class-nine-first-unit-test-history-question

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Nine First Unit Test History Question

নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Nine First Unit Test History Question প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine History First Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস (Class Nine First Unit Test History) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।   

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । Class Nine First Unit Test History Question : 

 

শ্রেণিঃ নবম      বিষয়ঃ ইতিহাস

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ৫*১৪=৫ 

ক) ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?- ১৭৮৮/১৭৮৯/১৭৯০/১৭৯১ সালে।

খ) ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থটি রচনা করেন- ভলতেয়ার/মন্তেষ্কু/রুশো/ডেনিস দিদেরো।

গ) ‘সামাজিক চুক্তি’ বা ‘সোশ্যাল কনট্র্যাক্ট’ গ্রন্থটি রচনা করেন- ভলতেয়ার/মন্তেষ্কু/রুশো/ডেনিস দিদেরো।

ঘ) ১৯৮৯ খ্রিষ্টাব্দের _________ তারিখে বাস্তিল দুউরগের পতন ঘটে।

ঙ) নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনশাল হিসেবে নিযুক্ত হন?- ৫/১০/১৫/আজীবন।

 

২) স্তম্ভ মেলাওঃ ৪*১=৪ 

বামদিক

ডানদিক

ক) চতুর্দশ লুই(i) আমার পরই আসছে মহাপ্রলয়
খ) পঞ্চদশ লুই(ii) রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে
গ) ষোড়শ লুই(iii) আমিই রাষ্ট্র
ঘ) রোবসপিয়ার(iv) আমি যা ইচ্ছা করি তা-ই আইন

 

৩) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৫*১=৫ 

ক) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন?

খ) সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম লেখো।

গ) গিলোটিন কী?

ঘ) নেপোলিয়ন কবে ‘ব্যাংক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?

ঙ) কবে, কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে? 

 

৪) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৫*২=১০  

ক) করভি কী?

খ) ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়?

গ) ধর্ম মীমাংসা চুক্তি কী?

ঘ) ব্যাক্তি ও নাগরিকের অধিকার ঘোষোণায় কী বলা হয়েছিল? 

ঙ) শত দিবসের রাজত্ব কাকে বলে? 

 

৫) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৪= ৮ 

ক) টীকা লেখোঃ টেনিস কোর্টের শপথ। 

খ) কোড নেপোলিয়ন সম্পর্কে যা জান লেখো। 

গ) টীকা লেখোঃ স্পেনীয় ক্ষত। 

ঘ) নেপোলিয়নের রাশিয়া অভিযানের গুরুত্ব আলোচনা করো। 

 

৬) যে-কনো একটি প্রশ্নের উত্তর দাও। ১*৮=৮ 

ক) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। 

খ) নেপোলিয়ন কীভাবে ফ্রান্সে ক্ষমতা দখল করেন তা আলোচনা করো। 

গ) মহাদেশীয় অবরোধ ব্যবস্থার পরিচয় দাও।  

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

class 9 bengali notes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top