প্রথম সেমিস্টার ইতিহাস MCQ প্রশ্ন । একাদশ শ্রেণি
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য আরো একটি প্রথম সেমিস্টার ইতিহাস MCQ প্রশ্ন প্রদান করা হলো। একাদশ শ্রেণির ইতিহাস বিষয়ে প্রস্তুতি নিতে এই প্রশ্নপত্রটি সহায়ক হয়ে উঠবে।
শ্রেণিঃ একাদশ বিষয়ঃ ইতিহাস
বিষয় এককঃ ইতিহাস চেতনা (প্রথম অধ্যায়)
পুর্ণমানঃ ৩০ সময়ঃ ৪০ মিনিট
প্রথম সেমিস্টার ইতিহাস MCQ প্রশ্ন । একাদশ শ্রেণি :
১) ইতিহাসের জনক বলা হয়-
ক) সক্রেটিসকে
খ) হেরোডোটাসকে
গ) প্লেটোকে
ঘ) জাস্টিনকে
২) প্রাচীন সভ্যতার কাল নির্ণয়ের কাজে ব্যবহৃত রেডিয়ো কার্বন পদ্ধতিটি আবিষ্কৃত হয়-
ক) ১৯২৯ খ্রিস্টাব্দে
খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
৩) প্রাক্-ইতিহাসের সময়কাল হল-
ক) ১৪০০০০-৪০০০ খ্রিস্টপূর্বাব্দ
খ) ১০০০০০-২০০০ খ্রিস্টপূর্বাব্দ
গ) ২০০০০০০-৩০০০ খ্রিস্টপূর্বাব্দ
ঘ) ৮০০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দ
৪) কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল-
ক) প্রাচীন প্রস্তর যুগে
খ) নব্য প্রস্তর যুগে
গ) মধ্য প্রস্তর যুগে
ঘ) তাম্র-ব্রোঞ্জ যুগে
৫) ‘প্রাক্ ইতিহাস’ শব্দটির অর্থ কী?
ক) ‘প্রায়-ইতিহাস’ ও ‘ইতিহাস’-এর মধ্যবর্তী সময়কাল
খ) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
গ) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
ঘ) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত
৬) ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণীর আবির্ভাব ঘটেছিল-
ক) প্রাগৈতিহাসিক যুগে
খ) আধুনিক যুগে
গ) প্রায়-ইতিহাস যুগে
ঘ) ঐতিহাসিক যুগে
৭) প্রাক্-ইতিহাস হল-
ক) প্রস্তর যুগ
খ) তাম্র যুগ
গ) লৌহ যুগ
ঘ) বরফ যুগ
৮) প্রাগৈতিহাসিক যুগের পরের যুগ হল-
ক) ঐতিহাসিক যুগ
খ) আর্কিওজোয়িক যুগ
গ) প্রায় ইতিহাস যুগ
ঘ) কোনোটিই নয়
৯) প্রায়-ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন হল-
ক) হরপ্পা সভ্যতা
খ) মায়া সভ্যতা
গ) আর্য সভ্যতা
ঘ) চৈনিক সভ্যতা
১০) ‘Historia’ যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে, তা হল-
ক) গ্রিক
খ) ইংরেজি
গ) লাতিন
ঘ) ফরাসি
১১) এ পর্যন্ত সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে-
ক) অস্ট্রেলিয়ায়
খ) দক্ষিণ আমেরিকায়
গ) উত্তর আমেরিকায়
ঘ) আফ্রিকায়
১২) “ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন” মন্তব্যটি করেছেন-
ক) ই এইচ কার
খ) অ্যাক্টন
গ) আলবিরুনি
ঘ) কলহন
১৩) রেডিয়ো কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন-
ক) উইলার্ড ফ্রাঙ্ক লিবি
খ) দয়ারাম সাহানি
গ) লেকি দম্পতি
ঘ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
১৪) ইতিহাস রচনার মূলভিত্তি হল-
ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) অলিখিত
ঘ) লিখিত
১৫) নীচের কোন্ সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন?
ক) সিন্ধু সভ্যতার মানুষ
খ) সুমেরীয় সভ্যতার মানুষ
গ) মিশরীয় সভ্যতার মানুষ
ঘ) মেসোপটেমিয়ার মানুষ
১৬) অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন-
ক) জেমস প্রিন্সপ
খ) দয়ারাম সাহানি
গ) এ এল ব্যাসাম
ঘ) হোমার
১৭) হায়ারোগ্লিফিক প্রাচীন কোন্ দেশের লিপি ছিল?
ক) মিশরের
খ) গ্রিসের
গ) সুমেরের
ঘ) মেসোপটেমিয়ার
১৮) পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল-
ক) ইলিয়াড
খ) ওডিসি
গ) মহাভারত
ঘ) রামায়ণ
১৯) কিউনিফর্ম লিপির অপর নাম হল-
ক) চিত্রলিপি
খ) হায়ারোগ্লিফিক লিপি
গ) দেবলিপি
ঘ) কোনাক্ষর লিপি
২০) ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থটি থেকে কোন্ অঞ্চলের ইতিহাস জানা যায়?
ক) গুজরাট
খ) মহারাষ্ট্র
গ) বাংলা
ঘ) কাশ্মীর
২১) ‘ইন্ডিকা’র রচয়িতা ছিলেন-
ক) মেগাস্থিনিস
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) কৌটিল্য
ঘ) সেলুকাস
২২) ‘মুদ্রারাক্ষস’ গ্রন্থের রচয়িতা-
ক) বিশাখ দত্ত
খ) ভাস
গ) কালিদাস
ঘ) ভারবি
২৩) ‘Wealth of Nation’ গ্রন্থের লেখক-
ক) জন লক
খ) কোয়েসনে
গ) অ্যাডাম স্মিথ
ঘ) র্যাঙ্কে
২৪) ‘তবাকত-ই-নাসিরি’ গ্রন্থের রচয়িতা হলেন-
ক) ইসামি
খ) ইয়াহিয়া বিন আহমেদ
গ) মিনহাজ উস সিরাজ
ঘ) আলবিরুনি
২৫) ‘হুমায়ুননামা’ লিখেছেন-
ক) বাবর
খ) গুলবদন বেগম
গ) হুমায়ুন
ঘ) আবুল ফজল
২৬) ‘অন্ধকার যুগ’ কথাটি প্রথম ব্যবহার করেছেন—
ক) সেন্ট লুই
খ) সেন্ট পল
গ) পেত্রার্ক
ঘ) অ্যাডাম স্মিথ
২৭) ইউরোপে মধ্যযুগের সূচনা হয়-
ক) ৪২৬ খ্রি.
খ) ৪৪৬ খ্রি.
গ) ৪৭৬ খ্রি.
ঘ) ৪৮৬ খ্রি.
২৮) ‘আকবরনামা’ লিখেছেন-
ক) আবুল ফজল
খ) বারনি
গ) বদাউনি
ঘ) গুলবদন
২৯) ‘তহকিক-ই-হিন্দ’ গ্রন্থের রচয়িতা হলেন-
ক) মিনহাজ উস সিরাজ
খ) সামসুদ্দিন সিরাজ আফিফ
গ) আলবিরুনি
ঘ) হাসান নিজামি
৩০) ভারতে ক-টি পুরাণ আছে?
ক) ১৫টি
খ) ১৬টি
গ) ১৮টি
ঘ) ২২টি
by Anupam Dhar
What’s App: 7001880232
Founder of: www.sikkhalaya.in & www.wbnotes.in