class-six-second-unit-test-bengali-question

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Class Six Second Unit Test Bengali Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৫০ নম্বরের এই বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন : 

 

দ্বিতীয় ইউনিট টেস্ট 

শ্রেণিঃ ষষ্ঠ  বিষয়ঃ বাংলা 

পূর্ণমান- ৫0    সময়ঃ ১ ঘন্টা ৪৫ মিনিট 

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ৫*১=৫ 

১) চিঠি কবিতার রচয়িতা হলেন – (রবীন্দ্রনাথ / জসীমউদ্দিন / গোপালচন্দ্র) ।  

২) সঠিক বানান কোনটি – (মুহুর্ত / মূহুর্ত / মুহূর্ত) । 

৩) যার ডাকে রাত্রি নেমে আসে – (শাখের / কাকের / বকের) । 

৪) সাধারণত মাটি থেকে (ছ’ফুট / চারফুট / আটফুট) পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। 

৫) ধান শব্দটি এসেছে যে শব্দ থেকে – (ধান্য / ধন্য / ধনী)। 

 

খ) একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোনো ১০টি) ১০*১=১০  

১) হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? 

২) মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? 

৪) আমগাছে কেন ঠেকা দিতে হয়েছিল?

৫) সুন্দরবনে বাঘ কী নামে পরিচিত? 

৬) বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? 

৭) ‘অগ্রহায়ণ’ বলতে কী বোঝো?

৮) কার ডাকে রাত্রি নেমে আসে?

৯) চিত্রগ্রীব গল্পের ছবি কে এঁকেছেন? 

১০) পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কী করলো?

১১) ছোট্ট বাঘ তার খিদে মেতানোর জন্য প্রথমে কী ধরতে গিয়েছিল?

১২) বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? 

 

গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৪টি) ৪*৩=১২  

১) ‘ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা’- বাঘছানার এমন মনে হয়েছিল কেন? অথবা, প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে?  

২) ‘মাটি সবারই’- পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুঁটে উঠেছে? অথবা, ‘দু-দিনের ঘর’ বলতে কী বোঝো?

৩) বাস-ডীপোয় অপেক্ষামান যাত্রীদের ছবি কীভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? অথবা, আমগাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল?  

৪) ‘বে-ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো’- ‘বে-ড্রাইভার গাড়ি’ চলার প্রকৃত কারণটি কীভাবে গল্পে উন্মোচিত হলো? 

৫) বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? 

৬) ‘মাটি সবারই’- পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? 

৭) ‘আমি হাঁ করে তাকিয়ে থাকলাম’- লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন?  

 

ঘ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৩টি) ৩*১=৩   

১) কে চেঁচিয়ে বলেছিল ‘মানহানির মোকদ্দমা’? 

২) কার নাম বিস্কুট ?  

৩) গেছো দাদা কে? 

৪) কথকের অনুসারে তার নিজের বয়স কত ?

 

ঙ) সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ (যে কোনো ৩টি) ৩*২=৬   

১) কাক্কেশ্বর কুচকুচে কোথায় থাকে‌ ? তার পরিচয় কী ?

২) ‘বিজ্ঞাপন পেয়েছ ? হ্যান্ডবিল ?’ — বিজ্ঞাপনটি কার ? বিজ্ঞাপনের বিষয়বস্তু কী ছিল ?

৩) ‘বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই’ – বক্তা কে ? তাদের বয়স ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটি লেখো।

৪) ‘একটা কথাও বিশ্বাস করি না’ – বক্তা কে ? সে কোন কথা বিশ্বাস করে না ?

৫) ‘শ্ৰী ব্যাকরণ সিং, বি.এ. খাদ্যবিশারদ।’ – ‘হ য ব র ল’ -তে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে ? এই নামকরণের ব্যাখ্যা দাও।

 

চ) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২*২=৪    

১) বিভক্তি কাকে বলে? বিভক্তি কত প্রকার ও কী কী? উদাহরণ দাও।  

২) অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। 

৩) উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। 

 

ছ) প্রবন্ধ রচনা করোঃ (যে কোনো একটি) ১*১০=১০   

১) বাংলার ঋতুবৈচিত্র 

২) বাংলার উৎসব 

৩) দৈনন্দিন জীবনে বিজ্ঞান  

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণির বাংলা সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top