class-9-second-unit-test-geography-question

নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (সেট ২)

নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (সেট ২) । Class Nine Second Unit Test Geography Question (Set 2) প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine Geography Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল (Class Nine Second Unit Test Geography) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।   

নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (সেট ২) : 

 

দ্বিতীয় ইউনিট টেস্ট 

শ্রেণিঃ নবম     বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৪০     সময়ঃ ১ঃ৩০ ঘন্টা 

বিভাগ – ‘ক’

১) বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখোঃ ১*৭=৭ 

১.১) কলকাতার দ্রাঘিমা হল– (২২°৩০′ উত্তর / ৮২° ৩০′ পূর্ব / ৮৮°৩০′ পূর্ব / ৯২° পূর্ব)।

১.২) প্রত্যেকটি অক্ষরেখা– (অর্ধবৃত্ত / পূর্ণবৃত্ত / উপবৃত্ত / মহাবৃত্ত)।

১.৩) পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়– (উইলসন / ম্যাকেঞ্জি / পিঁচো / মরগান) -কে।

১.৪) ভারতের পূর্ব উপকূল হলো এক প্রকার– (উন্নত / অবনত / স্বাভাবিক / প্লাবন) সমভূমি।

১.৫) কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি– (ঝাড়খণ্ড / ওড়িশা / বিহার / অসম)।

১.৬ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়— (শিলিগুড়িকে / ক্যানিংকে / সুন্দরবনকে / দক্ষিণ দিনাজপুরকে )

১.৭) মূল মধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার মান— (০° / ৯০° পূর্ব / ৯০° পশ্চিম / ১৮০°)

 

বিভাগ – ‘খ’

২) নির্দেশানুসারে উত্তর দাওঃ 

ক) বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখোঃ ১*২=২ 

১) পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণ-পশ্চিম দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়।

২) অবরোহন ও আরোহন প্রক্রিয়া হল বহিঃস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ।

খ) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করোঃ ১*১=১ 

১) দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হল ____________।

গ) একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ ১*৩=৩ 

১) পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি ?

২) মূল মধ্যরেখা নিরক্ষরেখা কে কত ডিগ্রি কোণে ছেদ করে ?

৩) কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় ?

ঘ) স্তম্ভ মেলাওঃ ১*২=২ 

‘ক’ – স্তম্ভ‘খ’ – স্তম্ভ
(১) শুশুনিয়া পাহাড়(ক) B স্তর
(২) ইলুভিয়েশন(খ) বাঁকুড়া

 

বিভাগ – ‘গ’

৩) নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখোঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ২*৪=৮ 

৩.১) নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন ? অথবা, ভৌগোলিক জালক (Grid) কাকে বলে ?

৩.২) পাত কী ? অথবা, বাজাদা কী ?

৩.৩) নগ্নীভবন কাকে বলে ? অথবা, ধাপ চাষ কী ?

৩.৪) তাল কাকে বলে ? অথবা, ‘ত্রাসের নদী’ কাকে বলে এবং কেন ?

 

বিভাগ – ‘ঘ’

৪) নীচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ ৩*৪=১২ 

৪.১) দ্রাঘিমারেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো। অথবা, ভারতের প্রমাণ সময় বলতে কী বোঝো ?

৪.২) ছোটোনাগপুর মালভূমিকে ভারতের ‘খনিজ ভাণ্ডার’ বলা হয় কেন? অথবা, টীকা লেখোঃ গ্রস্ত উপত্যকা।

৪.৩) টীকা লেখোঃ আবহবিকার। অথবা, টীকা লেখোঃ হিউমাস।

৪.৪) টীকা লেখোঃ পশ্চিমি ঝঞ্ঝা। অথবা, টীকা লেখোঃ ম্যানগ্রোভ উদ্ভিদ 

 

বিভাগ – ‘ঙ’

৫) নীচের যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় করো। 

৫.২) পাতসংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো।

৫.৩) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (সেট ২)

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

class 9 bengali notes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top