class-six-second-unit-test-history-question

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে ৫০ নম্বরের এই ইংরাজি মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ষষ্ঠ শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন : 

              শ্রেণিঃ ষষ্ঠ  বিষয়ঃ ইতিহাস

             পূর্ণমানঃ ৫০  সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট 

১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৫=৫

১.১) আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান – (ক) জেন্দ-আবেস্তা (খ) মহাকাব্য (গ) ঋগ্বেদ (ঘ) পুরাণ।

১.২) মেগালিথ বলা হয় – (ক) বড়ো পাথরের গাড়িকে (খ) বড়ো পাথরের সমাধিকে (গ) বড়ো পাথরের খেলনাকে (ঘ) বড়ো পাথরের বাড়িকে।

১.৩) জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হত – (ক) কেবলিন (খ) মহাবীর (গ) তীর্থঙ্কর (ঘ) পার্শ্বনাথ।

১.৪) পিটক কথার অর্থ হল – (ক) ঝাঁপি (খ) ঝুড়ি (গ) সাজি (ঘ) বাটি।

১.৫) মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হত – (ক) আহার (খ) বিহার (গ) প্রহার (ঘ) প্রতিহার।

 

২) ‘ক’-স্তম্ভের সঙ্গে ‘খ’-স্তম্ভ মিলিয়ে লেখোঃ ১*৫=৫

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(১) মজঝিম পন্থা(ক) কনিষ্ক
(২) গুপ্ত সম্রাট(খ) গৌতম বুদ্ধ
(৩) কুষাণ সম্রাট(গ) সমুদ্রগুপ্ত
(৪) মৌর্য সম্রাট(ঘ) ধননন্দ
(৫) নন্দ রাজা(ঙ) অশোক

 

৩) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৫=৫

৩.১) ঋবৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন ?

৩.২) ‘সকলোত্তরপথনাথ’ কাকে বলা হত?

৩.৩) আলেকজান্ডারের সেনাপতির নাম কী ?

৩.৪) ‘এলাহাবাদ প্রশস্তি’র রচয়িতা কে ?

৩.৫) কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

 

৪) নির্দেশ অনুযায়ী উত্তর দাওঃ ১*৬=৬

৪.১) ঠিক / ভুল লেখোঃ বৌদ্ধধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত।

৪.২) শূন্যস্থান পূরণ করোঃ ‘ইন্ডিকা’ গ্রন্থের লেখক হলেন ____________।

৪.৩) ঠিক / ভুল লেখোঃ জেন্দ-আবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র।

৪.৪) বেমানান শব্দটি লেখোঃ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শুদ্র, নৃপতি।

৪.৫) বেমানান শব্দটি লেখোঃ নাসিক লেখ, মহাস্থানগড় লেখ, অর্থশাস্ত্র, কার্লে লেখ।

৪.৬) শূন্যস্থান পূরণ করোঃ ‘শকারি’ বলা হয়, ___________কে।

 

৫) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ২*৫=১০

৫.১) ত্রিরত্ন কী ?

৫.২) শ্বেতাম্বর কাদের বলা হয় ?

৫.৩) ‘পঞ্চমহাব্রত’ কী ?

৫.৪) বৈদিক সমাজ কটি শ্রেণিতে বিভক্ত ছিল ও কী কী ?

৫.৫) ‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ও কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয় ?

 

৬) টীকা লেখোঃ ৩*৩=৯

৬.১) চতুরাশ্রম

৬.২) ষোড়শ মহাজনপদ

৬.৩) দশ রাজার যুদ্ধ

 

৭) নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

৭.১) বৈদিক যুগের শিক্ষাব্যবস্থা কেমন ছিল ?

৭.২) মৌর্য শাসনব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো।

৭.৩) নব্যধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কী কী ?

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

ষষ্ঠ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

ষষ্ঠ শ্রেণির বাংলা সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top