class-eleven-second-semester-bengali-practice-set-1

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা অনুশীলন প্রশ্ন ১

এখানে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা অনুশীলন প্রশ্ন ১ প্রদান করা হলো। এই প্রশ্নপত্রটি শিক্ষার্থীদের অন্তর্বর্তী মুল্যায়নের জন্য সহায়ক ভূমিকা গ্রহণ করবে। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের ছুটি গল্প, নুন কবিতা, সাহিত্যের ইতিহাসে – বাংলা গদ্য সাহিত্য ও কাব্য-কবিতা থেকে এখানে প্রশ্ন প্রদান করা হয়েছে। এই প্রশ্নগুলির অনুশীলনের দিয়ে শিক্ষার্থীরা তাদের বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা অনুশীলন প্রশ্ন ১ : 

 

শ্রেণিঃ একাদশ  বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৩০  সময়ঃ ১ ঘন্টা ১৫ মিনিট 

বিষয় এককঃ ছুটি, নুন, গদ্য সাহিত্য ও কাব্য-কবিতার ইতিহাস 

ক) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

১) “দেওয়ালের মধ্যে আটকা পরিয়া কেবলই তাহার সেই গ্রামের  কথা মনে পড়িত”- কার, কেন তার গ্রামের কথা মনে পড়তো? ২+৩=৫ 

২) “সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে, পৃথিবীর কোথাও সে খাপ খাইতেছে না”- এখানে সে বলতে কার  কথা বলা হয়েছে? সে কোথাও কেন ঠিক খাপ খাচ্ছিল না? ১+৪=৫  

৩) ছুটি গল্প অবলম্বনে ফটিক চরিত্রটি আলোচনা করো। ৫

 

খ) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

১) “আমরা তো অল্পে খুশি”-কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছেন? “অল্পে খুশি” হবার তাৎপর্য কী?  ১+২=৩ 

২) “বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা”- এই গোলাপচারা কিনে আনার মধ্যে কোন সত্য প্রকাশিত হয়? যে জীবনের কথা কবি এখানে বর্ণনা করেছেন তার বিস্তারিত পরিচয় দাও। ২+৩ 

৩) নুন কবিতা অবলম্বনে কবির জীবনভাবনা আলোচনা করো। ৫  

 

গ) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

১) বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫ 

২) বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। ৫ 

৩) বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। ৫ 

৪) বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ গোষ্ঠীর লেখকদের অবদান আলোচনা করো। ৫  

LINK TO VIEW PDF (Only for Subscribers)

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা অনুশীলন প্রশ্ন ১

একাদশ শ্রেণির প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class eleven second semester bengali suggestion

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top