মোরা দুই সহোদর ভাই কবিতার প্রশ্নের উত্তর । ষষ্ঠ শ্রেণি বাংলা

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোরা দুই সহোদর ভাই কবিতার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি  অনুশীলনের মধ্য দিয়ে তাদের পাঠ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।

মোরা দুই সহোদর ভাই কবিতার প্রশ্নের উত্তর । ষষ্ঠ শ্রেণি বাংলা

 

১) তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উঃ তাঁর লেখা দুটি কবিতার বই হল অগ্নিবীণা ও বিষের বাঁশি। 

২) ‘মোরা দুই সহোদর ভাই’ কবিতায় সহোদর কারা ?

উঃ মোরা দুই সহোদর ভাই কবিতায় হিন্দু ও মুসলমান হল সহোদর। 

৩) ‘আমাদের হীন দশা এই তাই’-আমাদের এই দীন-দশার কারণ কী ?

উঃ আমাদের এই হীন দশার কারণ-ঈশ্বরের সৃষ্টি নিয়ে আমরা মতভেদ করি, ঝগড়া করি, একে অপরে হানাহানি করি তাই। 

৪) ‘বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই’- ‘রঙের তফাত’ বলতে কবি কী বুঝিয়েছে ?

উঃ রঙের তফাত বলতে কবি বুঝিয়েছেন যে হিন্দু ও মুসলমান সকলেরই গায়ের রং হয়তো এক নয় কিন্তু ভিতরে অর্থাৎ সকলের রক্তের রং এক। 

৫) ‘এক বৃত্তে দুটি কুসুম এক ভারতে ঠাই।’- প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো।

উঃ কবি কাজী নজরুল ইসলাম হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য সাধনের জন্য এই উপমাটি ব্যবহার করেছেন। আমরা দেখি যে ফুলের গাছে একটি বৃত্তে দুটি ফুল ফুটে থাকতে, আবার এও দেখি যে ফুল দুটি হয়তো একইরকম নয় কিন্তু বৃত্ত একটাই- একই গাছ থেকে সৃষ্টি। তেমনি কবি বলতে চেয়েছেন যে হিন্দু মুসলমানকে আমরা আলাদা করে দেখি বটে কিন্তু আসলে তারা একই ঈশ্বরের দ্বারা সৃষ্ট অর্থাৎ সহোদর ভাই। অতএব এদের কোনো ভেদাভেদ নাই।  

৬) ‘সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে’- কার, কোন দানের কথা এখানে বলা হয়েছে ?

উঃ আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বররের দানের কথা বলা হয়েছে। ঈশ্বরের দানগুলি হল- সূর্য ও চন্দ্রের আলো, বৃষ্টির জল। আবার মহামারি, রোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগকেও ঈশ্বরের দান বলা হয়েছে। কারণ এগুলি প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে। 

৭) ‘চাঁদ-সূর্যের আলো কমবেশি কি পাই’- চাঁদ সূর্যের আলো কী ? কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। 

উঃ রাত্রিবেলায় চাঁদ আমাদের যে কিরণ দেয় এবং দিনের সূর্যের আলো অর্থাৎ রৌদ্রকে ‘চাঁদ-সূর্যের আলো’ বলা হয়েছে।  

কবি বলতে চেয়েছেন যে, হিন্দু ও মুসলমান একই ঈশ্বরের সৃষ্টি। এদের মধ্যে কোনো তফাত নেই, যদিও আমরা অনেকেই এ নিয়ে ভেদাভেদ করি। কবির মতে হিন্দু ও মুসলমান একই ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরের যাবতীয় দান, যেমন চাঁদের ও সূর্যের আলো, বর্ষার জল অর্থাৎ বৃষ্টি, বন্যা, নানারকম অসুখ-বিসুখ, মহামারি সবই আমরা একই ঈশ্বরের বিচার্য থেকে পেয়ে থাকি এবং সমানভাবে পেয়ে থাকি। আর সেই কারণেই আমরা হিন্দু-মুসলমান সহোদর ভাই।

৮) সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া নির্ণয়ঃ 

ক) মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি।

উঃ করে—অসমাপিকা ক্রিয়া, করি-সমাপিকা ক্রিয়া। 

খ) দুই জাতি ভাই সমান মরে মড়ক বলে দেবো।

উঃ করে—অসমাপিকা ক্রিয়া। 

৯) সন্ধিবিচ্ছেদঃ 

উঃ সহোদর = সহ + উদর

সৃষ্টি = সৃষ + তি 

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

মোরা দুই সহোদর ভাই কবিতার প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?