1. নানকের উপদেশাবলি কোন্ পুস্তকে লিপিবদ্ধ আছে?
2. 'সুরসাগর', 'সুর স্বরাবলি', 'সাহিত্য লহরী' গ্রন্থগুলি কার লেখা?
3. বল্লভাচার্য কোন্ দেবতার উপাসক ছিলেন?
4. ‘এক ওমকার সৎনাম কর্তা পুরখ নির্ভব নির্বৈর, অকালমুরত অজুনি সভাই ভাঙ গুরু প্রসাদ।’- এটি কাদের মন্ত্র?
6. জাতি-ধর্ম-নির্বিশেষে যে কেউই প্রেম ও ভক্তি সহযোগে বারবার ঈশ্বরের নাম জপ করলে মোক্ষলাভ করবে।’- কথাটি কার?
7. নানকের স্তবগানগুলি কী নামে পরিচিত?
8. ‘Blind Bard of Agra’ বলা হয় -
9. কে পুষ্টিমার্গের প্রবর্তন করেছিলেন?
10. নানকের অনুগামীরা কী নামে পরিচিত?