একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্ন
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্ন প্রদান করা হলো। এই ৩৫ নম্বরের মডেল ভূগোল প্রশ্নসেট সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের প্রথম সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্ন :
1. শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য কীরূপ?
ক) প্রাকৃতিক খ) মানবিক গ) অর্থনৈতিক ঘ) সাংশ্লেষিক
2. ‘ge’ এবং ‘graphos’ শব্দ দুটি যে ভাষা থেকে গৃহীত, তা হল –
ক) ফরাসি খ) গ্রিক গ) স্প্যানিশ ঘ) রুশ
3. ভূগোল আলোচনার মূল দুটি উপাদান হল-
ক) জলবায়ু ও মৃত্তিকা খ) প্রকৃতি ও মানুষ গ) যোগাযোগ ও জনবসতি ঘ) মানুষ ও অর্থনীতি
4. ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতের যততম গ্রহ-
ক) তৃতীয় খ) পঞ্চম গ) সপ্তম ঘ) চতুর্থ
5. সূর্যের আনুমানিক বয়স প্রায়-
ক) 2 বিলিয়ন বছর খ) ৫ লক্ষ বছর গ) ৫ বিলিয়ন বছর ঘ) ১০ লক্ষ বছর
6. আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হল-
ক) সোমব্রেরো খ) পিনহুইল গ) আন্দ্রোমেদা ঘ) ট্রায়ানগুলাম
7. ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ প্রায়-
ক) 6400 কিমি খ) 6434 কিমি গ) 6371 কিমি ঘ) 6390 কিমি
8. মহাসাগরীয় বা সামুদ্রিক ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল-
ক) কংপ্লোমারেট খ) ব্যাসন্ট গ) শেল ঘ) গ্র্যানাইট
9. ভূত্বক ও গুরুমণ্ডল মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত স্তরটিকে বলা হয়-
ক) ক্রোফেসিমা খ) নিফেসিমা গ) অন্তাকেন্দ্রমণ্ডল ঘ) অ্যাসগেনোস্ফিয়ার
10. অন্তর্জাত প্রক্রিয়া কয়ভাবে সংঘটিত হয়?
ক) চার খ) দুই গ) পাঁচ ঘ) তিন
11 . নীচের কোনটি অন্তর্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত?
ক) পুঞ্জিত ক্ষয় খ) আবহবিকার গ) গিরিজনি প্রক্রিয়া ঘ) দ্রবণ
12. অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কীভাবে কাজ করে?
ক) উল্লম্বভাবে খ) অনুভূমিকভাবে গ) উল্লম্বভাবে ও অনুভূমিকভাবে ঘ) তির্যকভাবে
13. বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়?
ক) ওজোন খ) নাইট্রোজেন গ) অক্সিজেন ঘ) ধূলিকণা
14. বৈপরীত্য উত্তাপ লক্ষ করা যায় বায়ুমন্ডলের যে স্তরে, সেটি হল-
ক) আয়নোস্ফিয়ার খ) স্ট্যাটোস্ফিয়ার গ) ট্রপোস্ফিয়ার ঘ) মেসোস্ফিয়ার
15. সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে –
ক) ওজোন খ) আর্গন গ) জেনন ঘ) ক্রিপটন
16. ভাববাদীদের চিন্তাভাবনা-
ক) সূত্র তৈরি খ) বর্ণনামূলক গ) তাত্ত্বিক রচনা ঘ) সবকটিই ঠিক
17. ভূগোলে পরিসংখ্যান পদ্ধতির অন্তর্ভুক্তি ঘটে যে সময়ে-
ক) 1850-এর দশকের শেষ ভাগে খ) 1920-এর দশকের শেষ ভাগে গ) 1900 -এর দশকের শেষ ভাগে ঘ) 1950-এর দশকের শেষ ভাগে
18. থামা এবং শুরু নিয়ন্ত্রণবাদের অপর নাম-
ক) সম্ভবনাবাদ খ) নব্য নিয়ন্ত্রণবাদ গ) নিয়ন্ত্রণবাদ ঘ) এগুলির কোনোটিই নয়
19. মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ-
ক) মানব বুদ্ধিমত্তা খ) মানুষের উপলগি গ) প্রযুক্তি ঘ) অমানবীয় সৌভাতৃত্ববোধ
20. সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত-
ক) কৃষিকাজ খ) পরিবহণ গ) শিল্পকর্ম ঘ) পরামর্শদান
21. ‘পর্যটন’ যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, তা হল-
ক) প্রাথমিক ক্ষেত্র খ) দ্বিতীয় ক্ষেত্র গ) তৃতীয় ক্ষেত্র ঘ) চতুর্থ ক্ষেত্র
22. সেবাক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় –
ক) সাদা পোশাকের কর্মী খ) লাল পোশাকের কর্মী গ) নীল পোশাকের কর্মী ঘ) গোলাপী পোশাকের কর্মী
23. ‘পেশাদার পরামর্শদান’ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ, তা হল-
ক) টার্শিয়ারি ক্রিয়াকলাপ খ) কোয়াটারনারি ক্রিয়াকলাপ গ) কুইনারি ক্রিয়াকলাপ ঘ) এগুলির কোনোটিই নয়
24. উত্তর-পূর্ব ভারতের ঝুম চাষ যে কৃষি পদ্ধতির অন্তর্গত –
ক) স্থায়ী আদিম কৃষির খ) স্থানান্তর কৃষির গ) প্রগাঢ় কৃষির ঘ) ব্যাপক কৃষির
25. মধ্য আফ্রিকার ধান চাষ যে কৃষি পদ্ধতির অন্তর্গত –
ক) জীবিকাসস্থাভিত্তিক কৃষির খ) প্রগাঢ় কৃষির গ) স্থায়ী আদিম কৃষির ঘ) স্থানান্তর কৃষির
26. ‘স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার’ বলা হয় যে কৃষি পদ্ধতিকে –
ক) স্থানান্তর খ) স্থায়ী গ) আদিম ঘ) বাগিচা
27. স্থানান্তর কৃষির জমির মালিকানা থাকে –
ক) শ্রমিকদের খ) কৃষকদের গ) বাস্তুহারাদের ঘ) যাযাবর আদিম উপজাতির
২8. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কোন্ শহরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে?
ক) এলাহাবাদ খ) লখনউ গ) আমেদাবাদ ঘ) দিল্লি
২9. বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল –
ক) 6 খ) 8 গ) 7 ঘ) 9
30. কত সালে ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয়?
ক) ২০১৩, ৬ই মে খ) ২০১৪, ২রা জুন গ) ২০১৫, ৭ই মে ঘ) ২০১৪, ৯ই মার্চ
31. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ –
ক) দোদাবেতা খ) অমরকন্টক গ) আনাইমুদি ঘ) নীলগিরি
32. ভূস্বর্গ নামে পরিচিত –
ক) ইম্ফল উপত্যকা খ) কাশ্মীর উপত্যকা গ) দুন উপত্যকা ঘ) এগুলির কোনোটিই নয়
33. সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত তা হল –
ক) কারাকোরাম খ) পিরপঞ্জাল গ) জাস্কর ঘ) কাশ্মীর
34. গঙ্গা সমভূমির নতুন পলিমাটিযুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে বলে –
ক) ভাবর খ) তরাই গ) বেত ঘ) খাদার
35. গঙ্গার প্রধান উপনদী হল –
ক) অলক নন্দা খ) ভাগীরথী গ) যমুনা ঘ) সবরমতী