loukik-sahitto-question-answers-class-11-second-semester-bengali

লৌকিক সাহিত্য । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে লৌকিক সাহিত্য । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

লৌকিক সাহিত্য । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার : 

১) ছড়া কাকে বলে? এর শ্রেণিবিভাগগুলি আলোচনা করো। ৫ 
ছড়াঃ 
‘ছড়া’ শব্দটি এসেছে সংস্কৃত ‘ছটা’ শব্দ থেকে। কথ্যভাষায় রচিত, লোকমুখে প্রচারিত ও সাধারণত অন্ত্যমিলযুক্ত ছোট আকারের পদ্যকে ছড়া বলা হয়। লোকজীবনের সাথে সম্পৃত্ত হয়ে ছড়া সাহিত্যিক সম্পদে পরিণত হয়েছে। 
ছড়ার শ্রেণিবিভাগঃ 
বিষয়গত দিক থেকে ছড়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। যথা- 
ক) শিশুপ্রধান ছড়া 
           ও
খ) মেয়েলি ছড়া 
এখন ক্রমান্বয়ে তাদের সম্পর্কে আলোচনা করা হলো- 
ক) শিশুপ্রধান ছড়াঃ 
শিশুদের মনোরঞ্জনের জন্য যে ছড়াগুলি রচনা করা হয় তাদের শিশুপ্রধান ছড়া বলা হয়। শিশুপ্রধান ছড়াগুলির মধ্যে অন্যতম হল- 
১) ঘুমপাড়ানি ছড়াঃ 
শিশুদের ঘুম পাড়ানোর জন্য শৈশবের কল্পনাজগতকে অবলম্বন করে যে ছড়াগুলি রচিত হয় তাদের ঘুমপাড়ানি ছড়া বলে। সহজ-সরলতা এই ছড়াগুলির প্রধানতম বৈশিষ্ট্য। যেমন- 
“ঘুম পাড়ানি মাসিপিসি
মোদের বাড়ি এসো”
২) ছেলেভুলানো ছড়াঃ 
শিশুদের কাজের মধ্যে ভুলিয়ে রাখার উদ্দেশ্য নিয়ে যে ছড়াগুলি রচিত হয়, তাদের ছেলেভুলানো ছড়া বলা হয়। যেমন- 
“সোনা সোনা ডাক ছাড়ি
সোনা নেইকো বাড়ি”
৩) খেলা ছড়াঃ 
খেলার ছলে শিশুদের মুখে উচ্চারিত ছড়াগুলি এই পর্যায়ের অন্তর্গত। শিশুমনের আনন্দ এই ছড়াগুলির মধ্য দিয়ে সুপ্রকাশিত হয়। যেমন- 
“আড়ি আড়ি আড়ি
কাল যাব বাড়ি”
খ) মেয়েলি ছড়াঃ 
নারী মনের অনুভূতি, মনস্তাত্ত্বিকতা, আচার-আচরণ যে সকল ছড়ার মধ্য দিয়ে প্রকাশিত হয় তাদের মেয়েলি ছড়া বলে। যেমন- 
“এলাডিং বেলাডিং সইলো,
একটি খবর আইলো।”
এইরূপে বিবিধ ছড়ার মধ্য দিয়ে লোকসাহিত্যের ধারা আজও প্রবহমান।

LINK TO VIEW PDF (Only for Subscribers)

লৌকিক সাহিত্য

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

২) ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষত্যগুলি আলোচনা করো। ২+৩=৫ 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৩) প্রবাদ ও প্রবচন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। ২+৩=৫

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সকল নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?