class-9-geography-final-question

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র (SET 2)

নবম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র (SET 2) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্ন বা Class Nine Geography Third Unit Test Model Question অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল (Class Nine Third Unit Test Geography) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।   

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র (SET 2) : 

 

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

শ্রেণিঃ নবম  বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৯০  সময়ঃ ৩ ঘণ্টা 

১) সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করোঃ ১*১৪=১৪ 

১.১) পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় – ক) 10 কোটি কিমি খ) 16 কোটি কিমি গ) 18 কোটি কিমি ঘ) 15 কোটি কিমি

১.২) বুধ গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় – ক) 59 দিন খ) 243 দিন গ) 16 ঘণ্টা ঘ) ৪৪ দিন

১.৩) ভারতের উচ্চতম মালভূমি – ক) মালব খ) লাডাখ গ) আবিসিনিয়া ঘ) সিনকিয়াং

১.৪) সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলাবিশিষ্ট যে অনুচ্চ টিলা দেখা যায় তাকে বলে – ক) রসে মতানে খ) অ্যারেট গ) করি ঘ) মোনাডনক্ 

১.৫) উষ্ম মরু অঞ্চলে সৃষ্ট পেডিমেন্টের পাদদেশে নুড়ি, বালি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় – ক) বাজাদা সমভূমি খ) লোয়েস সমভূমি গ) হ্রদ সমভূমি ঘ) হিমবাহ সমভূমি

১.৬) নিম্নলিখিত যেটি স্তূপপর্বত নয় – ক) ব্ল্যাক ফরেস্ট খ) সাতপুরা গ) ব্যারেন ঘ) ভোজ

১.৭) আবহবিকারের ফলে বিচূর্ণিত শিলার শিথিল স্তরকে বলে – ক) ডুরিক্রাস্ট খ) ইলুভিয়েশন গ) ব্লক খণ্ডীকরণ ঘ) রেগোলিথ

১.৮) ওয়েস্টইন্ডিজে ঘূর্ণিঝড়কে বলে – ক) টর্নেডো খ) টাইফুন গ) হ্যারিকেন ঘ) উইলি উইলি

১.৯) মহারাষ্ট্রের যেখানে পারমাণবিক শক্তিকেন্দ্র গড়ে উঠেছে – ক) কালপক্কম খ) কোটা গ) কাকরাপাড় ঘ) তারাপুর

১.১০) ভাসমান তৈল্য উত্তোলক জাহাজ – ক) দমনদরিয়া খ) পান্না গ) সাগর সম্রাট ঘ) গান্ধার

১.১১) নিরক্ষরেখার অক্ষাংশ – ক) 23°30′ উত্তর খ) 23°30′ দক্ষিণ গ) 66°30′ দক্ষিণ ঘ) 0°

১.১২) পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশি রাজ্য – ক) সিকিম খ) ভূটান গ) ওড়িশা ঘ) ঝাড়খন্ড

১.১৩) জনসংখ্যার বিচারে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান – ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ

১.১৪) বৃহৎ স্কেলের মানচিত্র হল – ক) টোপো মানচিত্র খ) দেওয়াল মানচিত্র গ) মৌজা মানচিত্র ঘ) হ্রাসপ্রাপ্ত মানচিত্র

 

‘খ’ – বিভাগ

২) নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে যথাযথ উত্তর দাওঃ 

২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে ‘শু” এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে-কোনো ছয়টি) : ১*৬=৬ 

২.১.১) অ্যারিস্টটল (প্লেটো) হলেন প্রথম দার্শনিক যিনি পৃথিবীকে গোলাকার বস্তুরূপে মত প্রকাশ করেন।

২.১.২) আর্দ্র অঞ্চলে উদ্ভিদ ও অন্যান্য জৈব পদার্থের পচনকে হিউমিফিকেশন বলে।

২.১.৩) পশ্চিম ভারতে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ গড়ে উঠেছে।

২.১.৪) বন্যা শুধুমাত্র প্রাকৃতিক কারণেই হয়। 

২.১.৫) 82°30′ পূর্ব-দ্রাঘিমার সময়কে ভারতের প্রমাণ সময় বলে।

২.১.৬) পশ্চিম মেদিনীপুর জেলার স্থানে স্থানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।

২.১.৭) মানচিত্র বড়ো স্কেলের এবং ছোটো স্কেলের হতে পারে। 

 

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টি) : ১*৬=৬ 

২.২.১) পৃথিবীর নিরীক্ষয় ব্যাস মেরুব্যাসের চেয়ে প্রায় বেশি ।

২.২.২)  21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি হয়। একে _____________ বলে।

২.২.৩) আন্তর্জাতিক তারিখরেখার মান ____________।

২.২.৪) ভূ-অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমার ভূ-ত্বকের ফাটল দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসাকে _________ বলে।

২.২.৫) দেশের বৃহত্তম কয়লাখনি হল __________।

২.২.৬) পশ্চিমবঙ্গের _________ শহরকে ভারতের গ্লাসগো’ বলে।

২.২.৭) মূল স্কেলের সঙ্গে লেগে থাকা একটি স্বতন্ত্র ক্ষুদ্র স্কেল হল __________ স্কেল।

 

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি) : ১*৬=৬ 

২.৩.১) বছরের কোন্ তারিখে পৃথিবীর ‘অনুসূর অবস্থান’ লক্ষ্য করা যায় ?

২.৩.২) উভয় গোলার্ধে অবস্থিত 66°30′ থেকে 90° অক্ষাংশের মধ্যবর্তী তাপবলয়কে কী বলে ?

২.৩.৩) গ্রস্ত উপত্যকা যদি অপেক্ষাকৃত ছোটো হয়ে সরু পরিখার ন্যায় অবস্থান করে তখন তাকে কী বলে?

২.৩.৪) সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি ?

২.৩.৫) পশ্চিমবঙ্গের কোন নদী উত্তরবঙ্গের ত্রাস নামে পরিচিত ?

২.৩.৬) ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটিয়ে পুনরায় যদি মানচিত্র অঙ্কন করা হয় তখন তাকে কী বলে ?

২.৩.৭) পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টি হয় কোথায় ?

 

২.৪) বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে দাও : ১*৪=৪ 

বামদিকডানদিক
২.৪.১) সময়মাপক যন্ত্রক) ডেকানট্র্যাপ
২.৪.২) মহারাষ্ট্রের মালভূমিখ) ফুজিয়ামা
২.৪.৩) আগ্নেয় পর্বতগ) দেরাদুন
২.৪.৪) ONGC-এর সদর দপ্তরঘ) ক্রোনোমিটার

 

‘গ’ – বিভাগ

৩) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৬=১২ 

৩.১) যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৩=৬ 

৩.১.১) GPS কাকে বলা হয় ?

৩.১.২) ‘ঊষা’ ও ‘গোধূলি’ কী ?

৩.১.৩) স্থানীয় সময়ের দুটি বৈশিষ্ট্য লেখো।

৩.১.৪) ‘ব্যবচ্ছিন্ন মালভূমি’ কাকে বলে ?

৩.১.৫) ‘প্লাবন সমভূমি’ বলতে কী বোঝ?

৩.১.৬) হাইড্রেশন (জলযোজন) পদ্ধতিতে কীভাবে রাসায়নিক আবহবিকার ঘটে ?

 

৩.২) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ২*১=২ 

৩.২.১) তুষার ঝড় বা ব্লিজার্ড কী ?

৩.২.২) পাহাড়ি এলাকা ধসপ্রবন হওয়ার কারণ কী?

 

৩.৩) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২*২=৪ 

৩.৩.১) ‘পুনর্ভব সম্পদ’ বলতে কি বোঝ ?

৩.৩.২) দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের দুটি সুবিধা উল্লেখ করো।

৩.৩.৩) কলকাতা বন্দরকে পুনঃরপ্তানি বন্দর বলার কারণ কী ?

৩.৩.৪) ‘আবহাওয়া মানচিত্র’ কাকে বলা হয় ?

 

‘ঘ’ – বিভাগ

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩*৪=১২ 

৪.১) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬ 

৪.১.১) মহাশূন্য থেকে পৃথিবীর নানা অংশের রং কেমন দেখায় ?

৪.১.২) সৃষ্টির কারণসহ ‘অধিবর্ষ’ বুঝিয়ে দাও ।

৪.১.৩) আগ্নেয় পর্বতের তিনটি বৈশিষ্ট্য লেখো ।

৪.১.৪) উষ্ণ মরু অঞ্চল ও শীতল মেরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক কার্যকরী কেন ?

 

৪.২) পরিবেশ ও মনুষ্য জীবনের ওপর ভূমিকম্পের প্রভাব উল্লেখ করো। অথবা, দাবানলের ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি ব্যাখ্যা করো। ৪ 

৪.৩) ভারতে খনিজ তেল উত্তোলনের সমস্যাগুলি ব্যাখ্যা করো। অথবা, রাজনৈতিক মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব বিশ্লেষণ করো। ৪ 

 

‘ঙ’ – বিভাগ

৫) নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ 

৫.১) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৫.১.১) ঋতুপরিবর্তনের কারণগুলি বিবৃত করো।

৫.১.২) শিকাগো (87° পশ্চিম) শহরে যখন সোমবার দুপুর 12টা 5 মিনিট তখন মেক্সিকো সিটিতে স্থানীয় সময় সকাল 11টা 16 মিনিট। মেক্সিকো সিটির দ্রাঘিমা কত?

৫.১.৩) পাত সংস্থান মতবাদের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো।

৫.১.৪) আবহবিকারের পাঁচটি ফলাফল বা প্রভাব উল্লেখ করো।

 

৫.২) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৫.২.১) অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।

৫.২.২) পশ্চিমবঙ্গে কার্পাস-বয়ন শিল্পের উন্নতির কারণগুলি বিবৃত করো।

৫.২.৩) পশ্চিমবঙ্গের পার্বত্য উদ্ভিদ অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো ।

৫.২.৪) ভগ্নাংশসূচক স্কেল ও রৈখিক স্কেলের সুবিধা ও অসুবিধা চিহ্নিত করো ৷

 

‘চ’ – বিভাগ

৬) পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাওঃ ১*১০=১০ 

৬.১) পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল ৬.২) অজয় নদী ৬.৩) শুশুনিয়া পাহাড় ৬.৪) মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ৬.৫) লবণাক্ত মৃত্তিকা ৬.৬) মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ৬.৭) পাট উৎপাদক মুখ্য জেলা ৬.৮) মায়াপুর ৬.৯) একটি তাপবিদ্যুৎ কেন্দ্র ৬.১০) বহরমপুর

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্নপত্র

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ভুগোল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top