class-eleven-first-semester-pol-science-question

Class Eleven First Semester Pol Science Question

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের WBNOTES.INSIKKHALAYA.IN ওয়েবসাইটের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রস্তুতির লক্ষ্যে নিম্নে Class Eleven First Semester Pol Science Question প্রদান করা হলো। শিক্ষার্থীদের সুবিধার্থে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নগুলির উত্তরও নিম্নে প্রদান করা হয়েছে।

Class Eleven First Semester Pol Science Question : 

 

শ্রেণিঃ একাদশ   বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান

বিষয় এককঃ ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ

পূর্ণমানঃ ৩০  সময়ঃ ৪০ মিনিট

১) সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

ক) 1945 খ্রিস্টাব্দে

খ) 1947 খ্রিস্টাব্দে

গ) 1946 খ্রিস্টাব্দে

ঘ) 1948 খ্রিস্টাব্দে

 

২) গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন-

ক) ড. রাজেন্দ্র প্রসাদ

খ) ড. বি আর আম্বেদকর

গ) ড. সচ্চিদানন্দ সিংহ

ঘ) আচার্য কৃপালিনী

 

৩) গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল-

ক) 26 নভেম্বর, 1949

খ) 26 জানুয়ারি, 1949

গ) 26 জানুয়ারি, 1950

ঘ) 25 জানুয়ারি, 1949

 

৪) গণপরিষদের প্রথম অধিবেশন বসে-

ক) মুম্বাইয়ে

খ) দিল্লিতে

গ) চেন্নাইয়ে

ঘ) কলকাতায়

 

৫) ভারতের সংবিধান কবে কার্যকর হয়?

ক) 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট

খ) 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট

গ) 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর

ঘ) 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি

 

৬) গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কে নিযুক্ত হন?

ক) জওহরলাল নেহরু

খ) বল্লভভাই প্যাটেল

গ) রাজেন্দ্র প্রসাদ

ঘ) মৌলানা আবুল কালাম আজাদ

 

৭) ভারতীয় সংবিধানের রূপকার হলেন-

ক) ড. রাজেন্দ্র প্রসাদ

খ) ড. বি আর আম্বেদকর

গ) সোমনাথ লাহিড়ি

ঘ) জওহরলাল নেহরু

 

৮) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি যুক্ত হয়েছিল-

ক) 38 তম সংশোধনে

খ) 42 তম সংশোধনে

গ) 40 তম সংশোধনে

ঘ) 54 তম সংশোধনে

 

৯) ভারতীয় সংবিধানের কোন্ অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে?

ক) তৃতীয়

খ) পঞ্চম

গ) চতুর্থ

ঘ) ষষ্ঠ

 

১০) ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) জওহরলাল নেহেরু

খ) সর্দার বল্লভভাই প্যাটেল

গ) রাজেন্দ্র প্রসাদ

ঘ) লালবাহাদুর শাস্ত্রী

 

১১) স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

ক) মৌলানা আবুল কালাম আজাদ

খ) জি. ভি. মভলঙ্কর

গ) সর্দার বল্লভভাই প্যাটেল

ঘ) কে. এম. মুন্সী

 

১২) ‘সমাজতান্ত্রিক’ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কীভাবে যুক্ত হয়?

ক) 1952 সালের দ্বিতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে

খ) 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে

গ) 1971 সালের 24তম সংবিধান সংশোধনের মাধ্যমে

ঘ) 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে

 

১৩) বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপসিল আছে?

ক) ৪ টি

খ) 10 টি

গ) 12 টি

ঘ) 13 টি

 

১৪) কে. সি. হোয়ার ভারতীয় সংবিধানকে কী বলে অভিহিত করেছেন?

ক) যুক্তরাষ্ট্র প্রতিম

খ) আকৃতিতে যুক্তরাষ্ট্র প্রকৃতিতে এককেন্দ্রিক

গ) সমবায়িক যুক্তরাষ্ট্র

ঘ) যুক্তরাষ্ট্র

 

১৫) ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার 62 বছরের মধ্যে কতবার সংশোধিত হয়েছে?

ক) 95 বার সংশোধিত হয়েছে

খ) 97 বার সংশোধিত হয়েছে

গ) 96 বার সংশোধিত হয়েছে

ঘ) 98 বার সংশোধিত হয়েছে

 

১৬) কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি ‘সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র’ বলে ঘোষণা করা হয়?

ক) 42 তম

খ) 43 তম

গ) 44 তম

ঘ) 45 তম

 

১৭) ভারতীয় সংবিধান কীরূপ?

ক) সুপরিবর্তনীয়

খ) দুষ্পরিবর্তনীয়

গ) আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয়

ঘ) কঠোরভাবে দুষ্পরিবর্তনীয়

 

১৮) ভারতের সংবিধানে কীরূপ শাসনব্যবস্থা গৃহীত হয়েছে?

ক) সংসদীয়

খ) আধা-রাষ্ট্রপতি-শাসিত

গ) আধা-সংসদীয়

ঘ) রাষ্ট্রপতি-শাসিত

 

১৯) লিখিত সংবিধানে প্রাধান্য থাকে-

ক) শাসন বিভাগের

খ) রাষ্ট্রীয় সংগঠনের

গ) আইন বিভাগের

ঘ) বিচার বিভাগের

 

২০) কোন্ দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে?

ক) কানাডার

খ) ব্রিটেনের

গ) আয়ার্ল্যান্ডের

ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের

 

২১) সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দযুগল এসেছে কোন্ খ্রিস্টাব্দের সংশোধনের মাধ্যমে?

ক) 1950

খ) 1977

গ) 1976

ঘ) 1986

 

২২) ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন-

ক) রাষ্ট্রপতি

খ) সংসদ

গ) সুপ্রিমকোর্ট

ঘ) কেন্দ্রীয় মন্ত্রীসভা

 

২৩) ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য ক-টি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে?

ক) 10টি

খ) 12টি

গ) 11টি

ঘ) 13টি

 

২৪) নির্দেশমূলক নীতিগুলি উল্লিখিত হয়েছে সংবিধানের কোন্ অংশে?

ক) তৃতীয় অংশে

খ) পঞ্চম অংশে

গ) চতুর্থ অংশে

ঘ) ষষ্ঠ অংশে

 

২৫) ভারতে কীরূপ নাগরিকত্ব স্বীকৃত?

ক) এক নাগরিকত্ব

খ) বিশ্বনাগরিকত্ব

গ) দ্বি-নাগরিকত্ব

ঘ) বহু নাগরিকত্ব

 

২৬) পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের কোন অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন?

ক) প্রস্তাবনাকে

খ) মৌলিক অধিকারকে

গ) সংবিধানের মূল অংশকে

ঘ) নির্দেশমূলক নীতিকে

 

২৭) সংবিধানের কত নং ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য-তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে?

ক) 212

খ) 249

গ) 230

ঘ) 325

 

২৮) 1988 খ্রিস্টাব্দের কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে?

ক) 42

খ) 61

গ) 44

ঘ) 85

 

২৯) ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বন্ধ করা হয়?

ক) 51 তম

খ) 61 তম

গ) 52 তম

ঘ) 62 তম

 

৩০) ভারতীয় সংসদীয় ব্যবস্থা কোন্ দেশের অনুকরণে গৃহীত হয়েছে?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র

খ) কানাডা

গ) ফ্রান্স

ঘ) ব্রিটেন

by Anupam Dhar

What’s App: 7001880232

Founder of: www.sikkhalaya.in & www.wbnotes.in

শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলি দিয়ে দেওয়া হলোঃ

Class Eleven First Semester Pol Science Question

এমনই আরো প্রশ্নের সেট সমাধান করতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

Class Eleven First Semester Pol Science Question

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top