শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান
এখানে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রদান করা হলো। শিক্ষার্থীরা নিম্নেরে লিঙ্কগুলি অনুসরণ করে এই মক টেস্টগুলি প্রদান করতে পারবে। শিক্ষার্থীরা তাদের অনুশীলনের জন্য এই মক টেস্টগুলি একাধিকবার প্রদান করতে পারবে।
শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান :
সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধিকার রক্ষা করার কথা বলা হয়েছে সংবিধানের-
(ক) 28 নং ধারাতে
(খ) 29 নং ধারাতে
(গ) 31 নং ধারাতে
(ঘ) খ ও গ উভয়ই ঠিক
Answers : (ঘ) খ ও গ উভয়ই ঠিক
ভারতীয় সংবিধান অনুযায়ী, যারা আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, অনুন্নত ও দুর্বল শ্রেণির মানুষ, তাদের বলা হয়-
(ক) তপশিলি জাতি
(খ) অনুন্নত শ্রেণি
(গ) তপশিলি উপজাতি
(ঘ) সংখ্যালঘু সম্প্রদায়
Answers : (ক) তপশিলি জাতি
বিভিন্ন রাজ্যের অনগ্রসর উপজাতি সম্প্রদায়ের মানুষদের একত্রে বলা হয়-
(ক) তপশিলি জাতি
(খ) তপশিলি উপজাতি
(গ) সংখ্যালঘু সম্প্রদায়
(ঘ) কোনোটিই নয়
Answers : (খ) তপশিলি উপজাতি
কত সালে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে OBC-দের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হয়?
(ক) ২০১২ সালে
(খ) ২০১৫ সালে
(গ) ২০১৯ সালে
(ঘ) ২০২৩ সালে
Answers : (গ) ২০১৯ সালে
কোন্ কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে OBC সম্প্রদায়ের জন্য ২৭% সংরক্ষণের সুপারিশ করে?
(ক) বলবন্ত কমিশন
(খ) মন্ডল কমিশন
(গ) কোঠারি কমিশন
(ঘ) হালদার কমিশন
Answers : (খ) মন্ডল কমিশন
ইউ এন ঘেবর (UN Dhebar)-এর সভাপতিত্বে গঠিত কমিশন SC এবং ST সম্প্রদায়ের জন্য কোন প্রকার স্কুল গড়ে তোলার কথা বলেছিল?
(ক) আদর্শ স্কুল
(খ) সর্বোদয় বিদ্যালয়
(গ) নবোদয় বিদ্যালয়
(ঘ) নর্ম্যাল স্কুল
Answers : (ক) আদর্শ স্কুল
‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না।’- এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সংবিধানের-
(ক) ৪৬ নং ধারায়
(খ) ১৪ নং ধারায়
(গ) ৩০ নং ধারায়
(ঘ) ৪৫ নং ধারায়
Answers : (ক) ৪৬ নং ধারায়
ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে, ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাষ্ট্রপতি একজন স্পেশাল অফিসার নিয়োগ করবেন?
(ক) ৩৪০ নং ধারা
(খ) ৩৫০ (খ) নং ধারা
(গ) ৩৫০ (ক) নং ধারা
(ঘ) ৩০ (২) নং ধারা
Answers : (খ) ৩৫০ (খ) নং ধারা
সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকারের বিষয়ে বলা হয়েছে সংবিধানের-
(ক) ২৯ নং ধারায়
(খ) ৩০ নং ধারায়
(গ) ৩০৫ (খ) নং ধারায়
(ঘ) a ও c উভয়ই ঠিক
Answers : (খ) ৩০ নং ধারায়
“ভারতের রাষ্ট্রপতি সামাজিক ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সমীক্ষার জন্য প্রয়োজনমতো কমিশন নিয়োগ করতে পারেন।”-এ কথা বলা হয়েছে সংবিধানের-
(ক) ৩৩০ নং ধারায়
(খ) ৩৫০(ক) নং ধারায়
(গ) ৩৫০ (খ) নং ধারায়
(ঘ) ৩৪০ নং ধারায়
Answers : (ঘ) ৩৪০ নং ধারায়
ভারতীয় সংবিধনের ষোড়শ অধ্যায়ে যাদের সম্পর্কে বলা হয়েছে, তারা হলেন-
(ক) তপশিলি জাতি
(খ) তপশিলি উপজাতি
(গ) ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়
(ঘ) সবগুলিই ঠিক
Answers : (ঘ) সবগুলিই ঠিক
তপশিলি জাতি ও উপজাতিদের জন্য ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা আছে?
(ক) ১০ টি
(খ) ১৩ টি
(গ) ১৬ টি
(ঘ) ১৯ টি
Answers : (খ) ১৩ টি
১৯৯০ সালের ৭ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণিগুলির জন্য শতকরা কত ভাগ পদ সংরক্ষিত রাখার কথা বলেছেন?
(ক) ২০
(খ) ২৩
(গ) ২৭
(ঘ) ২৫১
Answers : (গ) ২৭
মুসলিম শিক্ষা সংক্রান্ত সুপারিশ হল-যে কমিটির রিপোর্টে পাওয়া যায়, সেটি
(ক) দুর্গাবাঈ দেশমুখ কমিটি
(খ) ভক্তবৎসলম্ কমিটি
(গ) হংস মেহতা কমিটি
(ঘ) সাচার কমিটি
Answers : (ঘ) সাচার কমিটি
সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন্ মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
(ক) শিক্ষিত মুসলিম জনগণ
(খ) পিছিয়ে পড়া মুসলিম জনগণ
(গ) পিছিয়ে পড়া হিন্দু জনগণ
(ঘ) পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষজন
Answers : (খ) পিছিয়ে পড়া মুসলিম জনগণ
সাচার কমিটির রিপোর্টে তৎকালীন সময়ে সারা দেশে মুসলিম চাকুরীজীবির সংখ্যা ছিল-
(ক) প্রায় ২০%
(খ) প্রায় ১০%
(গ) প্রায় ৫%
(ঘ) প্রায় ২%
Answers : (খ) প্রায় ৫%
সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গের তৎকালীন সময়ে মাত্র ৬টি জেলার উপর গুরুত্ব দেওয়ার কারণ হল-
(ক) জেলাগুলিতে হিন্দু জনসংখ্যা বেশি
(খ) মুসলিম জনগণের মধ্যে বেশিরভাগ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে
(গ) ওই জেলাগুলির সমস্ত জনগণ শিক্ষাক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে
(ঘ) ওই জেলাগুলিতে তপশিলি জাতি ও উপজাতির মানুষজন অনেক বেশি
Answers : (খ) মুসলিম জনগণের মধ্যে বেশিরভাগ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে
ভারতীয় সংবিধানে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত করার প্রধান কারণ হল-
(ক) শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকা
(খ) অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা
(গ) সামাজিক অগ্রগতি
(ঘ) সবকটি ঠিক
Answers : (ঘ) সবকটি ঠিক
প্রধানমন্ত্রী রাজীব গান্ধির আমলে কত সালে তপশিলি সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য বিশেষ আদালত গঠনের জন্য বিল পাস হয়?
(ক) ১৯৮৮ সালে
(খ) ১৯৮৯ সালে
(গ) ১৯৯০ সালে
(ঘ) ১৯৯১ সালে
Answers : (খ) ১৯৮৯ সালে
তপশিলি সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য একটি বিশেষ আদালত গঠনের সুপারিশ হিসেবে ১৯৮৯ সালে বিল পাস হয়, তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী কে ছিলেন?
(ক) রাজীব গান্ধি
(খ) ইন্দিরা গান্ধি
(গ) বিশ্বনাথ প্রতাপ
(ঘ) জওহরলাল নেহেরু
Answers : (ক) রাজীব গান্ধি
সংবিধানের কোন্ অংশে ‘কতিপয় শ্রেণির জন্য’ বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে?
(ক) তৃতীয় অংশে
(খ) চতুর্দশ অংশে
(গ) ষোড়শ অংশে
(ঘ) পঞ্চম অংশে
Answers : (গ) ষোড়শ অংশে
কতিপয় শ্রেণি বলতে বোঝানো হয়-
(ক) তপশিলি জাতিদের
(খ) তপশিলি উপজাতিদের
(গ) ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়কে
(ঘ) সবগুলি ঠিক
Answers : (ঘ) সবগুলি ঠিক
মন্ডল কমিশনের সভাপতি কে ছিলেন?
(ক) বি পি মন্ডল
(খ) অনাথ নাথ বসু
(গ) বিশ্বনাথ প্রতাপ সিং
(ঘ) ডি এস কোঠারি
Answers : (ক) বি পি মন্ডল
EWS-এর পুরো নাম কী?
(ক) Economically Weaker Section
(খ) Educationally Weaker Section
(গ) Educationally Weaker Society
(ঘ) Essential Weaker Section I
Answers : (ক) Economically Weaker Section
EWS কোটা কোন্ বছরে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োগ করা হয়?
(ক) ২০১৫
(খ) ২০১৭
(গ) ২০১৯
(ঘ) ২০২১
Answers : (গ) ২০১৯
EWS কোটার জন্য জমির মালিকানার সীমা কত শতাংশ হতে হবে?
(ক) ২ হেক্টর
(খ) ৩ হেক্টর
(গ) ৫ হেক্টর
(ঘ) ১০ হেক্টর
Answers : (ক) ২ হেক্টর
EWS শংসাপত্রের জন্য কোন্ ধরনের নথি প্রয়োজন?
(ক) আয় শংসাপত্র
(খ) বাসস্থান প্রমাণপত্র
(গ) জমির মালিকানার প্রমাণ
(ঘ) সবকটি ঠিক
Answers : (ঘ) সবকটি ঠিক
EWS কোটা কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রহণ করা হয়েছে?
(ক) ৯২ তম
(খ) ১০২ তম
(গ) ১০৩ তম
(ঘ) ১০৪ তম
Answers : (গ) ১০৩ তম
EWS শংসাপত্রের নীতি নির্ধারণ করে-
(ক) রাজ্য সরকার
(খ) কেন্দ্র সরকার
(গ) স্থানীয় প্রশাসন
(ঘ) আদালত
Answers : (খ) কেন্দ্র সরকার
নীচের কোনটির জন্য EWS শংসাপত্র বৈধ নয়?
(ক) উচ্চশিক্ষার জন্য
(খ) সরকারি চাকুরির জন্য
(গ) সামাজিক ভাতার জন্য
(ঘ) জমিগত ব্যবস্থার জন্য
Answers : (ঘ) জমিগত ব্যবস্থার জন্য
EWS শংসাপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীর জমির কোন্ ধরনের নথি প্রয়োজন?
(ক) জমির দলিল
(খ) জমির ফর্দ
(গ) জমির কর রসিদ
(ঘ) সবকটি ঠিক
Answers : (ঘ) সবকটি ঠিক
EWS শংসাপত্র কোন্ শিক্ষায় প্রযোজ্য?
(ক) প্রাথমিক শিক্ষায়
(খ) মাধ্যমিক শিক্ষায়
(গ) উচ্চশিক্ষায়
(ঘ) সবকটি ঠিক
Answers : (গ) উচ্চশিক্ষায়
ভারতের সংবিধানের কোন্ অনুচ্ছেদটি EWS সংরক্ষণের অন্তর্ভুক্ত করার জন্য সংশোধিত হয়েছিল?
(ক) অনুচ্ছেদ ১৪
(খ) অনুচ্ছেদ ১৫
(গ) অনুচ্ছেদ ১৬
(ঘ) b ও c উভয়ই ঠিক
Answers : (ঘ) b ও c উভয়ই ঠিক
EWS শংসাপত্র ইস্যু হবার পর বৈধ থাকে কতদিন?
(ক) ১ বছর
(খ) ৩ বছর
(গ) ৫ বছর
(ঘ) ১০ বছর
Answers : (গ) ৫ বছর
EWS শংসাপত্র কোন্ সরকারি সংস্থা দ্বারা প্রদান করা হয়?
(ক) কেন্দ্র সরকার
(খ) রাজ্য সরকার
(গ) জেলা ম্যাজিস্ট্রেট
(ঘ) স্থানীয় পৌর প্রশাসন
Answers : (গ) জেলা ম্যাজিস্ট্রেট
EWS শংসাপত্র সরকারি দপ্তর থেকে কত সময়ে প্রস্তুত হয়?
(ক) ১ মাস
(খ) ৩ মাস
(গ) ৬ মাস
(ঘ) ১ বছর
Answers : (খ) ৩ মাস
EWS সংরক্ষণ কবে থেকে কার্যকর হয়?
(ক) ২০১৯
(খ) ২০২০
(গ) ২০২১
(ঘ) ২০২২
Answers : (খ) ২০২০
EWS শংসাপত্র নবীকরণের জন্য সাধারণত কতদিন সময় লাগে?
(ক) ২-৮ সপ্তাহ
(খ) ১-২ মাস
(গ) ৩-৬ মাস
(ঘ) ৬ মাসের বেশি
Answers : (খ) ১-২ মাস
কাকা কালেলকর কমিশন গঠিত হয়-
(ক) ১৯৫৩ সালের ২৯ জানুয়ারি
(খ) ১৯৫২ সালের ৪ ডিসেম্বর
(গ) ১৯৫৩ সালের ২৩ মার্চ
(ঘ) ১৯৫৪ সালের ২৯ জানুয়ারি
Answers : (ক) ১৯৫৩ সালের ২৯ জানুয়ারি
সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত সমানাধিকারের বিষয়টির উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের-
(ক) 29 নং ধারায়
(খ) 16 নং ধারায়
(গ) 24 নং ধারায়
(ঘ) 30(1) নং ধারায়
Answers : (ক) 29 নং ধারায়
OBC-এর পুরো কথাটি হল-
(ক) Other Boys Committee
(খ) Other Besides College
(গ) Other Backward Classes
(ঘ) Other Backward Council
Answers : (গ) Other Backward Classes
ভারতীয় সংবিধানে কাদের জন্য বিশেষ সুযোগসুবিধার ব্যবস্থা করা হয়েছে?
(ক) SC
(খ) ST
(গ) OBC
(ঘ) সবগুলিই ঠিক
Answers : (ঘ) সবগুলিই ঠিক
একলব্য মডেল বিদ্যালয় কোন্ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
(ক) ST-দের গুণগত শিক্ষাদানের জন্য
(খ) কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য
(গ) পেশাগত দক্ষতার বৃদ্ধির জন্য
(ঘ) শহরে স্কুলের শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার জন্য
Answers : (ক) ST-দের গুণগত শিক্ষাদানের জন্য
কত সালে প্রাক্তন প্রধানমন্ত্রী নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট প্রবর্তন করেন?
(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৯২ সালে
(গ) ১৯৯৩ সালে
(ঘ) ১৯৯৪ সালে
Answers : (গ) ১৯৯৩ সালে
প্রাক্তন প্রধানমন্ত্রী SC/ST ছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য কোন্ সার্টিফিকেট প্রবর্তন করেন?
(ক) Non-Creamy Layer
(খ) EWS
(গ) ESI
(ঘ) কোনোটিই নয়
Answers : (ক) Non-Creamy Layer
Non-Creamy Layer বা OBC Certificate কে প্রবর্তন করেন?
(ক) ভি পি সিং
(খ) ইন্দিরা গান্ধি
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) রাজীব গান্ধি
Answers : (ক) ভি পি সিং
EWS সংরক্ষণের জনক বলা হয়-
(ক) ইন্দিরা গান্ধিকে
(খ) ভি পি সিং-কে
(গ) পি ভি নরসিমা রাও-কে
(ঘ) বি পি মণ্ডল-কে
Answers : (গ) পি ভি নরসিমা রাও-কে
২০১৯ সালে ভারত সরকার কর্তৃক গৃহীত বিলে কোন্ শ্রেণির মানুষদের সংরক্ষণের কথা বলা হয়েছে?
(ক) তপশিলি জাতি শ্রেণি
(খ) তপশিলি উপজাতি শ্রেণি
(গ) SC/ST/OBC-র অন্তর্ভুক্ত নয় এমন শ্রেণি
(ঘ) a ও b উভয়ই ঠিক
Answers : (গ) SC/ST/OBC-র অন্তর্ভুক্ত নয় এমন শ্রেণি
ভারত-সরকার দ্বারা গৃহীত EWS বিলে কত শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে?
(ক) ৮
(খ) ১০
(গ) ১৫
(ঘ) ১২
Answers : (খ) ১০
EWS বিলটি কোন্ কোন্ ক্ষেত্রের জন্য গৃহীত হয়?
(ক) সরকারি চাকরির জন্য
(খ) কৃষিকাজের উন্নতির জন্য
(গ) শিক্ষাপ্রতিষ্ঠানে ভরতির জন্য
(ঘ) a ও c উভয়ই ঠিক
Answers : (ঘ) a ও c উভয়ই ঠিক
EWS সংরক্ষণ সুবিধার সীমা নির্দিষ্ট বয়স কত?
(ক) ১৮-৪৫ বছর
(খ) ২০-৫০ বছর
(গ) কোনো বয়সসীমা নেই
(ঘ) ১৮ বছর
Answers : (গ) কোনো বয়সসীমা নেই
EWS সংরক্ষণ কোন্ ধরনের উন্নয়নে প্রযোজ্য নয়-
(ক) শিক্ষা প্রকল্প
(খ) স্বাস্থ্য প্রকল্প
(গ) কৃষি প্রকল্প
(ঘ) আর্থিক সহায়তা প্রকল্প
Answers : (গ) কৃষি প্রকল্প
EWS সংরক্ষণের সুবিধা পেতে হলে পরিবারের আয় সংক্রান্ত নথি সম্পর্কে কতদিনের মধ্যে হলফনামা দিতে হবে?
(ক) ৬ মাস
(খ) ১ বছর
(গ) ৩ বছর
(ঘ) ১০ বছর
Answers : (খ) ১ বছর
গোটা বিশ্বের নিরীখে ভারতে সাধারণ সম্প্রদায়ের মানুষ রয়েছে-
(ক) ৩০.৮%
(খ) ১৮.২%
(গ) ১৫.৫২%
(ঘ) ২৪.৫%
Answers : (গ) ১৫.৫২%
ভারতের জনসংখ্যার নিরীখে General Category-র মানুষের সংখ্যা-
(ক) ৩০.৮%
(খ) ১৫.৫২%
(গ) ২০.৩৪%
(ঘ) ২৪.৫%
Answers : (ক) ৩০.৮%
EWS Category-তে কটি সম্প্রদায় রয়েছে?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৩টি
(ঘ) ২টি
Answers : (খ) ৫টি
কোন্ কোন্ সম্প্রদায় EWS-এর অন্তর্ভুক্ত?
(ক) ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, জৈন, শূদ্র
(খ) আর্য, ব্রাহ্মণ, নাগারথ, ক্ষত্রিয়, বৈশ্য
(গ) ব্রাহ্মণ, আর্য, বৈশ্য, মুদালিয়র, জৈন, নাগারথ
(ঘ) মুদালিয়র, নাগারথ, আর্য, বৈশ্য, জৈন, ক্ষত্রিয়
Answers : (গ) ব্রাহ্মণ, আর্য, বৈশ্য, মুদালিয়র, জৈন, নাগারথ
কোন্ ধর্মের সম্প্রদায়কে বর্তমানে EWS-এর অন্তর্ভুক্ত করা হয়েছে?
(ক) মুসলিম
(খ) শিখ
(গ) খ্রিস্টান
(ঘ) বৌদ্ধ
Answers : (ক) মুসলিম
কারা EWS-এর আওতার অন্তর্ভুক্ত নয়?
(ক) তপশিলি জাতি (SC)
(খ) তপশিলি উপজাতি (ST)
(গ) সংখ্যালঘু সম্প্রদায় (OBC)
(ঘ) সবগুলিই ঠিক
Answers : (ঘ) সবগুলিই ঠিক
CSIS-স্কিমের পুরো নাম কী?
(ক) Central Sector Interest Subsidy
(খ) Center for Strategic and International Studies
(গ) Central Statistical Intelligence Sector
(ঘ) Center for Statistical Intelligence Studies
Answers : (ক) Central Sector Interest Subsidy
CSSS-এর পুরো নাম হল-
(ক) Centre for Studies in Social Science
(খ) Centre for the Study of Social Systems
(গ) Central Sector Scheme of Scholarship for College and University Students
(ঘ) Central Secretariat Service
Answers : (গ) Central Sector Scheme of Scholarship for College and University Students
EWS-এর শ্রেণি সংরক্ষণ তৈরি হয়-
(ক) অর্থনৈতিক অপ্রতুলতার কারণে
(খ) সামাজিক অপ্রতুলতার কারণে
(গ) শ্রেণিবৈষম্যের কারণে
(ঘ) কোনোটিই নয়
Answers : (ক) অর্থনৈতিক অপ্রতুলতার কারণে
স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষাব্যবস্থায় সরকার কর্তৃক গৃহীত প্রধান উদ্যোগগুলির ক্ষেত্রে কোন্টি সঠিক নয়?
(ক) RTE Act, 2009
(খ) মিড ডে মিল
(গ) বিন্যামূল্যে পাঠ্যবই ও স্কুল ইউনিফর্ম
(ঘ) গৃহ নির্মাণের জন্য ছাত্রদের অর্থসাহায্য
Answers : (ঘ) গৃহ নির্মাণের জন্য ছাত্রদের অর্থসাহায্য
কোন্ রাজ্যে প্রথম শিক্ষাক্ষেত্রে EWS শ্রেণির জন্য 10% সংরক্ষণ করা হয়?
(ক) পশ্চিমবঙ্গে
(খ) কেরালায়
(গ) দিল্লিতে
(ঘ) গুজরাটে
Answers : (ঘ) গুজরাটে
শিক্ষায় সমসুযোগ বলতে বোঝায়-
(ক) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিকে সমসুযোগ দান
(খ) অনগ্রসর ব্যক্তিদের সমসুযোগ দান
(গ) অনগ্রসর ব্যক্তিদের শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত সুযোগদান
(ঘ) সমস্ত নাগরিককে শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগদান
Answers : (ক) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিকে সমসুযোগ দান
শিক্ষায় সকলের সমসুযোগ বলতে বোঝায়-
(ক) পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষায় অতিরিক্ত ও বিশেষ সুযোগ
(খ) প্রত্যেকের জন্য শিক্ষায় সমসুযোগ
(গ) পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের শিক্ষার সমসুযোগ
(ঘ) প্রত্যেক নাগরিকের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা
Answers : (খ) প্রত্যেকের জন্য শিক্ষায় সমসুযোগ
ভারতীয় সংবিধানের 15নং ধারায় বলা হয়েছে-
(ক) তপশিলি জাতি, তপশিলি উপজাতির শিক্ষাগত প্রগতির কথা
(খ) নারীদের বিশেষ অধিকার সুরক্ষা করার কথা
(গ) অস্পৃশ্যতা বিলুপ্তির কথা
(ঘ) অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা
Answers : (গ) অস্পৃশ্যতা বিলুপ্তির কথা
যে কমিশনের প্রতিবেদনে ‘শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ’- এই অভিমতটি ব্যক্ত হয়, তা হল-
(ক) হান্টার কমিশন
(খ) রাধাকৃষ্ণন কমিশন
(গ) মুদালিয়র কমিশন
(ঘ) কোঠারি কমিশন
Answers : (ঘ) কোঠারি কমিশন
সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা সংবিধানের যে ধারায় বলা হয়েছে, তা হল-
(ক) 17 নং
(খ) 15 নং
(গ) 16 নং
(ঘ) 18 নং
Answers : (গ) 16 নং
“কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না।”-এটি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে?
(ক) 17 নং
(খ) 33 নং
(গ) 13 নং
(ঘ) 15 নং
Answers : (ক) 17 নং
সংবিধানের যে ধারায় ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না, তা হল-
(ক) 12 নং ধারা
(খ) 16 নং ধারা
(গ) 13 নং ধারা
(ঘ) 15 নং ধারা
Answers : (ঘ) 15 নং ধারা
“রাষ্ট্র শিক্ষালয়গুলিকে অনুদান মঞ্জুর করার ক্ষেত্রে কোনোপ্রকার বৈষম্যমূলক নীতি অনুসরণ করবে না।”-এই কথাটি সংবিধানের যে ধারায় উল্লেখ করা হয়েছে, তা হল-
(ক) 42 নং ধারা
(খ) 30 নং ধারা
(গ) 16 নং ধারা
(ঘ) 28 নং ধারা
Answers : (খ) 30 নং ধারা
6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি ভারত সরকার প্রকাশ করে-
(ক) 27 আগস্ট, 2009
(খ) 16 মার্চ, 2010
(গ) 12 মার্চ, 2009
(ঘ) 28 আগস্ট, 2010
Answers : (ক) 27 আগস্ট, 2009
ভারতীয় সংবিধনের যে ধারায় শিক্ষায় সমসুযোগের কথা বলা হয়েছে, তা হল-
(ক) 16 নং
(খ) 29 নং
(গ) 45 নং
(ঘ) b ও c উভয়ই ঠিক
Answers : (ঘ) b ও c উভয়ই ঠিক
ভারতীয় সংবিধনের যে ধারায় আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে, তা হল-
(ক) 47 নং ধারা
(খ) 62 নং ধারা
(গ) 14 নং ধারা
(ঘ) 18 নং ধারা
Answers : (গ) 14 নং ধারা
ভারতীয় সংবিধনের কত নং ধারায় বলা হয়েছে যে, “সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভরতির ক্ষেত্রে জাতি, ধর্ম, সম্প্রদায়, ভাষা বা এগুলির যে-কোনো একটি বিষয়ের অজুহাতে কোনো ভারতীয় নাগরিককে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না?”
(ক) 29(2) নং ধারায়
(খ) 14 নং ধারায়
(গ) 45 নং ধারায়
(ঘ) কোনোটিই নয়
Answers : (ক) 29(2) নং ধারায়
ভারতীয় সংবিধানে শিক্ষায় সমসুযোগকে কোন্ নামে অভিহিত করা হয়?
(ক) শ্রেণিবৈষম্য
(খ) সংরক্ষণমূলক বৈষম্য
(গ) সমাজমূলক বৈষম্য
(ঘ) কোনোটিই নয়
Answers : (খ) সংরক্ষণমূলক বৈষম্য
শিক্ষায় সমসুযোগ প্রসঙ্গে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলিতে Book Bank গঠন করা এবং লাইব্রেরিগুলির উন্নতি করার কথা বলা হয়েছে কোন্ কমিশনে?
(ক) মুদালিয়র কমিশনে
(খ) স্যাডলার কমিশনে
(গ) হান্টার কমিশনে
(ঘ) কোঠারি কমিশনে
Answers : (ঘ) কোঠারি কমিশনে
শিক্ষায় সমসুযোগের গুরুত্ব হল-
(ক) গণতন্ত্রের সাফল্য
(খ) ব্যক্তির সুষম বিকাশ
(গ) সামাজিক ঐক্য স্থাপন
(ঘ) সবগুলিই ঠিক
Answers : (ঘ) সবগুলিই ঠি
“শিক্ষা, সমাজ ও অর্থনৈতিক দিক থেকে সাম্যের প্রয়োজন।”-এ কথা কে বলেছেন?
(ক) বি আর আম্বেদকর
(খ) ভি পি সিং
(গ) ইন্দিরা গান্ধি
(ঘ) পি ভি নরসিমা রাও
Answers : (ক) বি আর আম্বেদকর
‘Earn While you learn’-এই স্কিমটি চালু করা হয়-
(ক) শুধুমাত্র তপশিলি জাতিদের জন্য
(খ) শ্রেণিবৈষম্যের জন্য
(গ) শিক্ষায় সমসুযোগের জন্য
(ঘ) a ও b উভয়ের জন্য
Answers : (গ) শিক্ষায় সমসুযোগের জন্য
শিক্ষায় সুযোগের সমতাবিধানের জন্য ক-টি মৌলিক সূত্র বিদ্যমান?
(ক) চারটি
(খ) তিনটি
(গ) দুটি
(ঘ) পাঁচটি
Answers : (খ) তিনটি
সুযোগের সমতাবিধানের মৌলিক সূত্র হল—
(ক) সংখ্যাগত সম্প্রসারণ
(খ) সামাজিক সম্প্রসারণ
(গ) গুণগত সম্প্রসারণ
(ঘ) সবগুলিই ঠিক
Answers : (ঘ) সবগুলিই ঠিক
শিক্ষায় সুযোগের সমতাবিধানের জন্য করণীয় বিষয় হল-
(ক) শিক্ষার জাতীয়করণ
(খ) নারীশিক্ষার বিস্তার
(গ) অঞ্চলভেদে শিক্ষালাভের সুযোগে বৈষম্যকরণ
(ঘ) a ও b উভয়ই ঠিক
Answers : (ঘ) a ও b উভয়ই ঠিক
সমসুযোগের পদক্ষেপ রূপে ‘সর্বসাধারণের জন্য স্কুল-এর বৈশিষ্ট্য হল-
(ক) সবার জন্য সব স্কুল খোলা থাকবে
(খ) কোনোরূপ বেতন নেওয়া হবে না
(গ) শিক্ষার মান সব স্কুলেই সমান হবে
(ঘ) সবকটিই ঠিক
Answers : (ঘ) সবকটিই ঠিক
ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগসুবিধার কথা বলা হয়েছে?
(ক) ৪৫ নং ধারায়
(খ) ২৫ নং ধারায়
(গ) ১৫ (১) নং ধারায়
(ঘ) ৪৫ (১) নং ধারায়
Answers : (গ) ১৫ (১) নং ধারায়
প্রথম মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়?
(ক) শ্রীমতী দুর্গাবাঈ দেশমুখ
(খ) শ্রীমতী হংস মেহতা
(গ) শ্রী ভক্তবৎসলম্
(ঘ) ড. রাধাকৃষ্ণন
Answers : (ক) শ্রীমতী দুর্গাবাঈ দেশমুখ
ভারতে মহিলা কমিশন সংগঠিত হয়-
(ক) ১৯৫৩ সালে
(খ) ১৯৫৮ সালে
(গ) ১৯৬৩ সালে
(ঘ) ১৯৯২ সালে
Answers : (ঘ) ১৯৯২ সালে
১৯৫১ সালে ভারতে মেয়েদের সাক্ষরতার হার ছিল-
(ক) ৫.৫৬%
(খ) ৯%
(গ) ২৯%
(ঘ) ৩৯%
Answers : (খ) ৯%
দুর্গাবাঈ দেশমুখের নেতৃত্বে জাতীয় নারীশিক্ষা পরিষদ গঠিত হয়-
(ক) ১৯৬৮ সালে
(খ) ১৯৬২ সালে
(গ) ১৯৫৯ সালে
(ঘ) ১৯৬৪ সালে
Answers : (গ) ১৯৫৯ সালে
গ্রামাঞ্চলে মহিলাদের জন্য ‘শিক্ষক-প্রশিক্ষণ মহাবিদ্যালয়’ (Teachers’ Training College) গড়ে তোলার বিষয়ে অভিমত প্রকাশ করেন-
(ক) দুর্গাবাঈ দেশমুখ
(খ) ভক্তবৎসলম্
(গ) হংস মেহতা
(ঘ) ইন্দিরা গান্ধি
Answers : (খ) ভক্তবৎসলম্
ভক্তবৎসলম্ কমিটি গঠিত হয়-
(ক) ১৯৬৩ সালে
(খ) ১৯৬১ সালে
(গ) ১৯৬৭ সালে
(ঘ) ১৯৬৫ সালে
Answers : (ক) ১৯৬৩ সালে
মহিলাদের সঞ্চয়ের অভ্যাসকে সহায়তা করার ব্যবস্থা গ্রহণ করা হয়-
(ক) নারীশিক্ষার ভাণ্ডার গঠনের দ্বারা
(খ) মহিলা রাষ্ট্রীয় কোশ প্রতিষ্ঠার দ্বারা
(গ) জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠার দ্বারা
(ঘ) মহিলা সমৃদ্ধি যোজনা প্রতিষ্ঠার দ্বারা
Answers : (ঘ) মহিলা সমৃদ্ধি যোজনা প্রতিষ্ঠার দ্বারা
নারীদের সুযোগসুবিধার কথা বলা হয় সংবিধানের-
(ক) 15 নং ধারায়
(খ) 14 নং ধারায়
(গ) 16 নং ধারায়
(ঘ) a ও c উভয়ই ঠিক।
Answers : (ঘ) a ও c উভয়ই ঠিক
মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয় গঠনের কথা বলা হয় কোন্ কমিটিতে?
(ক) হংস মেহতা কমিটি
(খ) ভক্তবৎসলম্ কমিটি
(গ) জাতীয় নারীশিক্ষা পরিষদ
(ঘ) কোনোটিই নয়।
Answers : (গ) জাতীয় নারীশিক্ষা পরিষদ
কে সর্বপ্রথম মেয়েদের জন্য পৃথক কারিগরি বিদ্যালয়ের সুপারিশ করেন?
(ক) দুর্গাবাঈ দেশমুখ
(খ) হংস মেহতা
(গ) ইন্দিরা গান্ধি
(ঘ) ভক্তবৎসলম্।
Answers : (ক) দুর্গাবাঈ দেশমুখ
হংস মেহতা কমিটি গঠিত হয়-
(ক) 1959 সালে
(খ) 1961 সালে
(গ) 1962 সালে
(ঘ) 1964 সালে।
Answers : (খ) 1961 সালে
২০১১ সালের জনগণনা অনুযায়ী, ভারতে বর্তমান নীরিশিক্ষার হার-
(ক) 59.28%
(খ) 60.41%
(গ) 65.46%
(ঘ) 68.06%
Answers : (গ) 65.46%
জাতীয় নারীশিক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী, নারীশিক্ষার দায়িত্ব অর্পণ করা উচিত-
(ক) রাজ্য সরকারের উপর
(খ) যুগ্ম শিক্ষা পরামর্শদাতার উপর
(গ) কেন্দ্রীয় সরকারের উপর
(ঘ) কোনোটিই নয়
Answers : (খ) যুগ্ম শিক্ষা পরামর্শদাতার উপর
দুর্গাবাঈ দেশমুখ কমিটির সুপারিশ অনুযায়ী, Girls’ School বা Co-ed School-গুলিতে শিক্ষিকা নিয়োগ করতে হবে-
(ক) আংশিক সময়ের জন্য
(খ) পূর্ণকালীন সময়ের জন্য
(গ) তৎকালীন সময়ের জন্য
(ঘ) কোনোটিই নয়
Answers : (ক) আংশিক সময়ের জন্য
নারীশিক্ষার উন্নতিকল্পে মুদালিয়র কমিশনের সুপারিশ অনুযায়ী মেয়েদের পাঠ্যসূচিতে থাকবে-
(ক) বাণিজ্যিক বিষয়সমূহ
(খ) সংগীত ও কলা বিষয়
(গ) বিজ্ঞান বিষয়
(ঘ) a ও c উভয়ই ঠিক
Answers : (খ) সংগীত ও কলা বিষয়
গ্রামের সংসারী মহিলাদের আংশিক সময়ের শিক্ষকতার ব্যবস্থার কথা বলা হয়েছে-
(ক) হংস মেহতা কমিটিতে
(খ) শ্রীভক্তবৎসলম্ কমিটিতে
(গ) জাতীয় নারীশিক্ষা কমিটিতে
(ঘ) রাধাকৃষ্ণন কমিশনে
Answers : (খ) শ্রীভক্তবৎসলম্ কমিটিতে
বিশ্ব নারী দিবস উদ্যাপিত হয়-
(ক) ৪ মার্চ
(খ) 9 মার্চ
(গ) 10 মার্চ
(ঘ) 11 মার্চ
Answers : (ক) ৪ মার্চ
উচ্চশিক্ষার ক্ষেত্রে নারী ও পুরুষের অনুপাত 1:4 করার কথা বলা হয়-
(ক) রাধাকৃয়ন কমিশনে
(খ) মুদালিয়র কমিশনে
(গ) ভক্তবৎসলম্ কমিটিতে
(ঘ) কোঠারি কমিশনে
Answers : (ঘ) কোঠারি কমিশনে
কলা, বাণিজ্য, বিজ্ঞান, কারিগরি-সকল বিভাগেই মেয়েদের ভরতির সুযোগদানের কথা বলা হয়েছে-
(ক) কোঠারি কমিশনের সুপারিশে
(খ) রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে
(গ) মুদালিয়র কমিশনের সুপারিশে
(ঘ) জাতীয় শিক্ষানীতিতে
Answers : (ক) কোঠারি কমিশনের সুপারিশে
কোন্ কমিশনের সুপারিশ অনুযায়ী, সমাজে নাগরিক হিসেবে মেয়েদের উপযুক্ত মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে?
(ক) কোঠারি কমিশন
(খ) রাধাকৃষ্ণন কমিশন
(গ) মুদালিয়র কমিশন
(ঘ) সবগুলি ঠিক
Answers : (ঘ) সবগুলি ঠিক
মেয়েদের স্কুল এবং Co-educational স্কুলে মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান পাঠের ব্যবস্থা করার কথা বলা হয়েছে?
(ক) রাধাকৃষ্ণন কমিশনে
(খ) মুদালিয়র কমিশনে
(গ) কোঠারি কমিশনে
(ঘ) জাতীয় শিক্ষা পরিষদে
Answers : (খ) মুদালিয়র কমিশনে
Women Education বিষয়ে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে বিশেষ ব্যবস্থা করার কথা বলা হয়েছে-
(ক) হংস মেহতা কমিটিতে
(খ) ভক্তবৎসলম্ কমিটিতে
(গ) কোঠারি কমিশনে
(ঘ) মুদালিয়র কমিশনে
Answers : (গ) কোঠারি কমিশনে
নারীশিক্ষার অন্যতম বাধা হল-
(ক) বাল্যবিবাহ
(খ) কুসংস্কার ও অভিভাবকদের উদাসীনতা
(গ) সামাজিক মর্যাদা ও নিরাপত্তার অভাব
(ঘ) সবগুলিই ঠিক
Answers : (ঘ) সবগুলিই ঠিক
নারীশিক্ষার বাধা নিবারণের উপায় হল-
(ক) ছাত্রীনিবাস স্থাপন
(খ) বিশেষ ধরনের পাঠক্রম রচনা
(গ) রক্ষণশীলতা ও কুসংস্কার দূরীকরণ
(ঘ) সবগুলিই ঠিক
Answers : (ঘ) সবগুলিই ঠিক
মেয়েদের জন্য পৃথক পাঠক্রমের সমস্যাসমাধানের জন্য গঠন করা হয়-
(ক) হংস মেহতা কমিটি
(খ) দুর্গাবাঈ দেশমুখ কমিটি
(গ) ভক্তবৎসলম্ কমিটি
(ঘ) মুদালিয়র কমিশন
Answers : (ক) হংস মেহতা কমিটি
‘School Mother’ নিয়োগের কথা বলা হয়েছে-
(ক) ভক্তবৎসলম্ কমিটিতে
(খ) হংস মেহতা কমিটিতে
(গ) দুর্গাবাঈ দেশমুখ কমিটিতে
(ঘ) কোনোটিই নয়
Answers : (গ) দুর্গাবাঈ দেশমুখ কমিটিতে
2020 সালের জাতীয় শিক্ষানীতিতে ‘Gender Inclusion Fund’ কাদের জন্য করার কথা বলা হয়েছে?
(ক) পুরুষদের শিক্ষা
(খ) মহিলাদের শিক্ষা
(গ) রূপান্তরকামী ব্যক্তিদের শিক্ষা
(ঘ) b ও c উভয়ই ঠিক
Answers : (ঘ) b ও c উভয়ই ঠিক
কোন্ জাতীয় শিক্ষানীতিতে কস্তুরবা গান্ধি বালিকা বিদ্যালয়গুলিকে Grade-12 পর্যন্ত শিক্ষার জন্য শক্তিশালী ও সম্প্রসারিত করার কথা বলা হয়েছে?
(ক) জাতীয় শিক্ষানীতি, 1986
(খ) জাতীয় শিক্ষানীতি, 1992
(গ) জাতীয় শিক্ষানীতি, 2020
(ঘ) জাতীয় শিক্ষানীতি, 1968
Answers : (গ) জাতীয় শিক্ষানীতি, 2020
“সাধারণ শিক্ষায় ছেলেমেয়েদের পাঠক্রমে কোনোরকম পার্থক্য রাখা যাবে না।”-এই বক্তব্য রাখা হয়েছে-
(ক) জাতীয় শিক্ষানীতি, 1986-তে
(খ) কোঠারি কমিশনে
(গ) মুদালিয়র কমিশনে
(ঘ) জাতীয় শিক্ষানীতি, 1968-তে
Answers : (ক) জাতীয় শিক্ষানীতি, 1986-তে
জাতীয় নারীশিক্ষা পরিষদে কতজন সদস্য ছিলেন?
(ক) 26 জন
(খ) 25 জন
(গ) 28 জন
(ঘ) 30 জন
Answers : (গ) 28 জন
তৎকালীন সময়ে মাদ্রাজের মুখ্যমন্ত্রী হয়েও যিনি নারীশিক্ষায় বিশেষ অবদান রেখেছিলেন, তিনি হলেন-
(ক) শ্রীভক্তবৎসলম্
(খ) দুর্গাবাঈ দেশমুখ
(গ) শ্রীমতী হংস মেহতা
(ঘ) ইউ এন ধেবর
Answers : (ক) শ্রীভক্তবৎসলম্
ভক্তবৎসলম্ কমিটির সুপারিশ অনুযায়ী, যেসব গ্রামাঞ্চলে 300 জন বা তার থেকে কম জনবসতি সেখানে কত কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে?
(ক) 3 কিমি
(খ) 1 কিমি
(গ) 5 কিমি
(ঘ) 10 কিমি
Answers : (খ) 1 কিমি
ভক্তবৎসলম্ কমিটির সুপারিশ অনুযায়ী, 1500 জন বসতিপূর্ণ এলাকায় 5 কিমি ব্যাসার্ধের মধ্যে কোন্ ধরনের বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে?
(ক) প্রাক্-প্রাথমিক বিদ্যালয়
(খ) প্রাথমিক বিদ্যালয়
(গ) উচ্চমাধ্যমিক বিদ্যালয়
(ঘ) মাধ্যমিক বিদ্যালয়
Answers : (ঘ) মাধ্যমিক বিদ্যালয়
নারীশিক্ষার উন্নতিকল্পে ভক্তবৎসলম্ কমিটি School Inspector বা স্কুল পরিদর্শক নিয়োগ করতে বলেছেন-
(ক) অপচয় রোধ করতে
(খ) অনুন্নয়ন রোধ করতে
(গ) a ও b উভয়ই ঠিক
(ঘ) সকল শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করতে
Answers : (গ) a ও b উভয়ই ঠিক
বিদ্যালয়ে অপচয় ও অনুত্তীর্ণতা দূর করার জন্য ভক্তবৎসলম্ কমিটি সুপারিশ করে-
(ক) স্কুল পরিদর্শক নিয়োগ
(খ) রাজ্য আধিকারিক নিয়োগ
(গ) বিদ্যালয় প্রশাসন গঠন
(ঘ) কোনোটিই নয়
Answers : (ক) স্কুল পরিদর্শক নিয়োগ
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরে যৌন শিক্ষার (Sex Education) ব্যবস্থা করার কথা বলা হয়েছে-
(ক) দুর্গাবাঈ দেশমুখ কমিটিতে
(খ) হংস মেহতা কমিটিতে
(গ) ভক্তবৎসলম্ কমিটিতে
(ঘ) কোনোটিই নয়
Answers : (খ) হংস মেহতা কমিটিতে
‘Women and Development’- বিষয়টি গৃহীত হয়-
(ক) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(খ) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(গ) সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(ঘ) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
Answers : (ক) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
শিক্ষাক্ষেত্রে EBB-এর পুরো নাম হল-
(ক) Electronic Bulletin Board
(খ) Educationally Backward Blocks
(গ) Electronic Blue Book
(ঘ) Empty Bit Bucket
Answers : (খ) Educationally Backward Blocks
KGBV-এর পুরো নাম হল-
(ক) Kasturba Gandhi Balika Vidyalaya
(খ) Kalyani Gandhi Balika Vidyalaya
(গ) Kasturba Gandhi Boys Vidyalaya
(ঘ) Kasturba Gandhi Boys Vidyamandir
Answers : (ক) Kasturba Gandhi Balika Vidyalaya
মেয়েদের শিক্ষার জন্য ‘Girl Child Incentive Scheme’-চালু করার কথা বলা হয়েছে-
(ক) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(খ) নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(গ) একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(ঘ) দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
Answers : (গ) একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
NPEGEL-এর পুরো নাম কী?
(ক) Nation Programme for the Eligible of Girls at the Education Level
(খ) National Preliminary for the Education of Girls at the Elementary level
(গ) National Programme for the Education of Graduate at the Eligible level
(ঘ) National Programme for Education of Girls at the Elementary Level
Answers : (ঘ) National Programme for Education of Girls at the Elementary Level
নারীশিক্ষার উন্নতির জন্য সরকারি প্রকল্প হল-
(ক) Balika Samridhi Yojana
(খ) Short Stay Homes for Women & Girls
(গ) a ও b উভয়ই ঠিক
(ঘ) কোনোটিই নয়
Answers : (গ) a ও b উভয়ই ঠিক
ভারতে প্রথম মহিলা শিক্ষিকা হলেন-
(ক) সাবিত্রীবাই ফুলে
(খ) পণ্ডিতা রমাবাঈ সরস্বতী
(গ) তারাবাই শিন্দে
(ঘ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
Answers : (ক) সাবিত্রীবাই ফুলে
স্বাধীনতার পরবর্তী সময়ে নারীশিক্ষার সমস্যার ক্ষেত্রে কোন্ বিকল্পটি সঠিক নয়?
(ক) শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব
(খ) আর্থিক স্বচ্ছলতা
(গ) আর্থিক সমস্যা
(ঘ) সামাজিক বাধা
Answers : (খ) আর্থিক স্বচ্ছলতা
‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কবে থেকে চালু হয়েছে?
(ক) 2016 সাল
(খ) 2017 সাল
(গ) 2015 সাল
(ঘ) 2010 সাল
Answers : (গ) 2015 সাল
ভারতীয় সংবিধানে Scheduled Caste কথাটি ব্যবহৃত হয়েছে-
(ক) 320 নং অনুচ্ছেদে
(খ) 325 নং অনুচ্ছেদে
(গ) 331 নং অনুচ্ছেদে
(ঘ) 341 নং অনুচ্ছেদে
Answers : (ঘ) 341 নং অনুচ্ছেদে
সংবিধানের 46 নং ধারায় সরকার কর্তৃক শিক্ষা ও আর্থিক উন্নতির যাবতীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে-
(ক) সাধারণ হিন্দুদের জন্য
(খ) মুসলিম সম্প্রদায়ের জন্য
(গ) তপশিলিদের জন্য
(ঘ) বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের জন্য
Answers : (গ) তপশিলিদের জন্য
তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার জন্য যার নেতৃত্বে কমিটি গঠিত হয়-
(ক) শ্রীমতী দুর্গাবাঈ দেশমুখ
(খ) ড. সর্বপল্লী রাধাকৃয়ন
(গ) এস মাহেশ্বরী
(ঘ) ইউ এন ধেবর
Answers : (ঘ) ইউ এন ধেবর
সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে-
(ক) 22 নং ধারায়
(খ) 63 নং ধারায়
(গ) 29 নং ধারায়
(ঘ) 42 নং ধারায়
Answers : (গ) 29 নং ধারায়
সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের কথা বলা হয়েছে-
(ক) 10(2) নং ধারায়
(খ) 16(4) নং ধারায়
(গ) 19 (3) নং ধারায়
(ঘ) 32(3) নং ধারায়
Answers : (খ) 16(4) নং ধারায়
‘Exterior Caste’-কে বলা হয়-
(ক) SC
(খ) ST
(গ) OBC
(ঘ) General Caste
Answers : (ক) SC
সংবিধানের কত নং ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না?
(ক) 12 নং ধারা
(খ) 15 নং ধারা
(গ) 18 নং ধারা
(ঘ) 22 নং ধারা
Answers : (খ) 15 নং ধারা
EWS সংরক্ষণের জন্য কীভাবে আবেদনকারীর আয় যাচাই হয়?
(ক) ব্যাংক Statement দ্বারা
(খ) আয়ের শংসাপত্র দ্বারা
(গ) কর নথি দ্বারা
(ঘ) স্থানীয় লোকের দ্বারা
Answers : (খ) আয়ের শংসাপত্র দ্বারা
১৯২২ সালের রিপোর্ট অনুসারে, ভারতের সাধারণ শ্রেণির মানুষদের মধ্যে কত শতাংশ অর্থনৈতিকভাবে দুর্বল?
(ক) ১৮.২%
(খ) ১৫.৫২%
(গ) ১০%
(ঘ) ১৪%
Answers : (ক) ১৮.২%
তপশিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করার কথা বলা হয়েছে সংবিধানের-
(ক) 46 নং ধারায়
(খ) 15 নং ধারায়
(গ) 30(1) নং ধারায়
(ঘ) 28 নং ধারায়
Answers : (ক) 46 নং ধারায়
‘সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাগ্রহণ করতে পারবে।’-এ কথা বলা হয়েছে-
(ক) 16 নং ধারায়
(খ) 351 নং ধারায়
(গ) 350(ক) নং ধারায়
(ঘ) 46 নং ধারায়
Answers : (গ) 350(ক) নং ধারায়
সংবিধানের কত তম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তপশিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে?
(ক) 48 তম
(খ) 61 তম
(গ) 58 তম
(ঘ) 62 তম
Answers : (ঘ) 62 তম
ভারতীয় সংবিধানের যে ধারায় তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার বিষয়ে বলা হয়েছে, তা হল-
(ক) 15 নং ধারা
(খ) 45 নং ধারা
(গ) 46 নং ধারা
(ঘ) a ও c উভয়ই ঠিক
Answers : (ঘ) a ও c উভয়ই ঠিক
সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণিগুলির জন্য শতকরা ২৭ ভাগ পদ সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেন, তৎকালীন প্রধানমন্ত্রী-
(ক) রাজীব গান্ধি
(খ) বিশ্বনাথ প্রতাপ সিং
(গ) বি আর আম্বেদকর
(ঘ) ইন্দিরা গান্ধি
Answers : (খ) বিশ্বনাথ প্রতাপ সিং
ভারতীয় সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল বিষয়ক আলোচনা করা হয়েছে?
(ক) ৩৪২ নং
(খ) ৩৩২ নং
(গ) ৩৩০ নং
(ঘ) ২৪৪ নং
Answers : (ঘ) ২৪৪ নং
অনুন্নত শ্রেণিকে ক-টি ভাগে ভাগ করা হয়েছে?
(ক) ২ টি
(খ) ৫ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
Answers : (গ) ৩ টি
তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আশ্রমিক সুপারিশ করেছিল-বিদ্যালয় স্থাপনের
(ক) দুর্গাবাঈ দেশমুখ
(খ) হংস মেহতা
(গ) ইউ এন ধেবর
(ঘ) ডি এস কোঠারি
Answers : (গ) ইউ এন ধেবর
তপশিলি উপজাতিভুক্ত কারা- সে সম্পর্কে বলা হয়েছে সংবিধানের-
(ক) ৩৫০ (১) নং ধারায়
(খ) ৩৪০ নং ধারায়
(গ) ৩৬৬ (২৪) নং ধারায়
(ঘ) ৩৬৬ (২৫) নং ধারায়
Answers : (ঘ) ৩৬৬ (২৫) নং ধারায়
ভারতীয় সংবিধানের কত নং ধারায় অসম বিধানসভায় বোরোল্যান্ড থেকে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য প্রতিনিধিত্ব সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়?
(ক) ৩৩৫ নং
(খ) ৩৩২ নং
(গ) ৩০ নং
(ঘ) ২৪৪ নং
Answers : (খ) ৩৩২ নং
‘তপশিলি জাতি’ বলতে কী বোঝায়, সে সম্পর্কে বলা হয়েছে সংবিধানের-
(ক) ৩৬৬ (২৪) নং ধারায়
(খ) ৩৬৬ (২৫) নং ধারায়
(গ) ২৫০ (১) নং ধারায়
(ঘ) ৩৫০ (২) নং ধারায়
Answers : (ক) ৩৬৬ (২৪) নং ধারায়