prithibir-ovontorvag-mcq-question-answers

পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বিষয় হিসেবে পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার -এর অন্তর্ভুক্ত পৃথিবীর অভ্যন্তরভাগ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি পড়তে পারবে। একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নের উত্তর -গুলি অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল : 

 

১) নিফেসিমা নামে পরিচিত – অন্তঃকেন্দ্রমন্ডল

২) সর্বাপেক্ষা হালকা ভূস্তর হল – সিয়াল

৩) সর্বাপেক্ষা ভারী ভূস্তর হল – কেন্দ্রমন্ডল

৪) ভূ-অভ্যন্তরের স্বল্প গতিবেগসম্পন্ন অঞ্চল – বহিঃগুরুমন্ডল

৫) কেন্দ্রমন্ডলের প্রধান দুটি উপাদান হল – নিকেল ও লোহা

৬) P তরঙ্গ প্রবাহিত হয় – সকল ভূস্তরের মধ্য দিয়ে

৭) পৃথিবীর যে অংশ দিয়ে S তরঙ্গ চলাচল করতে পারে না – বহিঃকেন্দ্রমন্ডল 

৮) ভূত্বক গঠনকারী প্রধান ভৌত উপাদানটি হল – অক্সিজেন 

৯) ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর গড় ব্যাসার্ধ হল – ৬৩৭১ কিমি 

১০) বিশ্বের গভীরতম স্বর্ণখনি যে দেশে অবস্থিত – দক্ষিণ আফ্রিকা 

১১) কেন্দ্রমন্ডলের গড় ঘনত্ব হল – ১৩ গ্রাম/ঘনসেমি 

১২) সিমা গঠনকারী মূল উপাদান দুটি হল – সিলিকা ও ম্যাগনেশিয়াম 

১৩) পৃথিবীর কেন্দ্রে গড় উষ্ণতা হল – ৫১৫০ ডিগ্রি সেঃ 

১৪) কেন্দ্রমন্ডলের গড় গভীরতা হল – ৩৪৮০ কিমি 

১৫) শিলামন্ডলের গড় গভীরতা হল – ৩৩ কিমি 

১৬) গুরুমন্ডলের গড় গভীরতা হল – ২৮৯১ কিমি 

১৭) মহাদেশগুলি মূলত যে শিলায় গঠিত – গ্রানাইট 

১৮) মহাসাগরীয় ভূত্বক মূলত যে শিলায় গঠিত – ব্যাসাল্ট 

১৯) পৃথিবীর মোট আয়তনের যত শতাংশ গুরুমন্ডল অধিকার করে – ৮৩% 

২০) পৃথিবীর মোট ভরের যত শতাংশ গুরুমন্ডল অধিকার করে – ৬৮% 

২১) পৃথিবীর মোট আয়তনের যত শতাংশ কেন্দ্রমন্ডল অধিকার করে – ১৮% 

২২) অ্যাসথেনোস্ফিয়ার নামকরণটি করেছিলেন – ব্যারেল 

২৩) যে ভূকম্পীয় তরঙ্গ আলোক তরঙ্গের মতো গমন করে – S তরঙ্গ 

২৪) পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত প্রাচিনতম মতবাদটি হল – বুফনের মতবাদ 

২৫) পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিক তত্ত্ব হল – বিগ ব্যাং তত্ত্ব 

২৬) “Seismic Intensity’ শব্দটি প্রথম ব্যবহার করেন – গুটেনবার্গ ও রিখটার 

২৭) সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা হয় – ১৬ কিমি 

২৮) কোলা উপদ্বীপের খনন কার্যটি করা হয়েছিল – ১৯৭০ খ্রিঃ 

২৯) ভূকম্প কেন্দ্র থেকে আগত যে তরঙ্গ সর্বপ্রথম ভূপৃষ্ঠে লিপিবদ্ধ হয় – P তরঙ্গ 

৩০) ভারতে প্রথম Seismological Station যেখানে স্থাপিত হয়েছে – লাটুর (মহারাষ্ট্র) 

৩১) বর্তমানে ভারতে মোট Seismological Station রয়েছে – ১১৫টি 

৩২) একটি বড়ো ভূমিকম্পের আগে ঘটতে পারে এমন ছোট ছোট কম্পনকে বলা হয় – ফোর সক 

৩৩) যে ধরণের ভূমিকম্প তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ও স্থায়িত্ব বেশি হয় – L তরঙ্গ 

৩৪) L তরঙ্গকে বলা হয় – পৃষ্ঠ তরঙ্গ 

৩৫) যে অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ শক্তিতে পৌঁছায় – ভূমিকম্পের কেন্দ্রের উপরের পৃষ্ঠে 

৩৬) গৌণ তরঙ্গ শিলাকে যেভাবে আন্দোলিত করে – অনুভূমিকভাবে 

৩৭) ভূমিকম্পের তরঙ্গগুলির মধ্যে যেটি সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ – P তরঙ্গ 

৩৮) যে ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমন্ডলে প্রবেশ করতে পারে না – S তরঙ্গ 

৩৯) ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে পদার্থসমূহের ঘনত্ব – বৃদ্ধি পায় 

৪০) সিয়াল ও সিমা স্তর যে বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে – কনরাড বিযুক্তি 

৪১) কেন্দ্রমন্ডলকে বলা হয় – নিফে 

৪২) পৃথিবীর গড় ঘনত্ব হল – ৫.৫ গ্রাম/সেমি কিউব 

৪৩) ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে যে বিযুক্তিরেখা দেখা যায় – মোহো বিযুক্তিরেখা 

৪৪) বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডলের মাঝে দেখা যায় যে বিযুক্তিরেখা – লেম্যান 

৪৫) সর্বাধিক দ্রুতগতিসম্পন্ন তরঙ্গ হল – P তরঙ্গ 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top