সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস :
১) “জৈসে তিল মে তেল হ্যায়/জিয়ু চক্চক্ মে আগ / তেরা সাঁই তুঝ মে হ্যায় / তু জাগ সকে তো জাগ”- এটি বলেছেন – কবীর
২) শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে – শিবায়ন
৩) শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন – রামেশ্বর ভট্টাচার্য
৪) বৈস্তুববাদ অনুযায়ী, ভগবান বিষ্ণু হলেন – জগতের পালনকর্তা
৫) ক্ষিতিমোহন সেন কর্তৃক সংগৃহীত কবীরের গানগুলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন – সত্যেন্দ্রনাথ ঠাকুর
৬) ভাগবত ভক্তিতত্ত্বের প্রবক্তা এবং বৈঘ্নব ধর্মের প্রধান আরাধ্য দেবতা হলেন – কৃষ্ণ
৭) যে পল্লবরাজা জৈন মঠ ধ্বংস এবং সন্ন্যাসীদের বিতাড়ন করেছিলেন – মহেন্দ্রবর্মণ
৮) পশ্চিম ভারতে সম্ভবত ভাগবত ধর্মের আদি প্রচারক ছিলেন – যাদব উপজাতির মানুষ
৯) ঋকবেদে বিষু সম্পর্কিত যে বিষয়ের প্রাথমিক কল্পনা স্থান পেয়েছে – ত্রিপাদ
১০) মাধবাচার্য রচিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থটি হল – সর্বদর্শনসংগ্রহ
১১) গীতায় কৃষ্ণের বাণীর মূল বিষয় হল – কর্মযোগ
১২) গীতায় বর্ণিত কর্মযোগের লক্ষ্য হল – নিবৃত্তি ও প্রবৃত্তির আদর্শ উপলব্ধি
১৩) গীতায় বর্ণিত ‘কর্ম’ কথার অর্থ হল – নিষ্কাম কাজের ইচ্ছা
১৪) উদয়গিরির বিষ্ণুমন্দির নির্মিত হয়েছিল – গুপ্ত যুগে
১৫) আলবার সম্প্রদায়ের সাধকগণ বসবাস করতেন – দক্ষিণ ভারতে
১৬) ষষ্ঠ শতকে আবির্ভূত আলবাররা যে দেবতার উপাসক ছিলেন – বিষ্ণু
১৭) ঐতিহ্য অনুসারে, তামিলভূমিতে আলবার সাধক জন্ম নিয়েছিলেন – ১২ জন
১৮) আলবার সাধিকা আন্ডাল নিজেকে গোপীরূপে কল্পনা করে যার পুজো করতেন – রঙ্গনাথের
১৯) তামিলনাড়ুতে ভক্তিবাদ জনপ্রিয়তা পায় – সপ্তম শতকে
২০) তামিলনাড়ুতে প্রথম যাদের আমলে ভক্তিবাদীদের আবির্ভাব ঘটেছিল – পল্লব
২১) যে গ্রন্থ থেকে নানকের জন্ম, শৈশব-সহ জীবনের নানাদিক সম্পর্কে জানা যায় – জনমসখী
২২) সর্বধর্মবর্ণসমন্বয়ী প্রেমের ধর্মপ্রচার করাই ছিল কবীরের লক্ষ্য – উক্তিটির বক্তা – তারাচাঁদ
২৩) অষ্টম-নবম শতক নাগাদ হিন্দু সংস্কারক বৈদিক দর্শনের সহজ ও সর্বজনগ্রাহ্য ব্যাখ্যা প্রদান করেছিলেন – শংকরাচার্য
২৪) ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা হলেন – শংকরাচার্য
২৫) অদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন – শংকরাচার্য
২৬) মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ বলা হয় – রামানুজকে
২৭) ‘বিশিষ্টাদ্বৈতবাদ’ যে ভক্তিবাদী প্রচারকের দর্শন – রামানুজ
২৮) আচার্য রামানুজ যে আলবার সাধকের উত্তরাধিকারী ছিলেন – শংকরাচার্যের
২৯) ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের ভক্তি আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কবীর ও নানকের’- কথাটি বলেছেন – রোমিলা থাপার
৩০) রামানুজ যে সম্প্রদায়ের আচার্য ছিলেন – শ্রীবৈষ্ণব
৩১) ‘শ্রীভাষ্য’, ‘বেদান্তসংগ্রহ গ্রন্থগুলি যে ভক্তিসাধকের রচনা – রামানুজ
৩২) গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন – লাহোরের তালবন্দিতে
৩৩) যে ভক্তিগুরু ‘পূণ্যপ্রজ্ঞা’ বা ‘আনন্দতীর্থ’ নামে পরিচিত – মাধবাচার্য
৩৪) মাধবাচার্যের দর্শনের নাম হল – দ্বৈতবাদ
৩৫) ‘পঞ্চবাণী’ গ্রন্থে যে ভক্তিসাধকের শ্লোক ও বাণী সংকলিত আছে – কবীর
৩৬) মাধবাচার্যের চার শিষ্য কর্তৃক প্রবর্তিত সম্প্রদায় যে নামে পরিচিত – ব্রহ্ম সম্প্রদায়
৩৭) দ্বৈতাদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা হলেন – নিম্বার্ক
৩৮) নিম্বার্কের লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল – বেদান্ত-পারিজাত-সৌরভ
৩৯) ভক্তিবাদী তত্ত্বের দ্বিতীয় সূত্র তথা বৈঘ্নব ধর্মের ভিত্তি হল – ভাগবত পুরাণ
৪০) ভক্তিবাদী সাধক হিসেবে যিনি প্রথম হিন্দি ভাষায় ধর্মমত প্রচার করেন – রামানন্দ
৪১) রামানন্দ যার দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন – রামানুজ
৪২) রামানুজের শ্রীনিবাস সম্প্রদায়ের অনুগামী ছিলেন – রামানন্দ
৪৩) রামানন্দ যে সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন – রামাৎ বৈষ্ণব
৪৪) ‘কবীর’ নামের অর্থ হল – মহান
৪৫) কবীরের অনুগামীরা যে নামে পরিচিত ছিলেন – কবীরপন্থী
৪৬) কবীর যার সমসাময়িক ছিলেন বলে মনে করা হয় – সিকান্দর লোদির
৪৭) যে প্রাচীন সাহিত্যে বিষ্ণুর সঙ্গে নারায়ণকে একীভূত করা হয়েছে – বৌধায়ন ধর্মসূত্রে
৪৮) দোঁহা রচনা করেন – কবীর
৪৯) মধ্যযুগে ভক্তিবাদকে কেন্দ্র করে সমগ্র ভারত ভূখন্ডে যে ধর্মসংস্কার আন্দোলনের ঢেউ উঠেছিল, উত্তর ভারতে তার প্রধান প্রবক্তা ছিলেন – রামানন্দ
৫০) কবীরের গানগুলিকে সংগ্রহ করেন – ক্ষিতিমোহন সেন
৫১) যে সকল গুপ্ত সম্রাট ‘পরম ভাগবত অভিধা গ্রহণ করেছিলেন – সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৫২) ভারতে একেশ্বরবাদী ভক্তি ধর্ম বলতে যে ধর্মের নাম স্মরণ করা হয় – ভাগবত
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে