ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে এখানে ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন প্রদান করা হলো। আসন্ন প্রথম ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার জন্য এই প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালো করে তৈরি করবে। 

ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন : 

 

মান ১ বা ২ঃ

১) নীহারিকা কাকে বলে?

২) ছায়াপথ কাকে বলে? 

৩) সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়ো? 

৪) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? 

৫) কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? 

৬) কোন গ্রহের বলয় দেখতে পাওয়া যায়? 

৭) লাল গ্রহ কাকে বলে? 

৮) চন্দ্রকলা কী?

৯) ধূমকেতু কাকে বলে? 

১০) পৃথিবীর পরিধি কত? 

১১) ISRO -র সম্পূর্ণ নাম কী? 

১২) ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী? 

১৩) কক্ষপথ কাকে বলে ? 

১৪) মহাবৃত্ত কী?  

১৫) উপসাগর কাকে বলে? 

১৬) উপদ্বীপ কাকে বলে? 

১৭) ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দুর নাম কী? 

১৮) ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী? 

১৯) ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ? 

২০) গিরিপথ কাকে বলে? 

২১) উপত্যকা কাকে বলে? 

২২) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী? 

২৩) তরাই কাকে বলে? 

২৪) দুন কাকে বলে? 

২৫) গঙ্গা নদীর সৃষ্টি কোথায় হয়েছে? 

২৬) ভারতে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 

২৭) দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কী? 

২৮) কয়াল কাকে বলে? 

 

মান ২ বা ৩ঃ 

১) আলোকবর্ষ কাকে বলে? 

২) কয়েকটি নক্ষত্রমন্ডলের নাম লেখো। 

৩) সৌরকলঙ্ক কী? 

৪) সৌরঝড় কাকে বলে? 

৫) গ্রহদের তিনটি বৈশিষ্ট্য লেখো। 

৬) বামন গ্রহ কাদের বলা হয়? 

৭) স্পেস শাটল কী? 

৮) চন্দ্রগ্রহণ কাকে বলে?

৯) ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? 

১০) পর্বতগ্রন্থী কাকে বলে? 

১১) সিন্ধুর পাঁচটি উপনদীর নাম লেখো। 

LINK TO DOWNLOAD PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

ষষ্ঠ শ্রেণির প্রথম ইউনিট টেস্ট ভূগোল সাজেশন

ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণির ভূগোল সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top