একাদশ শ্রেণির বাংলা সমগ্র সিলেবাস থেকে MCQ MOCK TEST 1 । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির বাংলা সমগ্র সিলেবাস থেকে MCQ MOCK TEST 1 প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই একাদশ শ্রেণির বাংলা সমগ্র সিলেবাস MCQ প্রশ্নের উত্তর –গুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত MCQ নোট আমাদের ওয়েবসাইটের ক্লাস নোট বিভাগে ইতিপূর্বেই প্রদান করা হয়েছে।
একাদশ শ্রেণির বাংলা সমগ্র সিলেবাস থেকে MCQ MOCK TEST 1 :
একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষায় ৪০টি MCQ ধর্মী প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের উত্তর করতে হবে। শিক্ষার্থীদের সেই পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে নিম্নে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার সমগ্র সিলেবাস থেকে ৪০টি MCQ প্রশ্নের একটি MOCK TEST প্রদান করা হলো। শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির জন্য এই পরীক্ষাটি একাধিকবার প্রদান করতে পারবে।
এই পরীক্ষায় নতুন সিলেবাসের প্রশ্ন-কাঠামো অনুসারে প্রতিটি বিভাগ থেকে প্রশ্ন প্রদান করা হয়েছে। নিম্নে প্রশ্ন কাঠামোটিও প্রদান করা হলো-
১) গল্প -> ৮*১=৮
২) প্রবন্ধ -> ৫*১=৫
৩) কবিতা -> ৭*১=৭
৪) আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প -> ৫*১=৫
৫) ভাষা -> ১০*১=১০
৬) বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস -> ৫*১=৫