class-eleven-second-semester-bengali-model-queston-paper

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে www.wbnotes.in ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র প্রদান করা হলো। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদানের পূর্বে এই একাদশ শ্রেণির মডেল বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্রটি সমাধানের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা বিষয়ের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে। 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র : 

 

শ্রেণিঃ একাদশ (সেমিস্টার ২) বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ২ ঘন্টা  

১) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

১.১) প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি আসলে আত্ম-আবিষ্কারের গল্প- বিষয়বস্তুর নিরিখে মন্তব্যটি ব্যাখ্যা করো। ৫ 

১.২) ‘ছুটি’ গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে পরিণতি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। ৫ 

২) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। ২+৩

২.২) লালন শাহ কে ছিলেন? পাঠ্য ‘লালন শাহ ফকিরের গান’ কবিতার বিষয়বস্তু আলোচনা করো। ২+৩

৩) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘আগুন’ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ৫

৩.২) ‘আগুন’ নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে যে চিত্রটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ৫ 

৪) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) ‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাঠের আর কোন গুণগুলির কথা উল্লেখ করেছেন? তাঁর কাছে কবির গান অসম্পূর্ণ মনে না হওয়ার কারণ কী? ২+৩   

৪.২) ‘আজব শহর কলকেতা’-য় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা অর্জন করেন? ২+৩ 

৪.৩) মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব সম্পর্কে লেখো। আঁদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? ২+৩ 

৪.৪) ‘বাড়ির আড্ডায় ‘মেল’ মেলে না’- এরূপ উক্তি কেন করা হয়েছে? লেখক কোথায়, কাদের সঙ্গে আড্ডা দিতেন? ২+৩ 

৫) অনধিক ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫

৫.২) বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে আলোচনা করো। ৫ 

৫.৩) ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে লেখো। ৫ 

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০*১=১০

৬.১) নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০ 

sobujayon bonam nogorayon

WWW.WBNOTES.IN

৬.২) প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০ 

বিতর্কের বিষয়ঃ দূরদর্শনের প্রভাবে সমস্যা জর্জরিত হচ্ছে মানবজীবন। 

মতের পক্ষেঃ দূরদর্শনের খারাপ প্রভাব নিয়ে আজ অনেকেই সোচ্চার। এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ এখন বেশিরভাগ সময় দূরদর্শনের সামনে বসে কাটায়। ফলে তাদের নিত্যকর্মে ব্যাঘাত ঘটে। এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পড়াশোনার কথা। মানুষ ভুলতে বসেছে সামাজিক আদানপ্রদানের প্রয়োজনীয়তা। এর কোনো কোনো অনুষ্ঠানে থাকে নৈতিক অধঃপতনের বীজ। বর্তমান সমাজে কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই দূরদর্শনকে দায়ী করে। তাই বলা যায়, দূরদর্শন মানবজীবনে যতই আনন্দের ব্যবস্থা করে থাক, তার কু-প্রভাব কোনো অংশে কম নয়।

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা মডেল প্রশ্নপত্র

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা সম্পূর্ণ নোট দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?