পত্রলিখন । অষ্টম শ্রেণির বাংলা নির্মিতি
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পত্রলিখন । অষ্টম শ্রেণির বাংলা নির্মিতি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই চিঠিগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের ইউনিট টেস্ট তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। ইতিপূর্বেই আমাদের ওয়েবসাইটে তোমাদের অধ্যায়ভিত্তিক বাংলা পাঠ্যবইয়ের সকল প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।
পত্রলিখন । অষ্টম শ্রেণির বাংলা নির্মিতি :
১) বরেণ্য লেখকের বসতবাটী সংরক্ষণ বিষয়ে দৈনিক সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র রচনা করো।
সম্পাদক সমীপেষু
আনন্দবাজার পত্রিকা,
কলেজ স্ট্রিট,
কলকাতা: ৭০০০৭৩ ২৫/১১/২০২৫
বিষয়ঃ বরেণ্য লেখকের বসতবাটী সংরক্ষণ।
সবিনয় নিবেদন,
বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক সতীনাথ ভাদুড়ীর আবাসগৃহটি বিহারের পূর্ণিয়া জেলায় অনাদরে, অবহেলায় ভগ্নদশাপ্রাপ্ত। সতীনাথ ভাদুড়ী বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নক্ষত্র হিসেবে স্বীকৃত। তাঁর ‘জাগরী’ এবং ‘টোড়াই চরিতমানস’ উপন্যাস অত্যুজ্জ্বল কথাসাহিত্যরূপে মর্যাদা পেয়েছে। বহু পুরস্কারে সম্মানিত এই বিরল-ব্যক্তিত্বের অধিকারী লেখক বাংলাভাষা ও সাহিত্যের গর্ব। তাঁর বসতবাটীর এহেন দুরবস্থা দেখে অত্যন্ত বেদনা অনুভব করেছি। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আধিকারিকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অবিলম্বে ঐ আবাসগৃহটি সরকারি উদ্যোগে মেরামত করে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। বাড়ির ফটকে একটি প্রাসঙ্গিক ফলকস্থাপনও প্রয়োজন। সতীনাথ ভাদুড়ীর মতো মহান সাহিত্যিকের স্মৃতিবিজড়িত বসতবাটীকে ঐতিহ্যশালী-ভবন হিসেবে ঘোষণা করাও অত্যন্ত জরুরি।
আশা করি, আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।
হলদিবাড়ি, কোচবিহার নমস্কারান্তে
৭৩৫১২২ অনুপম ধর
২) জীর্ণ সেতু সংস্কার বিষয়ে দৈনিক সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র রচনা করো।
সম্পাদক সমীপেষু
আনন্দবাজার পত্রিকা,
কলেজ স্ট্রিট,
কলকাতা: ৭০০০৭৩ ২৫/১১/২০২৫
বিষয়ঃ জীর্ণ সেতু সংস্কার।
সবিনয় নিবেদন,
জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি শহরে অবস্থিত করলা নদীতে ১৯৬৫ সাল নাগাদ একটি সেতু নির্মিত হয়েছিল। তারপর বহুদিন এই গৌণ সেতুটির কোনো প্রকৃত রক্ষণাবেক্ষণ হয়নি। বর্তমানে এই সেতুটির জরাজীর্ণ অবস্থা। এই সেতু দিয়ে দিন-রাত অসংখ্য গাড়ি ও মানুষ যাতায়াত করে। কয়েকটি স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরাও এই সেতুটি নিয়মিত ব্যবহার করে। সেতুটির অবস্থা এতই বিপজ্জনক যে যেকোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। একারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে অবহিত করতে চাইছি। তাঁরা যদি অনুগ্রহ করে এবিষয়ে সত্বর পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে ভালো হয়। সেতুটির সংস্কার করা অবিলম্বে প্রয়োজন।
আশা করি, এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন।
জলপাইগুড়ি নমস্কারান্তে
৭৩৫১২২ অনুপম ধর
৩) জলাভূমি সংরক্ষণে পদক্ষেপগ্রহণ বিষয়ে দৈনিক সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র রচনা করো।
সম্পাদক সমীপেষু
আনন্দবাজার পত্রিকা,
কলেজ স্ট্রিট,
কলকাতা: ৭০০০৭৩ ২৫/১১/২০২৫
বিষয়ঃ জলাভূমি সংরক্ষণে পদক্ষেপগ্রহণ
সবিনয় নিবেদন,
হলদিবাড়ির বাবুপাড়া সংলগ্ন অঞ্চলে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে। সম্প্রতি ঐ জলাভূমির পশ্চিমাংশে জনৈক অসাধু প্রোমোটার ‘হলদিবাড়ি ভিলা’ নামে একটি বহুতল আবাসন বানানোর কাজে ঐ জলাভূমি বুজিয়ে নির্মাণকার্য চালাচ্ছেন। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই ভয়ংকর ঘটনাটি আমি সংশ্লিষ্ট পৌরসভার নজরে আনতে চাইছি। গোপনে এই ধরনের সবুজ ধ্বংসের প্রক্রিয়া সমস্ত অঞ্চলের বাস্তুতন্ত্রকে বিপন্ন করবে। এ ধরনের যেকোনো কাজই দেশের আইনবিরুদ্ধ। যত দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায়, ততই মঙ্গল। অবিলম্বে জলাভূমি বুজিয়ে নির্মাণকাজ স্থগিত করা হোক এবং দোষী প্রোমোটারকে গ্রেপ্তার করা হোক।
আশা করি, ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।
হলদিবাড়ি নমস্কারান্তে
৭৩৫১২২ অনুপম ধর
৪) হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে পদক্ষেপগ্রহণ বিষয়ে দৈনিক সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র রচনা করো।
সম্পাদক সমীপেষু
আনন্দবাজার পত্রিকা,
কলেজ স্ট্রিট,
কলকাতা: ৭০০০৭৩ ২৫/১১/২০২৫
বিষয়ঃ হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে পদক্ষেপগ্রহণ
সবিনয় নিবেদন,
বিগত বেশ কয়েক মাস ধরে হলদিবাড়ি সদর হাসপাতালের সামনে কিছু অসামাজিক যুবক দিবারাত্রি উচ্চস্বরে মাইক বাজিয়ে চলেছে। এরফলে স্থানীয় মানুষের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রুগীদের অশেষ বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও গুরুতর রোগে আক্রান্ত রোগী, যারা হাসপাতালে ভর্ত্তি রয়েছে, তাদের মানসিক ও শারীরিক অসুস্থতা আরো বৃদ্ধি পাচ্ছে। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই সমস্যাটি আমি সংশ্লিষ্ট পৌরসভার নজরে আনতে চাইছি। এ ধরনের যেকোনো কাজই আইনবিরুদ্ধ। যত দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায়, ততই মঙ্গল। অবিলম্বে হাসপাতাল চত্ত্বরকে অসামাজিক কর্মকান্ড থেকে মুক্ত করা হোক এবং রোগীদের স্বাস্থ্য সুনিশ্চিত করা হোক।
আশা করি, ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।
হলদিবাড়ি নমস্কারান্তে
৭৩৫১২২ অনুপম ধর























