নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন । Class Nine Second Unit Test Geography Question প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine Geography Second Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল (Class Nine Second Unit Test Geography) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ নবম বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ঃ৩০ ঘন্টা
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১*৭=৭
(i) ইউরোপ ও এশিয়ার সীমান্তে ইউরাল পর্বত একটি-
(a) ভঙ্গিল পর্বত
(b) স্তূপ পর্বত
(c) সঞ্চয়জাত পর্বত
(d) ক্ষয়জাত পর্বত
(ii) নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হয় বলে-
(a) অভিসারী পাত সীমান্তে
(b) নিরপেক্ষ পাত সীমান্তে
(c) প্রতিসারী পাত সীমান্তে
(d) গঠনকারী পাত সীমান্তে
(iii) কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য-
(a) 6 ঘণ্টা
(b) 12 ঘণ্টা
(c) 24 ঘণ্টা
(d) 30 ঘণ্টা
(iv) জাপানের ফুজিয়ামা যে শ্রেণির পর্বতের উদাহরণ তা হল-
(a) আগ্নেয় পর্বত
(b) ভঙ্গিল পর্বত
(c) স্তূপ পর্বত
(d) ক্ষয়জাত পর্বত
(v) ধস এক ধরনের-
(a) ক্ষয়ীভবন
(b) পুঞ্জিত ক্ষয়
(c) আবহবিকার
(d) সঞ্চয়
(vi) প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাটি হল-
(a) মুর্শিদাবাদ
(b) মালদা
(c) বর্ধমান
(d) বাঁকুড়া
(vii) ‘রাঢ়’ কথার অর্থ-
(a) পাথুরে জমি
(b) সমভূমি
(c) জলাভূমি
(d) কৃষ্ণমৃত্তিকা
খ) সত্য ও মিথ্যা নির্ণয় করোঃ ১*২=২
(i) ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ স্তূপ পর্বতে দেখা যায়।
(ii) তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
গ) শূন্যস্থান পূরণ করোঃ ১*২=২
(i) পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেলস্টেশন _____________ ।
(ii) নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ___________ সমভূমি গঠন করে।
ঘ) স্তম্ভ মেলাওঃ ১*৩=৩
‘ক’ স্তম্ভ (i) নরওয়ের উপকূলীয় সমভূমি (ii) অক্ষরেখা. (iii) দ্রাঘিমারেখা | ‘খ’ স্তম্ভ (a) অর্ধবৃত্ত (b) তরঙ্গ কর্তিত সমভূমি (c) পূর্ণবৃত্ত |
ঙ) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ ১*১=১
(i) সমসত্ত্ব শিলায় কী ধরনের আবহবিকার বেশি ঘটে ?
চ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*৪=৮
(i) সমাক্ষরেখা কাকে বলে ?
(ii) মোনাডনক কাকে বলে ?
(iii) এলুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়া কাকে বলে ?
(iv) মহানগর কাকে বলে ?
ছ) যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*৪=১২
(i) 180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা বলা হয় কেন ?
(ii) ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা’ বলতে কী বোঝো ?
(iii) মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।
(iv) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর গুরুত্ব আলোচনা করো।
(v) ‘সুন্দরবন অঞ্চলে এখনো বদ্বীপ গঠনের কাজ চলছে’- ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
জ) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
(i) ঢাকা (90° 32′ পূ) থেকে 31 ডিসেম্বর 2024 রাত্রি 11 টা 50 মি একটি টেলিগ্রাম কলকাতায় (৪৪°33′ পূঃ) পাঠানো হল। টেলিগ্রামটি আসতে 10 মিনিট সময় লাগলে, তা কত তারিখে কোন সময়ে কলকাতায় পৌঁছাবে ?
(ii) যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির চিত্রসহ বিবরণ দাও। অথবা, পাত গাঠনিক তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো।
(iii) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা, উত্তরবঙ্গের নদনদীর সংক্ষিপ্ত বিবরণ দাও।