অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (মান ৫০)
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Class Eight Second Unit Test Bengali Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৫০ নম্বরের বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (মান ৫০) :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ৫০ সময়ঃ ১ ঘন্টা ৪৫ মিনিট
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ৫*১=৫
১) কবি যার মতো পাশে দাঁড়াতে বলেছেন – (মাছ / ফুল / পাখি / মনীষী)।
২) রমার ভাইয়ের নাম – (রমেশ / বেণী / যতীন / আকবর)।
৩) কবি শুকনো গাছটিকে দেখেছিলেন – (রাস্তায় / ফুটপাথে / গলির মোড়ে / ট্যাক্সিতে)।
৪) আম, লিচুর বীজ পাকে যে মাসে – (বৈশাখ / জৈষ্ঠ / আষাঢ় / শ্রাবণ) ।
৫) আলমারি ভেঙে বই নামিয়েছিল – (অম্বল / টুকাই / ডাম্বল / তপন) ।
খ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ১০টি) ১০*১=১০
১) মাস্তুলে দীপ জ্বলে কেনো?
২) ডাম্বলকে ইস্কুলে ভর্ত্তি করা হয় নি কেনো?
৩) ‘দু-পহর’ শব্দের অর্থ কী?
৪) উঠানেতে কী কী শুকাচ্ছে?
৫) লেখকের বর্ণনা অনুসারে তখনকার নাটোরের মহারাজার নাম কী ছিল?
৬) বেণী জল বার করতে চায় নি কেন?
৭) ‘বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়’- বৃক্ষশিশু কোথায় নিদ্রা যায়?
৮) বুকু কোন স্কুলে ভর্ত্তি হয়েছিল?
৯) ‘দু-পহর’ শব্দের অর্থ কী?
১০) ‘নাটরের খুব আগ্রহ’- কোন প্রসঙ্গে তাঁর আগ্রহের কথা এখানে বলা হয়েছে?
১১) উঠানেতে কী কী শুকাচ্ছে?
১২) ‘ডিঙিও ভাসিছে কার জলে’- ডিঙিটি কেমন?
গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ৫*৩=১৫
১) ‘মানুষ বড়ো কাঁদছে’- কী কারণে কবি এই কথা বলেছেন?
২) ‘মানুষ খাঁটি কিনা বোঝা যায় শুধু টাকার সম্পর্কে’- কে, কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন একথা বলেছিল?
৩) ‘ছন্নছাড়া’ কবিতায় ‘গাছটি’ কীভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে?
৪) ‘নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়’- উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো।
৫) ‘যেন ইন্দ্রপুরী’- কীসের সঙ্গে ‘ইন্দ্রপুরী’র তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন?
৬) ‘স্বপ্নে যে বেদনা আছে’- কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি?
৭) ‘একেই বলে রাজ সমাদর’- উদ্ধৃতিটির আলোকে নাটোরের মহারাজার অতিথি-বাৎসল্যের পরিচয় দাও।
ঘ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ৫*২=১০
১) লক্ষ্মণ মহাজনের বাড়িতে অপু কী কী খেয়েছিল?
২) অপু এবং দুর্গার রেলের রাস্তা দেখার অভিজ্ঞতাটি বর্ণনা করো।
৩) কড়ি খেলাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল?
৪) বিশালাক্ষী দেবী ওলাওঠার মড়ক থেকে রক্ষা পাবার জন্য কি বলেছিল?
৫) অপু অমলাদের বাড়িতে কী কী দেখেছিল?
৬) “তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠিল”- এখানে কার কথা বলা হয়েছে? কেন একথা বলা হয়েছে?
ঙ) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ৫*১=৫
১) চোখ অথবা মাথা দিয়ে ভিন্ন ভিন্ন অর্থে তিনটি বাক্য রচনা করো। ১
২) আলংকারিক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। ১
৩) লগ্ন প্রশ্ন কাকে বলে? উদাহরণ দাও। ১
৪) ক্রিয়া বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। ১
৫) বিশেষণের বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। ১
৬) সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও। ১
চ) যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করোঃ ৫*১=৫
১) তোমার দিদির বিয়ে উপলক্ষ্যে তুমি পাঁচদিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারো নি – ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র রচনা করো।
২) তোমার পাড়ার পথবাতিগুলি দীর্ঘদীন ধরে অকেজো হয়ে রয়েছে – এই বিষয়ে কোনো একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র রচনা করো।