নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন
নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের সহায়তায় নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন । Class Nine Second Unit Test Geography Suggestion প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সাজেশন অনুসরণ করে তাদের নবম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন :
ক) অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ (মান ১)
১) কোন পর্বতশ্রেণি পশ্চিমবঙ্গ ও নেপালকে বিচ্ছিন্ন করেছে?
২) তিব্বত মালভূমি কোন দুটি পর্বতশ্রেণির মাঝে অবস্থান করেছে?
৩) বর্তমান পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে?
৪) GMT এর পুরো নাম কী?
৫) মোট দ্রাঘিমারেখার সংখ্যা কয়টি?
৬) পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়?
৭) ‘তরাই’ শব্দের অর্থ কী?
৮) ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?
৯) ‘ডুয়ার্স’ শব্দের অর্থ কী?
১০) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?
১১) পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন?
১২) ‘ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ’ কাকে বলা হয়?
১৩) ভূটানের দীর্ঘতম নদীর নাম কী?
১৪) IST এর পুরো কথাটি কী?
১৫) একটি স্তুপ পর্বতের নাম লেখো।
খ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (মান ২)
১) ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে?
২) র্যাম্প উপত্যকা কাকে বলে?
৩) তরাই ও ডুয়ার্স কাকে বলে?
৪) স্থানীয় সময় কাকে বলে?
৫) সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি কী?
৬) মহাবৃত্ত কাকে বলে?
৭) মোনাডনক্ কী?
৮) রেগোলিথ কাকে বলে?
৯) নগ্নীভবন বলতে কী বোঝ?
১০) লু কী?
১১) AM ও PM কী?
১২) পেডিমেন্ট কাকে বলে?
১৩) কাকে, কেন পৃথিবীর ছাদ বলা হয়?
১৪) পশ্চিমি ঝঞ্ঝা কাকে বলে?
১৫) তাল কী?
১৬) প্রমাণ সময় বলতে কী বোঝ?
১৭) মালভূমিকে টেবিল্ল্যান্ড বলা হয় কেন?
১৮) গ্রস্ত উপত্যকা কাকে বলে?
১৯) অক্সিডেশন বা জারণ কাকে বলে?
২০) নগ্নীভবন বলতে কী বোঝ?
২১) কালবৈশাখী কী?
২২) জৈব রাসায়নিক আবহবিকার কাকে বলে?
২৩) ‘পশ্চিমবঙ্গের দুঃখ’ কাকে, কেন বলা হয়?
২৪) অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো।
২৫) সিস্মোগ্রাফ কাকে বলে?
২৬) তিস্তাকে ‘ত্রাসের নদী’ বলে কেন?
২৭) মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝ?
২৮) প্রতিপাদ স্থান কাকে বলে?
২৯) খাদার ও ভাঙ্গর বলতে কী বোঝ?
৩০) ক্রোনোমিটার কী?
৩১) লোয়েস কী?
৩২) এলুভিয়েশন ও ইলুভিয়েশন কাকে বলে?
৩৩) আশ্বিনের ঝড় কাকে বলে?
গ) ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (মান ৩)
১) নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ কেনো?
২) অবরোহণ ও আরোহণ প্রকৃয়ার পার্থক্য লেখো।
৩) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর তিনটি প্রভাব বর্ণনা করো।
৪) কোন ধরণের জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে এবং কেন?
৫) স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
৬) আন্তর্জাতিক তারিখরেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন?
৭) টীকা লেখো ডেকানট্র্যাপ
৮) আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে তিনটি প্ররথক্য লেখো।
৯) টীকা লেখোঃ শল্কমোচন
১০) যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো।
১১) পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের উল্লেখ করো।
১২) ব্যবচ্ছিন্ন মালভূমি কীভাবে সৃষ্টি হয়?
১৩) মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সৃষ্টি হয় কেন?
১৪) স্তুপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা দেখা যায় কেন?
১৫) ‘পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের মাটি লবণাক্ত’- ভৌগলিক কারণ ব্যাখ্যা করো।
১৬) ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কেন?
ঘ) দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নঃ (মান ৫)
১) পাতসংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের সৃষ্টির কারণ উল্লেখ করো।
২) পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তরের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও।
৩) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
৪) পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।
৫) পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণিবিভাগ করো।
৬) চিত্রসহ স্তুপ পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
৭) পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য বর্ণনা করো।