1. আটলান্টিক মহাসাগরের দুপাশের উপকূল বরাবর মহাদেশ গুলির একসাথে জোড়া লাগার ঘটনা কি নামে পরিচিত?
2. মহীসঞ্চরণ মতবাদে মহাদেশীয় ভূখণ্ড গুলি কোন মেরু থেকে যাত্রা শুরু করেছিল?
3. আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থিত ‘টেথিস’ হল প্রকৃতপক্ষে একটি-
4. প্যানজিয়ার দক্ষিণ অংশ কি নামে পরিচিত?
5. ‘The origin of continents and ocean’ গ্রন্থটি লেখেন-
6. ওয়েগনারের মতে উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর ও মধ্য এশিয়া একত্রে গঠন করে -
7. প্যানজিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করতো?
8. আলফ্রেড ওয়েগনার কোন ঘটনাকে ‘মেরু থেকে যাত্রা’ বলে উল্লেখ করেছেন?
9. মহাদেশের অনুভূমিক সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা -
10. ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হল -