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে - ডিউক অফ ওয়েলিংটন তাঁর মানবসত্তা তাঁর স্বজাতি আলেকজান্ডার None 12. 'মার্জারী প্রতি ধাবমান হইলাম' - এই সময়ে কমলাকান্তের হাতে ছিল - হুঁকা বেতের ছড়ি ভাঙা লাঠি ঝাঁটা None 13. দরিদ্র চোর হয় - ধনীর দোষে সঙ্গ দোষে শিক্ষা না থাকায় স্বভাব দোষে None 14. চোরের থেকে 'শতগুণে দোষী' - তার সমাজ রাজা কৃপণ ধনী তার ভাগ্য None 15. 'মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হইব' - 'কুলাঙ্গার' শব্দটির অর্থ - কুলের গৌরব কুলের কলঙ্ক দেশের গৌরব দেশের কলঙ্ক None 16. মার্জারের মতে মানুষের জ্ঞানোন্নতি হতে পারে একমাত্র - ধর্মবিশ্বাসে স্থির থেকে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে সঠিক শিক্ষালাভের মাধ্যমে পশুপ্রেমের মধ্য দিয়ে None 17. মানুষ যা যা খাদ্য খেয়ে থাকে, তার মধ্যে কোন্ খাদ্যগুলির নাম বিড়াল উল্লেখ করেছিল? ক্ষীর, সর, দুধ, ঘি, মাছ, মাংস ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংস ক্ষীর, সন্দেশ, দুধ, দই, মাছ, মাংস ক্ষীর, সর, মাখন, দই, মাছ, মাংস None 18. বিজ্ঞলোকের মত অনুযায়ী বিচারে পরাস্ত হলে যা করতে হয় - অপরাধের দায় স্বীকার করে নিতে হয় গম্ভীরভাবে উপদেশ দিতে হয় উচ্চ আদালতে আবেদন করতে হয় শাস্তি মেনে নিতে হয় None 19. মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল - রিয়েলিস্টিক মেটেরিয়ালিস্টিক আইডিয়ালিস্টিক সোশিয়ালিস্টিক None 20. মার্জারকে না মারলে স্বজাতিমন্ডল কমলাকান্তকে মার্জার যা বলে উপহাস করতে পারে - ভন্ড কাপুরুষ সদাশয় অতিচালাক None 21. মার্জারের পেটের খিধে জানতে পারে না সেই ব্যক্তিরা যাদের - মার্জার বিষয়ে ধারণা নেই মার্জারকে অপছন্দ করে নিজেদের খাওয়ার সংস্থান নেই নিজেদের খিদে নেই None 22. কমলাকান্তের মতে সমাজের উন্নতিতে কর্তব্য হল - ফসলের দাম ঠিক রাখা আদর্শের প্রতিষ্ঠা চোরের দন্ডবিধান ধনীদের সুরক্ষিত রাখা None 23. যে পরিস্থিতি থাকলে, মার্জারের মতে, কেউ চুরি করে না - নজরদারি ভালো থাকলে চলার মতো সম্পদ থাকলে প্রতিবেশী সদয় থাকলে খেতে পেলে None 24. 'সমাজের ধনবৃদ্ধি'র অর্থ মার্জারের কাছে ছিল - ধনীর ধনবৃদ্ধি কৃষির উন্নতি দেশের সম্পদবৃদ্ধি সম্পদের সমান বন্টন None 25. 'আমাদের কিছু অধিকার আছে' - যাতে এই অধিকার - এ পৃথিবীর মৎস্য মাংসে ধনীর খাদ্যদ্রব্য রাস্তাঘাটে অন্যের বাসস্থানে None 26. 'একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি' - এখানে 'পতিত আত্মা' হল - কমলাকান্ত সমাজের দুর্জন মানুষেরা প্রসন্ন গোয়ালিনি মার্জার None 27. 'বিড়াল' প্রবন্ধটি 'কমলাকান্তের দপ্তর'-এর যত সংখ্যক রচনা - দশম ত্রয়োদশ দ্বাদশ একাদশ None 28. মার্জারী বিচারকের জন্য শর্ত দিয়েছিল - তিনি ন্যায়বিচার নিশ্চিত করবেন সাজা ঘোষণার আগে তিনদিন উপোস করবেন উপযুক্ত প্রমাণ সংগ্রহ করবেন মার্জারীর সব কথা শুনবেন None 29. মার্জার যে অবস্থায় ভালো থাকতে পারে - পথেঘাটে যথেষ্ট খাবার পেলে গৃহস্থ ধরতে না পারলে গৃহমার্জার হতে পারলে ঠিকঠাক খাবার চুরি করতে পারলে None 30. মার্জারকে পড়ার জন্য কমলাকান্ত যাদের বই দিতে চেয়েছিলেন - মার্কস-এঞ্জেলস বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ নেহেরু-গান্ধি নিউমান-পার্কার None 31. 'বিড়াল' রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা - তিন দুই এক পাঁচ None 32. 'তখন ...... মার্জ্জারের বক্তব্যসকল বুঝিতে পারিলাম' - কমলাকান্ত কীভাবে বিড়ালের কথা বুঝতে পারল? দিব্যকর্ণ পেয়ে নেপোলিয়নের সাহায্যে আফিম খেয়ে দিব্যদৃষ্টি পেয়ে None 33. বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল - দয়া সাহায্য পরামর্শ বিচার None 34. চোরের মতোই দন্ড আছে - বিচারকের নির্দয়তার গৃহস্বামীর পুলিশের None 35. শয়নগৃহে চারপায়ীর উপর বসে কমলাকান্ত যা করছিলেন - মহাভারত পড়ছিলেন পান সাজছিলেন হুঁকা হাতে ঝিমোচ্ছিলেন দুধের বাটিতে চুমুক দিচ্ছিলেন None 36. মার্জারের মতে অধর্ম হল সেই ব্যক্তির - যে পশুহত্যা করে যে কৃপণ ধনী যে ধর্ম মানে না যে চুরি করে None 37. মার্জারের মতে, মনুষ্যজাতির রোগ হল - তেলা মাথায় তেল দেওয়া মুখে জগৎ উদ্ধার করা অন্যকে হিংসা করা শুধু নিজের স্বার্থ দেখা None 38. কমলাকান্তের সংগ্রহ করা দুধে মার্জারের ক্ষুধানিবৃত্তি ঘটায় কমলাকান্ত - মোহমুক্ত মানব ক্ষুব্ধ পরধর্মের ফলভোগী উদাসীন None 39. নসীরামবাবু ছিলেন - একজন সমাজতান্ত্রিক কমলাকান্তের আশ্রয়দাতা মঙ্গলার মালিক প্রসন্ন গোয়ালিনির আশ্রয়দাতা None 40. মার্জার যা দেখে ঘৃণা না করতে বলেছে - তাদের কালো চামড়া গৃহস্থের ভন্ডামি অসুস্থ প্রাণী দরিদ্র মানুষ None 41. 'ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে' - মার্জার যা বিবেচনার কথা বলেছে - নিজের ভান্ডারে কতটা খাবার আছে অন্যের হাঁড়ি খাওয়ার কথা বড়োলোকদের আক্রমণ করবে কি না কমলাকান্তের বাড়ি ফিরে আসার কথা None 42. 'বিড়াল' প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় - সমাচার দর্পণ সাধনা বঙ্গদর্শন হিতবাদী None 43. মার্জার পরিতৃপ্ত হয়েছিল - জানালা দিয়ে ঘরে ঢুকতে পেরে নির্জল দুগ্ধপানে কমলাকান্তের চৌকিতে আশ্রয় পেয়ে মাছের টুকরো খেয়ে None 44. কমলাকান্তকে দেখে মার্জারী যা করেছিল - খাটের তলায় আত্মগোপন করেছিল হাই তুলে একটু সরে বসেছিল ছুটে পালিয়েছিল কমলাকান্তের দিকে এগিয়ে এসেছিল None 45. মার্জার উদরস্থ করেছিল - প্রসন্নের রেখে যাওয়া দুধ ধেড়ে ইঁদুর কমলাকান্তের রাতের খাবার মাছের টুকরো None 46. কমালাকান্তের ভাবনা অনুসারে মার্জারের কাওয়া দুধের মালিক - প্রসন্ন গোয়ালিনি মঙ্গলা গাভী পার্কার তিনি নিজে None 47. মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল - কমলাকান্তের কোলে উঠে বসেছিল গড়গড় আওয়াজ করছিল মধুর স্বরে 'মেও' ডাকছিল ল্যাজ নাড়ছিল None 48. 'তবে চিরাগত একটি প্রথা আছে' - প্রথাটি হল - বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয় বিড়াল মারতে নেই বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয় বিরালের সামনে খেতে নেই None 49. 'এ পৃথিবীতে কেহ আইসে নাই' - যা করার জন্য - অনাহারে মরে যাওয়ার জন্য হৃদয়হীন হওয়ার জন্য বিনা বিচারে আটকে থাকার জন্য একা একা বাঁচার জন্য None 50. কমলাকান্ত কী দিয়ে বিড়ালটিকে মরতে গিয়েছিল? চারপাই-এর পায়া হুঁকো আফিমের বাটি ভাঙা লাঠি None 1 out of 50