class-ten-second-unit-test-geography-suggestion

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন ।

Class 10 Second Unit Test Geography Suggestion

দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্টের সহায়তায় দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন । Class 10 Second Unit Test Geography Suggestion প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সাজেশন অনুসরণ করে তাদের দশম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন । Class 10 Second Unit Test Geography Suggestion : 

 

বায়ুমন্ডলঃ

১) বায়ুমন্ডল কাকে বলে?

২) বায়ুমন্ডলে এরোসেলের গুরুত্ব নিরূপণ করো।

৩) ল্যাপস রেট কাকে বলে?

৪) টীকাঃ ওজন স্তর

৫) মেরুপ্রভা কী?

৬) মৌক্তিক মেঘ ও নৈশদ্যুতি মেঘ কাকে বলে?

৭) ওজন স্তর ধ্বংসের কারণগুলি আলোচনা করো।

৮) চিত্রসহ উপাদানগত তারতম্যের ভিত্তিতে বায়ুমন্ডলের স্তরবিন্যাস আলোচনা করো।

৯) উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমন্ডলের স্তরবিন্যাস করো।

১০) এল নিনো ও লা নিনা কী?

১১) বৈপরিত্য উষ্ণতা কাকে বলে?

১২) কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?

১৩) ইন্সোলেশন কাকে বলে?

১৪) সমোষ্ণরেখা কাকে বলে?

১৫) তাপ বাজেট কী?

১৬) টীকা লেখোঃ গ্রিনহাউস এফেক্ট

১৭) অ্যালবেডো কী?

১৮) অ্যাডভেকশন কাকে বলে?

১৯) এল নিনো ভারতের জলবায়ুকে কীভাবে প্রভাবিত করে?

২০) বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো।

২১) বিষ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো।

২২) চিত্রসহ বায়ুমন্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।

২৩) ‘Doctor’s Wind’ কোন বায়ুকে বলা হয়?

২৪) কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়?

২৫) বায়ুর চাপ মাপার একক কী?

২৬) টীকা লেখোঃ ITCZ

২৭) ‘ডোলড্রাম’ বলতে কী বোঝো?

২৮) অশ্ব অক্ষাংশ কী?

২৯) ঘূর্ণবাতের চক্ষু কী?

৩০) ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে?

৩১) সমচাপরেখা কাকে বলে?

৩২) আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন?

৩৩) মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো।

৩৪) সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য দেখাও।

৩৫) ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টির কারণ কী?

৩৬) চিত্রসহ বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন আলোচনা করো।

৩৭) পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো।

৩৮) বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো।

৩৯) আপেক্ষিক আদ্রতা কাকে বলে?

৪০) বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো? উদাহরণ দাও।

৪১) সীমান্ত বৃষ্টি কাকে বলে?

৪২) অধঃক্ষেপণ বলতে কী বোঝো?

৪৩) স্লিট কী?

৪৪) ধোঁয়াশা বলতে কী বোঝায়?

৪৫) নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন?

৪৬) মেঘ কীভাবে সৃষ্টি হয়?

৪৭) বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করে যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দাও।

 

বারিমন্ডলঃ

১) শৈবাল সাগর কী?

২) মগ্নচড়া কী?

৩) সমুদ্রস্রোত কাকে বলে?

৪) হিমশৈল কাকে বলে?

৫) জায়র কী?

৬) হিমপ্রাচীর কাকে বলে?

৭) ‘উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে ঘন কুয়াশা ও ঝড়-ঝঞ্ঝার সৃষ্টি হয়’ – কারণ ব্যাখ্যা করো।

৮) মগ্নচড়াগুলিকে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে উঠেছে কেন?

৯) সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের পার্থক্য লেখো।

১০) গ্রান্ড ব্যাংক বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসেবে বিখ্যাত কেন?

১১) সমুদ্রস্রোত সৃষ্টির কারণ আলোচনা করো।

১২) পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা করো।

১৩) অ্যাপোজি জোয়ার কাকে বলে?

১৪) পেরিজি জোয়ার কাকে বলে?

১৫) ষাঁড়াষাঁড়ির বান কী?

১৬) বানডাকা কাকে বলে?

১৭) সিজিগি কাকে বলে?

১৮) তেজ কোটাল কাকে বলে?

১৯) প্রতিযোগ ও সংযোগ কাকে বলে?

২০) ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো।

২১) প্রতিযোগ অপেক্ষা সংযোগ অবস্থানে জোয়ারের প্রাধান্য বেশি হয় কেন?

২২) মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য আলোচনা করো।

২৩) ‘মানবজীবনের ওপর জোয়ারভাটার প্রভাব অপরিসীম – ব্যাখ্যা করো। অথবা জোয়ার-ভাটার ফলাফল আলোচনা করো।

২৪) পৃথিবী, চাঁদ ও সূর্যের অবস্থান কীভাবে জোয়ারভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ বর্ণনা করো।

২৫) জোয়ারভাটা সৃষ্টিতে কেন্দ্রবহির্মুখী বলের প্রভাব আলোচনা করো।

 

ভারতের অর্থনৈতিক পরিবেশঃ 

১) ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

২) ওলেরিকালচার কী?

৩) পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘ধান ভান্ডার’ বলা হয়?

৪) কোন ফসলকে সোনালি তন্তু বলে?

৫) আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত?

৬) ‘ট্রাক-ফার্মিং’ শব্দটি কোন কৃষিব্যবস্থার সঙ্গে যুক্ত?

৭) গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

৮) জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো?

৯) জায়িদ শস্য বলতে কী বোঝো?

১০) মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো?

১১) বাগিচা কৃষির সংজ্ঞা দাও।

১২) হর্টিকালচার কী?

১৩) কারিফ শস্য কাকে বলে?

১৪) রবি শস্য কী?

১৫) তন্তু ফসল কাকে বলে?

১৬) ফ্লোরিকালচার কী?

১৭) সবুজ বিপ্লব কাকে বলে? সবুজ বিপ্লবের সুবিধাসমূহ আলোচনা করো।

১৮) ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো।

১৯) ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো।

২০) চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো।

২১) ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলি আলোচনা করো।

২২) ‘ভারতের খনিজ ভান্ডার’ কোন অঞ্চলকে বলা হয়?

২৩) ‘ভারতের রূঢ়’ কাকে বলে হয়?

২৪) কোন শহরকে ‘ভারতের ডেট্রয়েট’ বলে?

২৫) বিশুদ্ধ কাঁচামালের পণ্যসুচক কত?

২৬) ‘ভারতের গ্লাসগো’ কাকে বলা হয়?

২৭) ভারতের ‘Tech City’ কাকে বলা হয়?

২৮) ‘অস্তাচলের শিল্প’ কাকে বলে?

২৯) ভারতের বৃহত্তম তৈল গবেষণাগার কোথায় অবস্থিত?

৩০) কোন শিল্পকে ‘শিল্পের শিল্প’ বলা হয়?

৩০) ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ কাকে বলা হয়?

৩১) ভারতের ‘উদীয়মান শিল্প’ কাকে বলা হয়? অথবা, কোন শিল্পকে ‘সূর্যোদয়ের শিল্প’ বলে এবং কেন?

৩২) ‘শিকড় আলগা শিল্প’ বা ‘অস্থাণু শিল্প’ কাকে বলে?

৩৩) বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো?

৩৪) পূর্ত শিল্প কাকে বলে?

৩৫) আধুনিক শিল্পদানব কোন শিল্পকে কেন বলা হয়?

৩৬) আউটসোর্সিং কী?

৩৭) পেট্রোরসায়ন শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্যগুলি কী কী?

৩৮) অনুসারী শিল্প কাকে বলে?

৩৯) ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে লেখো।

৪০) পূর্ব ও মধ্যভারতে অধিকাংশ লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো।

৪১) পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।

৪২) ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?

৪৩) ভারতের কোন শহর ‘গোলাপি শহর’ নামে পরিচিত?

৪৪) কোন শহরকে ‘দক্ষিণ ভারতের কাশী’ বলা হয়?

৪৫) ভারতের দুটি ‘যমজ শহর’-এর নাম লেখো।

৪৬) কাকে ‘ভারতের রোম’ বলা হয়?

৪৭) ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে?

৪৮) জনবিস্ফোরণ কী?

৪৯) নগরায়ন কাকে বলে?

৫০) আদমশুমারী কাকে বলে?

৫১) মহানগর কাকে বলে?

৫২) স্মার্ট সিটি ও মেগাসিটি কী?

৫৩) ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।

৫৪) ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো।

৫৫) ভারতে ‘উন্নয়নের জীবনরেখা’ কাকে বলে?

৫৬) ‘পশ্চিম ভারতের প্রবেশদ্বার’ কাকে বলা হয়?

৫৭) উত্তর-পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?

৫৮) ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়?

৫৯) ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো।

৬০) ‘E-mail’-এর সম্পূর্ণ অর্থ কী?

৬১) সোনালি চতুর্ভুজ কাকে বলে?

৬২) হীরক চতুর্ভুজ কী?

৬৩) পুনঃরপ্তানি বন্দর কাকে বলে?

৬৪) ইন্টারনেটের গুরুত্ব লেখো।

৬৫) শিপিং লাইন ও শিপিং লেন কাকে বলে?

৬৬) রজ্জুপথ কী? এর গুরুত্ব লেখো।

৬৭) জলপথের প্রধান সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

৬৮) ভারতের পরিবহণ ব্যবস্থায় পাইপ লাইনের গুরুত্ব আলোচনা করো।

৬৯) জলপথকে ‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয় কেন?

৭০) ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো।

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল সাজেশন

দশম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

দশম শ্রেণির ইতিহাস সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top