প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের WBNOTES.IN ও SIKKHALAYA.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা বিষয়ে প্রস্তুতির লক্ষ্যে নিম্নে প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র প্রদান করা হলো। শিক্ষার্থীদের সুবিধার্থে একাদশ শ্রেণির বাংলা প্রশ্নগুলির উত্তরও নিম্নে প্রদান করা হয়েছে।
প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র :
শ্রেণিঃ একাদশ বিষয়ঃ বাংলা
বিষয় এককঃ বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, চারণ কবি, বাংলা ভাষার বৈচিত্র
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ৪০ মিনিট
১) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির অনুবাদক হলেন-
(ক) শঙ্খ ঘোষ
(খ) অমিতাভ দত্ত
(গ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) অনিন্দ্য সরকার
২) পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল
(ক) পেট ব্যথায়
(খ) জ্বরে
(গ) মাথার যন্ত্রণায়
(ঘ) শ্বাসকষ্টে
৩) কোন্ দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে অছে?
(ক) সোমবার থেকে
(খ) মঙ্গলবার থেকে
(গ) বুধবার থেকে
(ঘ) শনিবার থেকে
৪) কে, কখন দেবদূতকে প্রথম দেখল ?
(ক) দুপুরবেলা পেলাইও দেখেছিল
(খ) দুপুরবেলা এলিসেন্দা দেখেছিল
(গ) সকালবেলা পেলাইও দেখেছিল
(ঘ) বিকেলবেলা এক পড়শি দেখেছিল
৫) ‘সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে’-কে আঁতকে ওঠে?
(ক) এলিসেন্দা
(খ) পেলাইও
(গ) পড়োশিনি
(ঘ) পাত্রে গোনসাগা
৬) বুড়োর পরনে ছিল –
(ক) ছেঁড়া ধুতি
(খ) ছেঁড়া লুঙ্গি
(গ) ছেঁড়া চাদর
(ঘ) ন্যাকড়াকুডুনির পোশাক
৭) ‘এ-যে এক দেবদূত-কথাটি বলেছিলেন –
(ক) পেলাইও
(খ) এলিসেন্দা
(গ) প্রতিবেশী এক মহিলা
(ঘ) পাদরি
৮) “বৃষ্টি যখন ধরে এল”- কখন বৃষ্টি ধরে এল?
(ক) দুপুরে
(খ) বিকেলে
(গ) রাত্রে
(ঘ) মাঝরাত্রে
৯) পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিল ক-টার আগেই ?
(ক) সকাল সাতটা
(খ) সকাল ন-টা
(গ) দুপুর একটা
(ঘ) সন্ধে সাতটা
১০) যারা সহজসরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিলেন
(ক) রাজা
(খ) পুরপিতা
(গ) রাষ্ট্রপ্রধান
(ঘ) পাদরি
১১) যাজক হওয়ার আগে গোনসাগা ছিলেন
(ক) ব্যবসায়ী
(খ) কাঠুরে
(গ) জেলে
(ঘ) শিক্ষক
১২) “ডাকতে হলো সঙ্গিনসমেত সেনাবাহিনীকে,”- ‘সঙ্গিন’ শব্দের অর্থ হল –
(ক) বন্দুকের ডগায় লাগানো ছোরা
(খ) বন্দুকধারী
(গ) লেঠেল বাহিনী
(ঘ) কুস্তিগির
১৩) ডানাওয়ালা বুড়ো লোকটা খায়-
(ক) বেগুনভর্তা
(খ) আলুর ভর্তা
(গ) কাঁকড়া
(ঘ) ন্যাপথলিন
১৪) “যেসব নক্ষত্র পরভৃৎ জম্পেশ করে গজিয়েছে- ‘পরভূৎ’ শব্দের অর্থ কী?
(ক) অন্যের দ্বারা পালিত
(খ) অন্যকে লালনকারী
(গ) ভৃত্য বা চাকর
(ঘ) কোকিল
১৫) সার্কাস দলের দড়বাজিকরের ডানাগুলোকে দেখাচ্ছিল
(ক) নক্ষত্র বাদুড়ের মতো
(খ) পাখির মতো
(গ) বাজ পাখির মতো
(ঘ) উড়োজাহাজের মতো
১৬) ভারভারা রাও মূলত কোন্ ভাষার কবি?
(ক) তেলুগু
(খ) তামিল
(গ) মালয়ালম্
(ঘ) কন্নড়
১৭) ‘চারণকবি’-র মূল কবিতাটি হল–
(ক) কবিতা
(খ) কাব্য
(গ) কবি
(ঘ) কথ্য
১৮) শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
(ক) দেশ
(খ) বর্তমান
(গ) সেতুবন্ধন
(ঘ) সন্দেশ
১৯) ‘চারণকবি’ কবিতাটির স্তবক সংখ্যা কয়টি?
(ক) ৪ টি
(খ) ২ টি
(গ) ৫টি
(ঘ) ৩ টি
২০) “…যখন সব লোপাট” – কী লোপাট?
(ক) নথিপত্র
(খ) ধনসম্পত্তি
(গ) নিয়মকানুন
(ঘ) বিজ্ঞাপন
২১) কীভাবে বিদ্যুৎ, বাজ হয়ে উঠছে?
(ক) ঘূর্ণিপাকে
(খ) নিম্নচাপে
(গ) দুর্বিপাকে
(ঘ) মেঘের ডাকে
২২) “জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/কবির কোনো লিপিকার স্বর” – কী বুকে নিয়ে?
(ক) কবিতার বই
(খ) মায়ের বেদনাশ্রু
(গ) ক্রন্দনরোল
(ঘ) স্মৃতিচহ্ন
২৩) “যখন কাঁপন লাগে …” কোথায় কাঁপন লাগে?
(ক) হৃদয়ে
(খ) জিভে
(গ) দেহে
(ঘ) কণ্ঠে
২৪) শস্ত্র – কী?
(ক) আগ্নেয়াস্ত্র
(খ) ক্ষেপণাস্ত্র, যা নিক্ষেপ করা হয়
(গ) প্রহরেণ, হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্রবিশেষ
(ঘ) মারণাস্ত্র
২৫) কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন?
(ক) জনতার মাঝখানে
(খ) ফাঁসির মঞ্চে
(গ) জেলের গরাদে
(ঘ) বিচারালয়ে
২৬) সুকুমার সেন বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে ক-টি ভাগে ভাগ করেছেন?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
২৭) বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা
(ক) বঙ্গালী
(খ) রাঢ়ী
(গ) ঝাড়খণ্ডী
(ঘ) বরেন্দ্রী
২৮) অপিনিহিতি – এর পরবর্তী ধাপ কি?
(ক) স্বরাগম
(খ) স্বরসঙ্গতি
(গ) স্বরভক্তি
(ঘ) অভিশ্রুতি
২৯) মূলত উত্তরবঙ্গের উপভাষা হল-
(ক) বরেন্দ্রী
(খ) বঙ্গালী
(গ) রাঢ়ী
(ঘ) ঝাড়খন্ডী
৩০) অপিনিহিতির ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষায় তা হল-
(ক) রাঢ়ী
(খ) বঙ্গালী
(গ) বরেন্দ্রী
(ঘ) ঝাড়খণ্ডী
by Anupam Dhar
What’s App: 7001880232
Founder of: www.sikkhalaya.in & www.wbnotes.in
শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলি দিয়ে দেওয়া হলোঃ
এমনই আরো প্রশ্নের সেট সমাধান করতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS