একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র
যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সুবিধার্থে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র (Class Eleven Second Semester Geography Question Paper) প্রদান করা হলো। এই একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন অনুশীলন করলে তোমরা তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে।
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিষ্টার ভূগোল প্রশ্নপত্র :
Part-A
1. যে-কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাওঃ 5*1=5
(ক) চিত্রসহ ভাঁজের গাঠনিক উপাপনগুলি সম্পর্কে লেখো।
(খ) চিত্রসহ একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো।
(গ) পৃথিবীর তাপমণ্ডলগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3*2=6
(ক) প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো।
(খ) ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
(গ) মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো।
(ঘ) এল নিনোর সঙ্গে ওয়াকার সঞ্চালনের সম্পর্ক ব্যাখ্যা করো।
3. যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাওঃ 2*2=4
(ক) পাদমূল প্রাচীর ও ঝুলন্ত প্রাচীর কী ?
(খ) পর্যায়নের সংজ্ঞা দাও।
(গ) জৈব যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝো ?
(ঘ) অ্যাকুইফিউজ কাকে বলে ?
Part-B
4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3*2=6
(ক) উদীয়মান শিল্প বলতে কী বোঝো ?
(খ) চিন কাগজ শিল্পে উন্নত কেন ?
(গ) রেলপথে পরিবহণের সুবিধাগুলি আলোচনা করো।
(ঘ) বর্তমানে তথ্যপ্রযুক্তি শিল্পের ক্রমশ উন্নতির কারণ লেখো।
5. যে-কোনো তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ 2*3=6
(ক) খনিজভিত্তিক শিল্প কাকে বলে ?
(খ) কাগজশিল্পের প্রধান কাঁচামালগুলি কী কী ?
(গ) জলপথকে ‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয় কেন ?
(ঘ) শিপিং লাইন ও শিপিং লেন কী ?
(ঙ) তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
(চ) বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে শিক্ষাদনকারী ব্যক্তিকে তুমি কোন্ অর্থনৈতিক কার্যাবলির মধ্যে ফেলবে এবং কেন ?
Part-C
6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ 3*2=6
(ক) করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ?
(খ) ভারতে মৌসুমি জলবায়ুর ওপর এল নিনো-দক্ষিণি দোলনের (ENSO) প্রভাব উল্লেখ করো।
(গ) ভারতে অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো।
(ঘ) ভারতের অরণ্য সংরক্ষণের গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো।
7. যে-কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাওঃ 2*1=2
(ক) মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ?
(খ) বিপর্যয়ের পূর্ববর্তী পর্যায়ে গৃহীত যে-কোনো দুটি ব্যবস্থাপনা উল্লেখ করো।