sikkhar-ortho-mcq-question-answers

শিক্ষার অর্থ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার অর্থ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার মধ্য দিয়ে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষার অর্থ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান : 

 

১) শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ হল – ব্যক্তির আচরণ কে নিয়ন্ত্রণ করা বা শাসন করা 

২) বিদ্যা শব্দের বুৎপত্তিগত অর্থ হল – কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা 

৩) ‘Education’ শব্দটি এসেছে যে ল্যাটিন শব্দ থেকে – Educare 

৪) ‘Educare’ শব্দটির বুৎপত্তিগত অর্থ হল – লালনপালন করা

৫) ‘Educere’ শব্দটির বুৎপত্তিগত অর্থ হল – নিষ্কাশন করা 

৬) ‘Educatum’ শব্দটির বুৎপত্তিগত অর্থ হল – শিক্ষাদানের কাজ  

৭) ‘Education’ কথাটির অর্থ হল – ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ 

৮) ‘বিদ্যা’ কথাটির অর্থ হল – জ্ঞান 

৯) ‘বিদ্যা’ শব্দটি এসেছে যে ধাতু থেকে – বিদ্‌ 

১০) ‘শিক্ষা’ শব্দটির উদ্ভব হয়েছে যে সংস্কৃত ধাতু থেকে – শাস্‌ 

১১) সংস্কৃত ‘শিক্ষ্‌’ ধাতুটির অর্থ হল – শিখন 

১২) ‘শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ’ কথাটি বলেছেন – স্বামী বিবেকানন্দ 

১৩) ‘মানুষের বিকাশমান আত্মসত্তাকে বিকশিত করতে সাহায্য করাই হল শিক্ষা’ কথাটি বলেছেন – অরবিন্দ

১৪) ‘শিক্ষা হল পরিপুর্ণ জীবনবিকাশের প্রকৃয়া’ কথাটি বলেছেন – জন ডিউই 

১৫) ‘শিক্ষা হল ভারতীয় ধারণায় দ্বিতীয় জন্ম, উন্নত আধ্যাত্মজীবনে প্রবেশের দীক্ষা’ কথাটি বলেছেন – রাধাকৃষ্ণন 

১৬) ‘শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা’ কথাটি বলেছেন – গান্ধিজি 

১৭) ‘সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টিই হল শিক্ষা’ কথাটি বলেছেন – অ্যারিস্টটল 

১৮) ‘জ্ঞান মানুষের আবিষ্কৃত, জ্ঞান মানুষের সংগঠনের মধ্যে থাকে না’ কথাটি বলেছেন – জ্যাঁ পিয়াজেঁ 

১৯) ‘জ্ঞানার্জনের শেষ কথাটি অবশ্যই হবে চরিত্রগঠন’ কথাটি বলেছেন – গান্ধিজি 

২০) ‘জীবন হল বাহ্যিক শক্তির সঙ্গে অভ্যন্তরীণ শক্তির একটি প্রতিনিয়ত সংগতিবিধান’ কথাটি বলেছেন – হার্বাট স্পেনসার 

২১) ‘পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতিসাধনই হল শিক্ষা’ মতবাদটি – প্রকৃতিবাদীদের 

২২) ‘শিক্ষা হল অভিজ্ঞতার পুনঃসংগঠন’ কথাটি বলেছেন – জন ডিউই 

২৩) ‘শিক্ষা হল বস্তুনিষ্ঠ তথ্য’ মতবাদটি – বস্তুবাদীদের 

২৪) ‘শিক্ষা হল মোক্ষলাভের উপায়’ একথা বলা হয়েছে – উপনিষদে 

২৫) ‘Education is the creation of a sound mind in a sound body’ কথাটি বলেছেন – অ্যারিস্টটল 

২৬) ‘Education is the capacity to feel pleasure and pain in the right moment’ কথাটি বলেছেন – প্লেটো 

২৭) ‘দেহ ও মনের সার্বিক বিকাশের সহায়ক প্রকৃয়াই হল শিক্ষা’ কথাটি বলেছেন – প্লেটো 

২৮) ‘শিক্ষা হল এমন একটি প্রকৃয়া যা মন ও হৃদয়ের পবিত্রতা আনতে সাহায্য করে’ কথাটি বলেছেন – শ্রীরামকৃষ্ণ 

২৯) ‘শিশু, দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার নামই হল শিক্ষা’ কথাটি বলেছেন – কৌটিল্য 

৩০) ‘আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি’ কথাটি বলেছেন – ম্যুর 

৩১) ‘শিশু হল চারা গাছ ও শিক্ষক হলেন মালি’ কথাটি বলেছেন – ফ্রয়বেল 

৩২) শিক্ষাকে দ্বিতীয় জন্ম বলে অভিহিত করেছেন – রাধাকৃষ্ণন 

৩৩) আধুনিক শিক্ষা হল – বহুমুখী প্রকৃয়া 

৩৪) আধুনিক শিক্ষাব্যবস্থা হল – শিশুকেন্দ্রিক 

৩৫) শিক্ষা সম্পর্কিত ধারণাটি হল – বিমূর্ত 

৩৬) শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন – রুশো 

৩৭) আধুনিক শিক্ষার জনক হলেন – রুশো 

৩৮) লকের মতে শিক্ষার দিক হল – দৈহিক, নৈতিক ও বৌদ্ধিক 

৩৯) শিক্ষা হল – ধারাবাহিক প্রকৃয়া 

৪০) ‘শিক্ষা একটি দ্বিমুখী প্রকৃয়া’ কথাটি বলেছেন – অ্যাডাম্‌স 

৪১) প্রাচীন ভারতীয় শিক্ষা ছিল – ধর্মকেন্দ্রিক 

৪২) শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মুখ্য ভূমিকা হল – গ্রহীতার 

৪৩) শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা আধুনিক কালে – বৃদ্ধি পেয়েছে 

৪৪) শিক্ষা হল একটি দ্বিমেরুবিশিষ্ট প্রকৃয়া, যার একটি মেরু শিক্ষক হলে অপর মেরুটি হল – শিক্ষার্থী 

৪৫) একমুখী শিক্ষার কেন্দ্রে থাকে – শিক্ষক 

৪৬) শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল – সহায়কের 

৪৭) শিক্ষার তিনটি মেরু হল – শিক্ষক, শিক্ষার্থী ও পাঠক্রম 

৪৮) শিক্ষার প্রকৃয়া হল – জীবনব্যাপী 

৪৯) শিক্ষা প্রকৃয়ায় যে ধরণের বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ – বৌদ্ধিক 

৫০) শিক্ষার মাধ্যমে ঘটে – সর্বাঙ্গীণ বিকাশ  

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

শিক্ষার অর্থ MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

শিক্ষার অর্থ MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top