জনসংখ্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে জনসংখ্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে।
জনসংখ্যা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল :
১) ভারতের যে বছর থেকে প্রতি দশকে আদমশুমারি হয় – ১৮৮১ খ্রিঃ
২) ভারতে ‘জনসংখ্যা বিস্ফোরণ’ বলা হয় – ১৯২১ সালকে
৩) যে অঞ্চলে ভারতে সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব দেখা যায় – গঙ্গা উপত্যকায়
৪) ভারতের যে অঞ্চলে নারী-পুরুষ অনুপাত ব্যতিক্রমীভাবে বেশি – কেরল
৫) ভারতে পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রথম শুরু হয় – ১৯৫১ সালে
৬) ভারতের যে অঞ্চলে ঘনত্ব খুব বেশি কিন্তু শিল্পায়ন কম – গাঙ্গেয় সমভূমি
৭) ভারতের জনঘনত্ব পরিমাপ করা হয় – বর্গকিলোমিটারে জনসংখ্যা দ্বারা
৮) ভারতের জনসংখ্যা বণ্টনের ধরণটি – অসমবন্টিত
৯) ভারতে “জনসংখ্যা নীতির” প্রধান লক্ষ্য হল – জনসংখ্যা নিয়ন্ত্রণ
১০) ভারতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য – বিহার
১১) জনসংখ্যা বৃদ্ধির প্রধান সামাজিক কারণ হল – নিম্ন শিক্ষার হার
১২) ভারতের জনসংখ্যা প্রথম একশ কোটিতে পৌঁছায় – ২০০১ সালে
১৩) ভারতের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকে সাধারণত ভাগ করা হয় – ৩টি ভাগে
১৪) ভারতে জনসংখ্যার বৃদ্ধির হারের শ্রেষ্ঠ বৃদ্ধি ঘটে – ১৯৫১-১৯৬১ সালের মধ্যে
১৫) ভারতের যে রাজ্যে পুরুষ ও নারীর অনুপাত সবচেয়ে বেশি – কেরল
১৬) ভারতের জনসংখ্যার বৃদ্ধির প্রকৃতি হলো – ধাবমান
১৭) যে বছর ভারতের জনসংখ্যা প্রথমবার নেগেটিভ গ্রোথ রেট দেখায় – ১৯২১ সালে
১৮) ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি নেতিবাচক দিক – বেকারত্ব বৃদ্ধি
১৯) ভারতের জনসংখ্যার মধ্যে গ্রামীণ জনগোষ্ঠীর শতাংশ প্রায় – ৭০%
২০) ভারতের জনসংখ্যার সবচেয়ে বড় গঠন হল – বয়সগত গঠন
২১) ভারতে জনঘনত্বের গড় প্রায় – ৩৮২ জন/বর্গকিমি
২২) ভারতের যে রাজ্যে নারী-পুরুষ অনুপাত সবচেয়ে কম – পাঞ্জাব
২৩) ভারতের জনসংখ্যা গঠনের একটি দিক হল – লিঙ্গ গঠন
২৪) ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হল – উত্তরপ্রদেশ
২৫) জনসংখ্যা বণ্টনের মানবিক কারণ হল – শিল্পায়ণ
২৬) ভারতে সর্বাধিক জনঘনত্ব দেখা যায় – গাঙ্গেয় সমভূমিতে
২৭) ভারতের যে অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম – উত্তর-পূর্ব রাজ্য
২৮) ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি পরোক্ষ প্রভাব হল – খাদ্য সংকট
২৯) ভারতে জনসংখ্যা বৃদ্ধির উপর শিল্পের প্রভাব – বৃদ্ধি করে
৩০) ভারতে কাজ করার যোগ্য জনগোষ্ঠী বয়সসীমা হল – ১৫-৫৯ বছর
৩১) ভারতে জনসংখ্যার বৃদ্ধির চূড়ান্ত ফল হল – সম্পদের উপর চাপ
৩২) জনঘনত্বে ভারতের অবস্থান বিশ্বে – দ্বিতীয়
৩৩) ভারতের যে রাজ্যে ‘জন্মহার’ সর্বাধিক – বিহার
৩৪) ভারতের যে রাজ্যে ‘নগরায়ণ’ সবচেয়ে বেশি – মহারাষ্ট্র
৩৫) ভারতের জনসংখ্যা গঠনের শ্রেণিবিন্যাসে ‘উচ্চ নির্ভরতা অনুপাত’ নির্দেশ করে – নির্ভরশীল জনগোষ্ঠী বেশি
৩৬) ভারতের যে রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম – অরুণাচল প্রদেশ
৩৭) যে বছর জনগণনায় ভারতের জনসংখ্যা ১০০ কোটির গণ্ডি পার করে – ২০০১ সালের
৩৮) ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে মূল কৌশল হল – শিক্ষা বিস্তার