somochharito-vinnarthok-sobdo

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ । ষষ্ঠ শ্রেণির বাংলা 

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখানে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ । ষষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই আলোচনাগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের ষষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ চর্চা করতে পারবে। 

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ প্রশ্ন উত্তর : 

 

নিম্নে কিছু উদাহরণ দিয়ে বাক্যরচনা প্রদান করা হলোঃ

গিরিশ (মহাদেব)— শ্রাবণ মাসে গিরিশ দেবের পূজা করা হয়। 

গিরীশ (হিমালয়)— মা মেনকা স্বামী গিরিশের কাছে উমাকে আর পতিগৃহে না পাঠানোর কাতর আবেদন করেন। 

 

শব (মৃতদেহ)— পৌরসভার শববাহী গাড়ি মানুষের অন্তিম যাত্রায় সঙ্গী হয়। 

সব (সমস্ত)— খুব অল্প রানেই ভারতের সব খেলোয়ার আউট হয়ে গেলো। 

 

শর (বাণ)— অর্জুন শর দিয়ে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে অর্জন করেন। 

স্বর (কণ্ঠধ্বনি)— অরিজিতের গলার স্বর বড়োই মধুর। 

 

বাণ (তির/শর)— শিকারি পাখিটিকে বাণ দিয়ে আহত করল। 

বান (বন্যা)— দামোদর নদে আগে প্রায়শই বান হতো। 

 

নীর (জল)— নীরকে জীবনের সাথে তুলনা করা হয়। 

নীড় (পাখির বাসা)— নীড় ছোট হলেও আকাশ তো বড়ো। 

 

উপাদান (উপকরণ)— ভাত করতে কি কি উপাদান প্রয়োজন তা আমি জানি। 

উপাধান (বালিশ)— শক্ত উপাধান ঘাড়ে ব্যাথার সৃষ্টি করে। 

 

মতি (মনের ইচ্ছা)— সুশান্তর এতোদিনে গৃহকর্মে মতি ফিরেছে। 

মোতি (মুক্তা)— হীরা-মোতির থেকেও তুমি অনেক বেশি দামি। 

 

শশাঙ্ক (চন্দ্র)— পূর্ণিমার শশাঙ্কের সৌন্দর্য অপরূপ। 

সশঙ্ক (ভয়ার্ত)— মায়ের মুখ গম্ভীর দেখে অপু সশঙ্ক চিত্তে ঘরে প্রবেশ করলো। 

 

স্তবক (গুচ্ছ)— বরেণ্য অতিথিদের পুষ্পস্তবকে বরণ করা হলো। 

স্তাবক (তোষামোদকারী)— নেতাদের স্তাবকবৃন্দ অহেতুক বন্দনা করে থাকেন। 

 

সাক্ষর (অক্ষরজ্ঞান সম্পন্ন)— দেশের প্রতিটি নাগরিককে সাক্ষর করা উচিৎ। 

স্বাক্ষর (দস্তখত)— এখনো অনেক শিক্ষার্থী স্বাক্ষর পর্যন্ত করে শেখে নি। 

 

পরিচ্ছদ (পোশাক)— পুজায় নতুন পরিচ্ছদ পড়তে চাওয়া ধনি-দরিদ্র সকলের ইচ্ছা। 

পরিচ্ছেদ (বইয়ের অধ্যায়)— আমি উপন্যাসের প্রথম পরিচ্ছেদটা পড়ে শেষ করেছি। 

 

চুড়ি (হাতের গয়না)— শ্রাবণ মাসে মেয়েরা হাতে সবুজ রঙের চুড়ি পড়ে। 

চুরি (অপহরণ)— চুরির দায়ে পুলিশ রমেনকে গ্রেফতার করেছে। 

 

দ্বৈত (দু-রকমের)— বাংলায় কিছুকাল দ্বৈত শাসনব্যবস্থা চলেছিল। 

দৈত্য (দানব)— দৈত্যকে পরাজিত করে পুনরায় দেবলোকে শান্তি ফিরলো। 

 

দীপ্ত (আলোকিত)— দিপাবলীতে চতুর্দিক দীপ্ত হয়ে উঠেছে। 

দৃপ্ত (তেজি)— নেতাজির দৃপ্ত কঠে ‘দিল্লী চলো’ ডাকে সকলে উদবুদ্ধ হয়ে ওঠে। 

 

যজ্ঞ (দেবতার উদ্দেশ্যে নিবেদিত পূজা অনুষ্ঠান)— অশ্বমেধ যজ্ঞের শেষে ঘোড়াটিকে ছেড়ে দেওয়া হলো। 

যোগ্য (উপযুক্ত)— বর্তমান সময়ে কে যোগ্য আর কে অযোগ্য তা বোঝা দায়! 

 

শান্ত (চুপচাপ)— মেয়েটি শান্তভাবে মায়ের কোলে বসে রয়েছে। 

সান্ত (যার শেষ আছে)— সান্ত জীবনে কতকিছুই করার আছে। 

 

ষড়যন্ত্র (গুপ্ত চক্রান্ত)— সিরাজদ্দৌলার সভাসদেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 

স্বরযন্ত্র (যে যন্ত্রের সাহায্যে আওয়াজ বের হয়)— মানুষ তার স্বরযন্ত্রের সাহায্যে কথা বলে থাকে। 

 

হাড় (অস্থি)— ফুটবল খেলতে গিয়ে রমেনের হাড় ভেঙে গিয়েছে। 

হার (পরাজয়)— ইংল্যান্ডের কাছে ভারত শেষ দিনে হার স্বীকার করতে বাধ্য হল। 

 

শিকার (মৃগয়া)— জমিদার মহাশয় তার দলবল নিয়ে শিকারে গেলেন। 

স্বীকার (মেনে নেওয়া)— ভুল স্বীকার করে নেওয়াই ভালো। 

 

গুড় (আখ, তাল, খেজুর ইত্যাদির রস থেকে তৈরি সুমিষ্ট খাদ্য)— গুড়ের পায়েস খেতে আমি খুব পছন্দ করি। 

গূঢ় (জটিল, গোপন)— চর্যাপদে বৈষ্ণব সহজিয়াদের গূঢ় তত্ত্ব লিখিত রয়েছে। 

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-six-bengali-question-answers

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top