jonobosoti-mcq-question-answers

জনবসতি MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল 

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে জনবসতি MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। 

জনবসতি MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল :

 

১) শহুরে জনবসতির মূল বৈশিষ্ট্য – ঘনবসতি

২) C.B.D.-এর মূল বৈশিষ্ট্য – উন্নত পরিবহন 

৩) ‘প্যাট্রিক গেডেস’ যে বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন – নগর পরিকল্পনা

৪) মেগাসিটির জনসংখ্যা হয় – ১ কোটির বেশি 

৫) পাহাড়ি অঞ্চলে বসতি গড়ে ওঠার প্রধান বাধা – সমতল ভূমির অভাব 

৬) জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বসতির ধরন হয় – বিচ্ছিন্ন থেকে গোষ্ঠীবদ্ধ 

৭) আফ্রিকার জুলু উপজাতিদের বসতির নকশা – বৃত্তাকার

৮) বসতির আকৃতি নির্ধারিত হয় – যোগাযোগের ধরণ অনুযায়ী 

৯) যাযাবর জাতির বসতিকে বলা হয় – অস্থায়ী বসতি

১০) ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে – হ্যামলেট

১১) C.B.D. এর পূর্ণরূপ – Central Business District

১২) দুটি রাস্তা সমকোণে মিলিত হলে বসতির আকৃতি হয় – ‘L’-আকৃতির

১৩) বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গড়ে ওঠে – শুষ্ক বিন্দু বসতি

১৪) মহানগরের জনসংখ্যা সাধারণত হয় – ১০ লক্ষের বেশি

১৫) গ্রামে বসবাসকারী মানুষের সামাজিক নৈকট্য বেশি হয় যে বসতিতে – গোষ্ঠীবদ্ধ

১৬) বারাণসী শহরটি কার্যাবলির দিক থেকে – ধর্মীয় শহর

১৭) ‘মৌজা’ বলতে বোঝায় – গ্রামের পোশাকি নাম

১৮) ধর্মীয় শহরের উদাহরণ – বারাণসী

১৯) নির্দিষ্ট কাজের ভিত্তিতে শহরের শ্রেণি বিভাজন করা হয় – শিল্প, প্রশাসন, ধর্ম

২০) প্রাচীনকালে প্রতিরক্ষার প্রয়োজন থেকে গড়ে ওঠে – দুর্গশহর

২১) ভারতে প্রথম নগর সভ্যতার প্রমাণ পাওয়া যায় – সিন্ধু সভ্যতায়

২২) জনবসতির স্থান নির্ধারণে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান – জল

২৩) শহরের তুলনায় গ্রামীণ বসতির বৈশিষ্ট্য – পরিবেশ ঘনিষ্ঠতা

২৪) জনবসতির একটি সামাজিক উপাদান – পরিবার

২৫) পরিকল্পিত নগরের উদাহরণ – চণ্ডীগড়

২৬) গোষ্ঠীবদ্ধ বসতির মূল কারণ – কৃষি ও নিরাপত্তা

২৭) বিশ্বের বৃহত্তম মেগা সিটি – টোকিও

২৮) শহরের অন্যতম কাজ – প্রশাসনিক কার্যাবলি

২৯) বসতির পরিকাঠামোর উদাহরণ – রাস্তাঘাট

৩০) নগরকেন্দ্রিক বসতির উদাহরণ – মহানগর

৩১) ‘নগরায়ণ’ বলতে বোঝায় – শহরের প্রসার

৩২) নগরের নির্দিষ্ট কার্যাবলি নেই এমন শহরকে বলে – বহুবিধ কার্যকরী শহর

৩৩) বসতির বৈচিত্র্য নির্ভর করে – জলবায়ু ও ভূমিরূপে

৩৪) মানুষের বসতি প্রথম গড়ে ওঠে – নদীতীরে

৩৫) পাহাড়ি অঞ্চলে গঠিত হয় – বিচ্ছিন্ন বসতি

জনবসতি MCQ প্রশ্নের উত্তর :

৩৬) ‘গোন্ড’ উপজাতিরা যে ধরণের বসতিতে বাস করে – অস্থায়ী

৩৭) বসতির বৈচিত্র্য বোঝার জন্য জরুরি – স্থান নিরীক্ষণ

৩৮) শহরের অর্থনৈতিক কার্যাবলির অন্যতম প্রধান ক্ষেত্র – শিল্প

৩৯) শহরের একটি বৈশিষ্ট্য – বহুমুখী পরিষেবা

৪০) সমতল অঞ্চলে সাধারণত গড়ে ওঠে – গোষ্ঠীবদ্ধ বসতি

৪১) জনবসতির গুরুত্ব বাড়ে – পরিবহন ব্যবস্থা উন্নত হলে

৪২) শহরের অনিয়ন্ত্রিত প্রসারের ফলে গড়ে ওঠে – বস্তি

৪৩) পৌরপুঞ্জ বা কনারবেশন কথাটি ব্যবহার করেন – পেট্রিক গ্রেডেস 

৪৪) রৈখিক বসতির বৈশিষ্ট্য – রাস্তার ধার ধরে বসতি 

৪৫) ‘হ্যামলেট’ শব্দটি যে ধরণের বসতির সাথে সম্পর্কিত – বিচ্ছিন্ন গ্রামীণ 

PDF LINK (Only for Subscribers)

জনবসতি MCQ

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বিবিধ বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

class 12 third semester mcq question answers

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top