নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন
নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্টের সহায়তায় নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন । Class Nine First Unit Test Geography Suggestion প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সাজেশন অনুসরণ করে তাদের নবম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন :
প্রথম অধ্যায় – গ্রহরূপে পৃথিবী
১) অন্তঃস্থ গ্রহ ও বহিঃস্থ গ্ৰহ কাকে বলে?
২) কুলীন ও বামন গ্রহের মধ্যে পার্থক্য কি?
৩) পৃথিবীকে অভিগত গােলক বলা হয় কেন?
৪) পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন?
৫) জিওড বলতে কী বােঝাে?
৬) GPS এর তিনটি ব্যবহার লেখো।
৭) একমাত্র পৃথিবীতেই কেন জীবের আবাসস্থল গড়ে উঠেছে ?
৮) পৃথিবীর গোলীয় আকৃতির স্বপক্ষে প্রমাণগুলি লেখো।
৯) পৃথিবীর অভিগত গোলক আকৃতির স্বপক্ষে প্রমাণগুলি লেখো।
১০) ‘পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ’ – ব্যাখ্যা করো।
দ্বিতীয় অধ্যায় – পৃথিবীর গতিসমূহ
১) আবর্তন গতি কাকে বলে?
২) পরিক্রমণ গতি কাকে বলে?
৩) উষা ও গােধূলি কাকে বলে ?
৪) ছায়াবৃত্ত কাকে বলে?
৫) অধিবর্ষ কি? কীভাবে তা নির্ণয় করা হয়?
৬) জলবিষুব ও মহাবিষুব বলতে কী বােঝাে? ‘
৭) ককট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলতে কী বােঝাে?
৮) আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি কেন?
৯) পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন?
১০) চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান আলোচনা করো।
১১) পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্যগুলি আলোচনা করো।
১২) চিত্রসহ আবর্তন গতির প্রমাণ আলােচনা করাে।
১৩) চিত্রসহ আবর্তন গতির ফলাফল আলোচনা করো।
১৪) পরিক্রমণ গতির প্রমাণগুলি আলোচনা করো।
১৫) পরিক্রমণ গতির ফলাফল আলােচনা করাে।
১৬) পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো।
সপ্তম অধ্যায় – ভারতের সম্পদ
১) সম্পদ বলতে কি বােঝাে ? সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো।
২) সম্পদ সংরক্ষণ কাকে বলে ? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো।
৩) পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো।
৪) প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো।
৫) অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো।
৬) কয়লা কে কালাে হীবে বলা হয় কেন ?
৭) কয়লার ব্যবহারগুলি লেখো। কয়লার শ্রেণিবিভাগ করো।
৮) আকরিক লোহার ব্যবহারগুলি লেখো। আকরিক লোহার শ্রেণিবিভাগ করো।
৯) দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তির উন্নতির কারণগুলি লেখো।
১০) খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। ভারতের খনিজ তেলের বন্টন আলোচনা করো।