মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র (SET 3) । Madhyamik Geography Question Paper (SET 3)
দশম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র (SET 3) । Madhyamik Geography Question Paper (SET 3) প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির ভূগোল প্রশ্নপত্র বা Class Ten Geography Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের দশম শ্রেণির ভূগোল (Class Ten Geography) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র (SET 3) :
শ্রেণিঃ দশম বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ৯০ সময়ঃ ৩ ঘন্টা ১৫ মিনিট
বিভাগ – ‘ক’
১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১*১৪=১৪
১.১) বায়ুর অপসারণ প্রকৃয়ায় সৃষ্ট গর্তকে বলে – ক) বার্খান খ) ব্লো আউট গ) মন্থকূপ ঘ) জ্যুগেন
১.২) ভূমির সমতলীকরণ যে প্রকৃয়ায় ঘটে – আরোহণ খ) অবরোহণ গ) আবহবিকার ঘ) পর্যায়ন
১.৩) বায়ুমন্ডলের যে স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় – ক) টোপোস্ফিয়ার খ) মেসোস্ফিয়ার গ) স্ট্র্যাটোস্ফিয়ার ঘ) থার্মোস্ফিয়ার
১.৪) দক্ষিণ গোলার্ধের একটি উষ্ণ মরুভূমি – ক) সোনেরান খ) সাহারা গ) কালাহারি ঘ) থর
১.৫) নির্মল বাংলা অভিযান যার দ্বারা পরিচালিত হয় – ক) কেন্দ্রীয় সরকার খ) রাজ্য সরকার গ) ইউনেস্কো ঘ) সার্ফ
১.৬) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দুরত্বের অবস্থানকে বলে – ক) পেরিজি খ) সিজিগি গ) অ্যাপোজি ঘ) পূর্ণিমা
১.৭) নিম্নলিখিত বর্জ্যপদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য – ক) প্লাস্টিক বর্জ্য খ) কৃত্রিম রবার বর্জ্য গ) অ্যালুমিনিয়াম পাত ঘ) সবকটিই প্রযোজ্য
১.৮) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হল – ক) ভাকরা নাঙ্গাল খ) হীরাকুঁদ গ) সর্দার সরোবর ঘ) দামোদর ভ্যালি কর্পোরেশন
১.৯) শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে-সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে – ক) খাদার খ) ভাঙ্গর গ) ভাবর ঘ) বেট
১.১০) ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল – ক) প্যাংগং হ্রদ খ) ভীমতাল গ) ডাল হ্রদ ঘ) লেকটাক হ্রদ
১.১১) ভারতের সড়কপথের দৈর্ঘ্য কত তম স্থানে আছে? – ক) প্রথম খ) দ্বিতীয় গ) চতুর্থ ঘ) পঞ্চম
১.১২) ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল – ক) কূপ ও নলকূপ খ) খাল গ) ফোয়ারা ঘ) লাল মাটি
১.১৩) ভারতের জনবহুল রাজ্য – ক) বিহার খ) পশ্চিমবঙ্গ গ) উত্তরপ্রদেশ ঘ) মহারাষ্ট্র
১.১৪) ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল – ক) IRS খ) LANDSAT গ) SPOT ঘ) Station
বিভাগ — খ
২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) : ১*৬=৬
২.১.১) সাহারার শিলাময় মরুভূমিকে আর্গ বলে।
২.১.২) ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ অবস্থান করে।
২.১.৩) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।
২.১.৪) ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয়।
২.১.৫) পৃথিবীর বৃহত্তম ম্যনগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন।
২.১.৬) পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ আখ্যা দেয়া হয়।
২.১.৭) উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক।
২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে-কোনো ছ-টির উত্তর দাও): ১*৬=৬
২.২.১) নীল নদের ব-দ্বীপ _____________ আকৃতি।
২.২.২) নিরক্ষীয় অঞ্চলে ____________ ধরণের বৃষ্টিপাত সংঘটিত হয়।
২.২.৩) শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমন্ডলে ___________ গ্যাস নির্গত হয়।
২.২.৪) রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে ______________ বলে।
২.২.৫) কারখানার গ্যাসীয় বর্জ্য পরিশ্রুত করা হয় ___________ যন্ত্রের মাধ্যমে।
২.২.৬) রেটুন পদ্ধতি __________ চাষের সাথে যুক্ত।
২.২.৭) উপগ্রহ চিত্রে বনভূমির রঙ হয় ___________ ।
২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছ-টি) : ১*৬=৬
২.৩.১) পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কী বলে?
২.৩.২) মহাকর্ষ শক্তির বিপরীতে ক্রিয়াশীল জোয়ারকে কী বলে?
২.৩.৩) শরৎকালে আমাদের রাজ্যে যে ঝড় হয় তার নাম কী?
২.৩.৪) পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কী?
২.৩.৫) সার্ভে অব ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
২.৩.৬) ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলে?
২.৩.৭) ভারতের কোন রাজ্য জোয়ার উৎপাদনে প্রথম স্থানের অধিকারী?
২.৩.৮) ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়?
২.৪) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১*৪=৪
| বাম দিক | ডান দিক |
| ২.৪.১) তাল | (১) কফি গবেষণা কেন্দ্র |
| ২.৪.২) ঝুমচাষ | (২) ডিজেল রেলইঞ্জিন |
| ২.৪.৩) বারাণসী | (৩) পশ্চিম হিমালয়ের হ্রদ |
| ২.৪.৪) চিকমাগালুর | (৪) মৃত্তিকা ক্ষয় |
বিভাগ – গ
৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ২*৬=১২
৩.১) ষষ্ঠঘাতের সূত্র কী? অথবা, ওয়েসিস বলতে কী বোঝ?
৩.২) বৈপরীত্য উষ্ণতা কাকে বলে ? অথবা, মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয়?
৩.৩) ‘4R’ বলতে কী বোঝো? অথবা, ভরাটকরণ কাকে বলে?
৩.৪) শস্যাবর্তন বলতে কী বোঝো? অথবা, কাম্য জনসংখ্যা বলতে কী বোঝ?
৩.৫) দুন বলতে কী বোঝ? অথবা, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ?
৩.৬) উপগ্রহ চিত্র বলতে কী বোঝো ? অথবা, মিলিয়ন শীট বলতে কী বোঝ?
বিভাগ – ঘ
৪) সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : ৩*৪=১২
৪.১) বদ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্তগুলি আলোচনা করো। অথবা, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো।
৪.২) প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো? অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো।
৪.৩) ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব আলোচনা করো। অথবা, ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী কী?
৪.৪)ক্ষুদ্রস্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের পার্থক্যগুলি লেখো।? অথবা, উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো।
বিভাগ – ঙ
৫.১) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৫.১.১) উচ্চ গতিতে নদীসৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
৫.১.২) বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো।
৫.১.৩) বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করো এবং যেকোনো এক প্রকারের বিবরণ দাও।
৫.১.৪) সমুদ্রস্রোতের প্রভাব বর্ণনা করো।
৫.২) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৫.২.১) ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সম্ভূমির তুলনামূলক আলোচনা করো।
৫.২.২) ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও।
৫.২.৩) পশ্চিম ভারতের কার্পাস শিল্পের কেন্দ্রিভবনের কারণ আলোচনা করো।
৫.২.৪) ভারতে শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো।
বিভাগ – ‘চ’
৬) প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাওঃ ১*১০=১০
৬.১) আরাবল্লী পর্বত ৬.২) নর্মদা নদী ৬.৩) একটি কফি উৎপাদক অঞ্চল ৬.৪) একটি মরু মৃত্তিকা অঞ্চল ৬.৫) বিশাখাপত্তনম বন্দর ৬.৬) লোকটাক্ হ্রদ ৬.৭) ভারতের ম্যানচেস্টার ৬.৮) মুম্বাই ৬.৯) মালাবার উপকূল ৬.১০) শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল।
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
দশম শ্রেণির বাংলা সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে




















