ek-sobder-ekadhik-orrthe-proyog

এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণ বইয়ের অন্তর্ভুক্ত এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ অনুশীলনীর প্রশ্নের উত্তর –গুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ । অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ : 

 

চোখঃ 

১) লেখক ছোটমেসোকে দেখে লেখক সম্পর্কে তপনের চোখ ফুটল। (প্রকৃত জ্ঞান লাভ করা)

২) সে আমাকে চোখে আঙ্গুল দিয়ে আমার কোথায় ভুল হচ্ছে তা দেখিয়ে দিল। (প্রমাণসহ বোঝানো) 

৩) চোরটিকে পুলিশ চোখে চোখে রেখেছে। (সতর্ক দৃষ্টি রাখা) 

৪) বৈভবকে ব্যাট করতে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। (অতিমাত্রায় বিষ্মিত হওয়া) 

৫) সে নতুন গাড়ি কিনেছে দেখে তার প্রতিবেশীদের চোখ টাটিয়েছে। (হিংসা করা) 

 

মাথাঃ 

১) ক্যাপ্টেনের আদেশ খেলোয়ারেরা মাথা পেতে নিয়েছে। (শিরোধার্য করা)

২) সামান্য ক’টা টাকা চাঁদা দিয়ে রমেনবাবু এমন ভাব করছেন যেন তিনি সকলের মাথা কিনে নিয়েছেন। (প্রভুত্বের ভাব)

৩) পুত্রবধুর অসামাজিক ব্যবহারে শাশুড়ির মাথা কাটা গেল। (অপমানিত হওয়া)

৪) মায়ের অতিরিক্ত আদর ছেলেটির মাথা খেয়েছে। (স্বভাব নষ্ট করা)

৫) দিপেনবাবু এই পাড়ার মাথা। (প্রধান ব্যক্তি) 

 

হাতঃ

১) শশুরমশাইকে হাত করে বড়ো বউমা সব সম্পত্তি হাত করার প্রচেষ্টায় রয়েছে। (বশে আনা)

২) সামান্য রোজগার করলেও অনুপমবাবুর হাত খোলা স্বভাবের কথা সবাই জানে। (দানশীল)

৩) শত দুঃখ-কষ্টেও কিছু মানুষ অন্যের কাছে হাত পাততে পারে না। (সাহায্য চাওয়া) 

৪) বাড়ির নতুন পরিচারিকার হাত টানের স্বভাবের জন্য তারা চিন্তায় রয়েছে। (চুরির অভ্যাস)

৫) প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে পারলেও প্রমাণের অভাবে বিচারকের হাত বাঁধা। (নিরুপায়) 

 

বুকঃ

১) পিতার বুকে মাথা রেখে শিশুসন্তান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। (অঙ্গ)

২) আপনজনের বিদায়বেলায় কষ্টে বুক ফেটে যায়। (হৃদয় বিদীর্ণ)

৩) হান্স একাই বুক দিয়ে তার ছোট্ট শহরকে রক্ষা করেছে। (প্রাণ দিয়ে)

৪) কলকাতার বুকে অনেক বিপ্লবী স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। (মাটিতে)

৫) তোমাকে দিলাম এক বুক ভালোবাসা। (অপর্যাপ্ত) 

 

পাকাঃ

১) পাকা কাঠালের গন্ধে ঘরটা ভরে গেছে। (পক্ক)

২) অল্প বয়সে ছেলেটির পাকা পাকা কথা শুনতে ভালো লাগছে না। (বয়সোচিত নয় এমন)

৩) বাড়ির সামনের পাকা রাস্তা দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে। (কংক্রিট) 

৪) সুচরিতা ও শ্যামলের বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে। (চূড়ান্ত) 

৫) বিরাটের মতো পাকা খেলোয়ার তো ভালো খেলবেই। (দক্ষ) 

 

কাঁচাঃ

১) স্টেশনের পাশের কাঁচা রাস্তা ধরে কিছুটা গেলেই আমাদের বাড়ি। (অস্থায়ী)

২) কাঁচা ঘুম থেকে উঠে সে অপ্রস্তুত হয়ে চেয়ে রইল। (অসম্পূর্ণ) 

৩) বিপানবাবু বিচক্ষণ মানুষ, কোনো কাঁচা কাজ তিনি করবেন না। (ভুল)

৪) এমন কাঁচা লেখা বিবেকবাবুর হতেই পারে না। (নিম্নমান)

৫) কাঁচা বয়সে এমন ভুল হতেই পারে। (তরুণ) 

 

বড়োঃ

১) নিজের ভুল স্বীকার না করে আবার বড়ো গলায় কথা বলছো! (চিৎকার করে)  

২) পাঁচটা বাড়ির মালিক দীনেশবাবু বড়োলোক মানুষ। (ধনী ব্যক্তি) 

৩) বড়ো মানুষেরা শুধুমাত্র নিজেদের কথা না ভেবে দেশ ও দশের জন্য কাজ করেন। (মহাপুরুষ)

৪) থানার বড়োবাবুকে সবটা জানাতেই তিনি সব ব্যবস্থা করে দিলেন। (প্রধান ব্যক্তি)

৫) এতো বড়ো কাতল মাছ আমি আগে কখনো খাই নি। (আকার) 

 

ছোটঃ

১) ছোট মাছের চচ্চরি খেতে আমার খুব ভালো লাগে। (আকার)

২) ছোট থেকেই শরীরচর্চা করলে স্বাস্থ্য ভালো থাকে। (বয়স) 

৩) পুঁথিগত বিদ্যা অর্জন করেও অনেকে ছোটলোকের মতো আচরণ করে। (অভদ্র) 

৪) পুত্রের ব্যবহারে পিতা সকলের কাছে ছোট হয়ে গেলেন। (সন্মান নষ্ট হওয়া) 

৫) ছোট ছোট কাজের দ্বারাও দেশ ও দশের মঙ্গলসাধন করা যায়। (সামান্য) 

 

কাটাঃ

১) সামান্য বিষয়ে কথা কাটাকাটি করা ভালো নয়। (তর্ক বিতর্ক)

২) মাছ চাষের জন্য গ্রামের বাড়িতে পুকুর কাটালাম। (খনন করা) 

৩) ছেলেটি উঠানের মাটিতে আঁক কাটছে। (অঙ্কন করা) 

৪) একা একা চলতে শিখলে অনেক ভয় কেটে যাবে। (সাহস হওয়া)

৫) ভালো তবলচী না পাওয়ায় সুদিপ্তার গানের তাল কেটে যাচ্ছে। (সমতা নষ্ট হওয়া) 

 

বসাঃ

১) আজকে সমিতির মিটিং বসেছে। (অনুষ্ঠিত হওয়া) 

২) দইটা এখনো বসে নি। (জমে যাওয়া) 

৩) ঠুটো জগন্নাথ হয়ে বসে থেকো না। (নিষ্কর্মা হওয়া) 

৪) জানালায় ফ্রেমটা বসছে না। (মাপসই হয়ে লাগা) 

৫) পার্কের দোলনায় বসে ছেলেদের খেলতে দেখছি। (অধিষ্ঠান করা) 

বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

অষ্টম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class eight bengali notes

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top