একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন (প্রথম সেমিস্টার)
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের বাংলা বিষয়ে প্রস্তুতির লক্ষ্যে নিম্নে একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন (প্রথম সেমিস্টার) প্রদান করা হলো। শিক্ষার্থীদের সুবিধার্থে একাদশ শ্রেণির বাংলা প্রশ্নগুলির উত্তরও নিম্নে প্রদান করা হয়েছে।
একাদশ শ্রেণির বাংলা প্রশ্ন (প্রথম সেমিস্টার) :
শ্রেণিঃ একাদশ বিষয়ঃ বাংলা
বিষয় এককঃ পুঁইমাচা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্যের আদিযুগ, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার
পূর্ণমানঃ ২৫ সময়ঃ ৩০ মিনিট
১) মুখুজ্জে বাড়ির ছোট ছেলের নাম – ক) খেঁদি খ) দুর্গা গ) টুনু ঘ) রানু
২) ‘আপদ ঘাটে গিয়েছে’ – এখানে আপদ হল – ক) ক্ষেন্তি খ) সহায়হরি গ) অন্নপূর্ণা ঘ) ক্ষেন্তির শাশুড়ি
৩) ‘ঐ কোণটা ছিঁড়ে একটুখানি…’ এখানে বলা হয়েছে – ক) ক্ষেন্তির শীতের জামার কথা খ) আমসত্ত্বর কথা গ) পিঠের কথা ঘ) পুঁই শাকের কথা
৪) ‘যত ______ সব মরতে আসে আমার ঘাড়ে’ – ক) বোকা গাধা খ) বেশি চালাক গ) গাধা ঘ) পাথুরে বোকা
৫) ক্ষেন্তির বরের ব্যবসা – (i) সিলেট (ii) ইট (iii) চুন (iv) বালির
বিকল্পসমূহঃ
ক) (i), (ii) সঠিক এবং (iii), (iv) ভুল
খ) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
গ) (ii), (iii) সঠিক এবং (i), (iv) ভুল
ঘ) (i), (iv) সঠিক এবং (ii), (iii) ভুল
৬) সঠিক ঘটনাক্রম বেছে নাওঃ
(i) দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল
(ii) এসব কোথা থেকে আনলি?
(iii) একজনের হাত খালি
(iv) অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁইপাতা জড়ানো দ্রব্য
বিকল্পসমূহঃ
ক) (i), (ii), (iv), (iii)
খ) (iii), (iv), (i), (ii)
গ) (i), (ii), (iii), (iv)
ঘ) (ii), (iii), (iv), (i)
৭) সনেটের শেষ ৬ লাইনকে বলে – ক) অষ্টক খ) সমাপ্তি গ) বিশ্লেষক ঘ) ষটক
৮) ‘সেই জানে মনে’ কে জানে? – ক) মধুসূদন খ) বিদ্যাসাগর গ) তরুদল ঘ) হেমাদ্রি
৯) ‘বারি’ শব্দের অর্থ – ক) মেঘ খ) বৃষ্টি গ) জল ঘ) বিদ্যুৎ
১০) দাসরূপ ধারণ করে- ক) গিরিশৃঙ্গ খ) ফুল-কুল গ) অরণ্য-কানন ঘ) তরু-দল
১১) যে জন আশ্রয় লয় ________ চরণে – ক) সুবর্ণ খ) কমল গ) শুভ্র ঘ) পবিত্র
১২) _______ শীতল শ্বাসী ছায়া – ক) দিবসে খ) নিশিথে গ) অপরাহ্নে ঘ) প্রভাতে
১৩) স্তম্ভ মেলাওঃ
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | ||
(i) | গিরীশ | (a) | দাসী |
(ii) | সাগর | (b) | গৃহ |
(iii) | কিঙ্করী | (c) | পাথার |
(iv) | সদন | (d) | হিমালয় |
বিকল্পসমূহঃ
ক) (i)-b, (ii)-a, (iii)- d, (iv)- c
খ) (i)-c, (ii)-b, (iii)- a, (iv)- d
গ) (i)- a, (ii)- b, (iii)- c, (iv)- d
ঘ) (i)- d, (ii)- c, (iii)- a, (iv)- b
১৪) চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল- ক) ১৯০০ খ্রিঃ খ) ১৯০৫ খ্রিঃ গ) ১৯০৭ খ্রিঃ ঘ) ১৯১০ খ্রিঃ
১৫) চর্যাপদের পুঁথিতে সম্পূর্ণ গান আছে- ক) ৪০টি খ) ৪২টি গ) ৪৫টি ঘ) ৪৬টি
১৬) চর্যাপদের ভাষাকে বলা হয়- ক) সন্ধ্যাভাষা খ) অপভ্রংশ গ) ব্রজবুলি ঘ) প্রাকৃত
১৭) চর্যাপদের পদকর্তার সংখ্যা – ক) ২৩ জন খ) ২২ জন গ) ২১ জন ঘ) ২৪ জন
১৮) চর্যাপদের প্রধান কবি হলেন – ক) লুইপাদ খ) ভুসুকুপাদ গ) কাহ্নপাদ ঘ) সরহপাদ
১৯) ভাষাবিদ শুলৎস হলেন – ক) ভারতের অধিবাসী খ) জার্মানির অধিবাসী গ) ইংল্যান্ডের অধিবাসী ঘ) জাপানের অধিবাসী
২০) ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ যে ভাষায় রচিত – ক) গ্রিক খ) স্লাভিক গ) আর্মেনীয় ঘ) জার্মানিক
২১) ‘জেন্দ আবেস্তা’র লেখক হলেন – ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) আর্যভট্ট গ) জরথুস্ট্র ঘ) জীবনানন্দ দাস
২২) বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যে ভাষায় রচিত – ক) হিব্রু খ) ল্যাটিন গ) গ্রিক ঘ) ইতালীয়
২৩) ‘পিজিন’ দীর্গস্থায়ী হলে জন্ম নেয় – ক) বাস্ক খ) কিচুয়া গ) ক্রেওল ঘ) মাঞ্চু
২৪) ‘এসপারেন্তো’ ভাষার শব্দ সংখ্যা – ক) ১০০০ বেশি খ) ২০০০ বেশি গ) ৫০০০ বেশি ঘ) ৬০০০ বেশি
২৫) বর্তমানে ‘এসপারেন্তো’ ভাষায় কথা বলেন – ক) ২০ লক্ষ মানুষ খ) ১ লক্ষ মানুষ গ) ৪ লক্ষ মানুষ ঘ) ৩০ লক্ষ মানুষ
শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলি দিয়ে দেওয়া হলোঃ
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
এমনই আরো প্রশ্নের সেট সমাধান করতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS