ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন (Class Six Second Unit Test Geography Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৫০ নম্বরের এই ভূগোল মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল প্রশ্ন :
শ্রেণিঃ ষষ্ঠ বিষয়ঃ ভূগোল
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*১২=১২
১.১) বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল – (ব্যারোমিটার / হাইগ্রোমিটার / অ্যানিমোমিটার / থার্মোমিটার)।
১.২) ভারতের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় (গির অরণ্যে / সুন্দরবনে / কচ্ছের রনে)।
১.৩) উষ্ণতার প্রসর বেশি (রাজস্থানে / পশ্চিমবঙ্গে / জম্মু-কাশ্মীরে / গুজরাটে)।
১.৪) ‘মৌসুমি’ শব্দের অর্থ (বৃষ্টি / ঋতু / তুষার / বর্ষা)।
১.৫) পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি হল (উষ্ণ-আর্দ্র / শীতল-আর্দ্র / উষ্ণ-শীতল / শুষ্ক আর্দ্র)।
১.৬) বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ হল পশ্চিমঘাট পর্বতের (পশ্চিম ঢাল / পূর্ব ঢাল / দক্ষিণ ঢাল / উত্তর ঢাল)।
১.৭) জৈব পদার্থ বেশি পরিমাণে থাকে (লালমাটি / পলিমাটি / পার্বত্য অঞ্চলের মাটি/ ল্যাটেরাইট মাটি)-তে।
১.৮) জলদাপাড়া একটি (সুরক্ষিত অরণ্য / জাতীয় উদ্যান / সংরক্ষিত অরণ্য / অভয়ারণ্য)।
১.৯) গাছগুলি মোচার মতো দেখতে হয় (লবণাম্বু / ক্রান্তীয় পাতাঝরা / পার্বত্য নাতিশীতোষ্ণ / ক্রান্তীয় চিরসবুজ) অরণ্যে।
১.১০) তুলা চাষ সবচেয়ে ভালো হয় (কালো / লাল / পার্বত্য / দোঁয়াশ) মাটিতে।
১.১১) উচ্চরক্তচাপ কমাতে ব্যবহৃত হয় (নিম / সর্পগন্ধা / সিংকোনা / বাসক)।
১.১২) যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, তাকে বলে (সংরক্ষিত অরণ্য / সুরক্ষিত অরণ্য / অভয়ারণ্য)।
২) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো আটটি) ১*৮=৮
২.১) বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষাকবচ বায়ু স্তরের নাম কী ?
২.২) পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি ?
২.৩) পরিযায়ী পাখি কাকে বলে ?
২.৪) বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
২.৫) অ্যান্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কী ?
২.৬) কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় ?
২.৭) কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় ?
২.৮) দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কী ?
২.৯) পশ্চিমি-ঝঞ্জা বলতে কী বোঝো ?
২.১০) পৃথিবীর শীতলতম ও জনবসতিহীন স্থানের নাম কী ?
৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো চারটি) ২*৪=৮
৩.১) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো।
৩.২) আমাদের জীবনে জলবায়ুর দুটি প্রভাব লেখো।
৩.৩) বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো ? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কী ?
৩.৪) মরু অঞ্চলের মাটি ভারতের কোন্ রাজ্যে দেখা যায় ? এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন ?
৩.৫) মেরুজ্যোতি কী ?
৩.৬) মাটি সংরক্ষণের চারটি উপায় লেখো।
৪) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো চারটি) ৩*৪=১২
৪.১) টীকা লেখোঃ লাল মাটি
৪.২) অ্যান্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে আলোচনা করো।
৪.৩) গাছ কেটে ফেললে কী কী ক্ষতি হতে পারে বলে তোমার মনে হয় ?
৪.৪) মৌসুমি বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো।
৪.৫) শীতকালে ভারতের জলবায়ু শুষ্ক হয় কেন ?
৫) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো দুটি) ৫*২=১০
৫.১) পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৫.২) ভারতের কৃষিক্ষেত্রে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
৫.৩) বরফে ঢাকা মহাদেশের ভূপ্রকৃতির বর্ণনা দাও।