hs-third-semester-model-history-question-paper

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার মডেল ইতিহাস প্রশ্নপত্র । Higher Secondary Third Semester Model History Question

দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার মডেল ইতিহাস প্রশ্নপত্র । Higher Secondary Third Semester Model History Question প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (H.S Third Semester) প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার মডেল ইতিহাস প্রশ্ন (Class Twelve Third Semester History Model Question) অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার মডেল ইতিহাস প্রশ্নপত্র । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস : 

 

১)  ভারতে এসেছিলেন এমন একজন আরবীয় পর্যটকের নাম হল –

A) ইবন বতুতাকে

B) মার্কো পোলো

C) আল বিরুনি 

D) বার্নিয়ে।

 

২)  বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়—

A) কলকাতাকে

B) বীরভূমকে

C)  নবদ্বীপকে

D) কোচবিহারকে

 

৩) সুফিরা ‘হঠযোগ’ লিখেছিল —?

A) সুফিদের কাছে

B) চিশতিদের কাছে

C) নাথপন্থীদের কাছে

D) বৈষ্ণবদের কাছে।

 

৪) বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল—?

A) ১৩৩৬ সালে

B) ১৩৪৬ সালে

C) ১৩৫৬ সালে

D) ১৩৬৬ সালে।

 

৫) বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন —

A) ফিরোজ শাহ

B) মহম্মদ শাহ

C) আদিল শাহ

D) নাদির শাহ

 

৬) ইংরেজি ‘ইম্পেরিয়ালিজম’ শব্দের অর্থ হল—

A) উপনিবেশবাদ

B) সাম্রাজ্যবাদ

C) পুঁজিবাদ

D) ফ্যাসিবাদ।

 

৭) ‘অবাধ বাণিজ্য নীতি’র একজন প্রবক্তা হলেন —

A) কোলবার্ট

B) অ্যাডাম স্মিথ

C) চতুর্দশ লুই

D) ডিসরেলি।

 

৮) ‘জুডিশিয়াল মার্ডার’এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম—

A) শাসন বিভাগ

B)  আইন বিভাগ

C)  বিচার বিভাগ 

D) সেনা বিভাগ

 

৯)  ইবন বতুতা সুলতানি আমলে________দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে উল্লেখ করেছেন।

A) হিন্দুদের,B) বৌদ্ধদের

C) জৈনদের D) মুসলমানদের।

 

১০)  সুফিদের ভক্তিবাদী গীত_______নামে পরিচিত।

A) শরা

B) বে-শরা

C) বা-শরা

D) সমা।

 

১১)  ‘শ্রীভাষ্য’-এর রচয়িতা হলেন_____।

A) শংকরাচার্য

B) রামানুজ

C) বল্লভাচার্য

D) রামানন্দ।

 

১২)  বিজয় নগরের রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন________।

A) পেদ্দনা

B) সালুভ তিম্মা

C) নরস নায়ক

D) জয়দেব।

 

১৩)  নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন______সালে।

A) ১৭৫৬ সালে

B) ১৭৫৮ সালে

C) 1760 সালে

D)  ১৭৬৫ সালে।

 

১৪) রেগুলেটিং অ্যাক্ট পাস হয়_________সালে।

A) ১৭৭২ সালে

B) ১৭৭৩ সালে

C) ১৭৮৪ সালে

D) ১৭৯৩ সালে।

 

১৫) ইন্ডিয়া টুডে গ্রন্থের লেখক হলেন ________।

A) দাদাভাই নওরোজি

B) রমেশ চন্দ্র দত্ত

C) রজনীপাম দত্ত

D) অম্লান দত্ত।

 

১৬)  বার্নিয়ে নিয়ে ভারতে আসেন_______শতকে।

A) চতুর্দশ

B) পঞ্চদশ

C) ষোড়শ

D) সপ্তদশ।

 

১৭) মহম্মদ বিন তুঘলক চিনের দূত হিসেবে প্রেরণ করেন —

ক) মার্কো পোলোকে খ) ইবন বতুতাকে গ) আব্দুর রাজ্জাককে ঘ) বার্নিয়েকে।

বিকল্পসমূহ :
A) খ,গ,ঘ সঠিক ক মিথ্যা
B) গ, ঘ সঠিক এবং ক, খ মিথ্যা
C) ক, খ সঠিক এবং গ ঘ মিথ্যা
D) খ সঠিক এবং ক, গ, ঘ মিথ্যা।

 

১৮) কবীর প্রতিষ্ঠা করেন —

i) রামানন্দী সম্প্রদায়, ii) গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, iii)  শিখ সম্প্রদায়,  iv) আল ওয়ার সম্প্রদায়। 
বিকল্পসমূহ :
A) i সত্য, এবং ii, iii, iv মিথ্যা
B) ii, iii সত্য, এবং i, iv মিথ্যা
C) i, iii সত্য এবং ii, iv মিথ্যা
D) iv সত্য, এবং i, ii, iii মিথ্যা

 

১৯) আরবিডু বংশ ছিল বিজয়নগরের —

i) প্রথম রাজবংশ, ii)  দ্বিতীয় রাজবংশ, iii) তৃতীয় রাজবংশ,  iv) চতুর্থ রাজবংশ 
বিকল্পসমূহ :
A) i, iii সঠিক এবং ii, iv ভুল
B) i, ii সঠিক এবং iii, iv ভুল
C) iv সঠিক এবং i, ii, iii ভুল
D) ii, iii সঠিক এবং i, iv ভুল।

 

২০) রাজা কৃষ্ণদেব রায়ের রাজ সভায়র ‘অষ্টদিগ্গজ’-এর সদস্য হলেন —

i) পেদ্দনা, ii) ধূর্জটি, iii) নন্দী থিম্মানা, iv) সায়নাচার্য
বিকল্পসমূহ :
A) i, সঠিক এবং ii, iii, iv ভুল।
B) ii, iii সঠিক এবং i, iv ভুল।
C) i, ii, iii সঠিক এবং iv ভুল ।
D) i, ii, iv সঠিক এবং iii ভুল।

 

২১) স্তম্ভ মিলাওঃ 

স্তম্ভ – কস্তম্ভ – খ
(1)নেলসন ম্যান্ডেলাi)মার্কিন সেনাপতি
(2)জন হেii)ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা
(3)কমোডোর পেরিiii)বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা
(4)হো চি মিনiv)চীনে মুক্তদ্বার নীতির প্রবক্তা

বিকল্পসমূহ :
A) 1 – ii, 2 – i, 3 – iv 4 – iii
B) 1 – iii, 2 – iv, 3 – i, 4 ii
C) 1 – iv, 2 – ii, 3 – i, 4 – iii
D) 1 – i, 2 – ii, 3 – iii, 4 – iv

 

২২) স্তম্ভ মিলাওঃ  

স্তম্ভ – Aস্তম্ভ – B
(1)ফারুকশিয়ারের ফরমানi)১৭৭৩ সাল
(2)পিটের ভারত শাসন আইনii)১৭১৭ সাল
(3)রেগুলেটিং আইনiii)১৭৬৫ সাল
(4)কোম্পানির দেওয়ানি লাভiv)১৭৮৪ সাল

বিকল্পসমূহ :
A) 1 – ii, 2 – iv, 3 – i 4 – iii
B) 1 – iii, 2 – iv, 3 – i, 4 ii
C) 1 – iv, 2 – i, 3 – ii, 4 – iii
D) 1 – i, 2 – ii, 3 – iii, 4 – iv

 

২৩) পর্যায়ক্রমে ইতিহাসের যুগ গুলি হল —

i) সুলতান মাহমুদের খাওয়ারিজম দখল। ii) মার্কোপোলোর ভারত আগমন। iii) সুলতান মাহমুদের পাঞ্জাব অভিযান। iv) আল বিরুনির স্বদেশ প্রত্যাবর্তন। 

বিকল্পসমূহ :

A) ii, i, iv, iii

B) iii, ii, i, iv

C) i, iii, iv, ii

D) i, ii, iii, iv

 

২৪) পর্যায়ক্রমে ঐতিহাসিক ঘটনাগুলি সাজাও।

i) শ্রীচৈতন্যদেব, ii) কবীর, iii)  মীরাবাঈ, iv) গুরু নানক। 
বিকল্পসমূহ :
A) i – ii – iii – iv
B) ii – iv – i – iii
C) iv – iii – i – ii
D) iii – iv – i – ii

 

২৫) নিচের ঐতিহাসিক ঘটনাবলীর ঘটনাক্রম হলো —

ক) তৃতীয় বীরবল্লালের হত্যা, খ) রাম রায়ের হত্যা, গ) ইম্মাদি নরসিংহের হত্যা, ঘ) দ্বিতীয় বিরুপাক্ষের হত্যা

বিকল্পসমূহ :
A) ক – ঘ – গ – খ
B) ক – গ – খ – ঘ
C) গ – খ – ক – ঘ
D) ঘ – ক – খ – গ

 

২৬) ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন —

A) বাহাউদ্দিন জাকারিয়া, B) মইনুদ্দিন চিশতী, C) নানক দেব, D) কবীর 
২৭) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন —
A) কৃষ্ণদেব রায়
B) দ্বিতীয় দেবরায়
C) হরিহর
D) দ্বিতীয় হরিহর।

 

২৮) ‘ইম্পেরিয়ালিজম : এ স্টাডি’ গ্রন্থটির লেখক —

A) জে এ হবসন

B) অ্যাডাম স্মিথ

C) লেনিন

D) নক্রুমা

 

২৯) ডালহৌসি সম্পর্কে বেমানান তথ্যটি হল —

A) উডেড ডেসপ্যাচ প্রকাশিত হয়।  

B) গোলন্দাজ বাহিনীর সদর দপ্তর মিরাটে নিয়ে যাওয়া হয়। 

C) তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। 

D) তিনি সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানীতে পরিণত করেন।

 

৩০) মার্কো পোলো ছিলেন ______অধিবাসী। 

A) ইতালির

B) জার্মানির

C) স্পেনের

D) ফ্রান্সের

 

৩১) __________ছিলেন ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তক।

A) লড ডালহৌসি
B) লড হেস্টিংস
C) লর্ড কর্নওয়ালিস
D) লর্ড ক্যানিং

৩২)  একপ্রকার সামুদ্রিক প্রাণীকে ধরে কিছুদিন মাটিতে পুঁতে রাখা হতো। ক্রমে সেই প্রাণীর মাংস পচে-গলে গিয়ে শুধুমাত্র শক্ত সাদা খোলা পড়ে থাকত। এগুলিকেই কড়ি বলা হয়। 

প্রশ্ন :  কড়ি সম্পর্কে এই অভিমত কোন্ পর্যটকের?
বিকল্পসমূহ :
A) আল-মাসুদির

B) আল বিরুনির

C) ইবন বতুতার

D) মার্কোপোলোর।

 

৩৩) সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরুপাক্ষ। নরসিংহ সালুভ বা নরসিমা নামক জনৈক সেনানায়ক দ্বিতীয় বিরপেক্ষকে সিংহাসনচ‌্যুত করে সঙ্গম বংশের অবসান ঘটান এবং বিজয়নগর রাজ্যে সালুভ বংশের শাসন শুরু করেন। নরসিংহের মৃত্যুর পর তাঁর পুত্র ইম্মাদি নরসিংহ বিজয়নগরের সিংহাসনে বসেন। একসময় তাঁর সেনাপতি নরস নায়ক সকল ক্ষমতা কুক্ষিগত করে নেন। নরস নায়কের মৃত্যুর পর পুত্র বীর নরসিংহ পিতার ন্যায় সকল শাসন ক্ষমতা হস্তগত করেন। তিনি দুর্বল সম্রাট ইম্মাদি নরসিংহকে হত্যা করে সালুভ বংশের পতন ঘটান এবং তুলুভ বংশের শাসনের সূচনা করেন। 

প্রশ্ন :  কার আমলে সালুভ বংশের অবসান ঘটে?

A) ইম্মাদি নরসিংহের আমলে

B) নরসিংহ সালুভের আমলে

C) বীর নরসিংহ এর আমলে

D) নরস নায়ক এর আমলে।

 

৩৪) অর্থনীতিবিদ নয় কে?

A) অ্যাডাম স্মিথ

B) জন হে

C) হাবসন

D) লেনিন।

 

৩৫)  কোন্ শব্দবন্ধ রাজস্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয় — 

A) একসালা বন্দোবস্ত

B) পাঁচশালা বন্দোবস্ত

C) দশসালা বন্দোবস্ত

D) কর্নওয়ালিশ কোড

 

৩৬) ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত নয় —

A) পলাশীর যুদ্ধ

B) বিদারার যুদ্ধ

C) বক্সারের যুদ্ধ

D) সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। 

 

৩৭) বাংলার নবাবদের মধ্যে কোনটি বেমানান — 

A) আলীবর্দী খান

B) সিরাজউদ্দৌলা

C) শওকত জঙ্গ

D) মীরজাফর।

 

৩৮) ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন —

A) সুলতান মাহমুদ
B) মোহাম্মদ ঘোরি 
C) ইলতুৎমিস
D) কুতুবউদ্দিন আইবক 
৩৯)  ‘দাতা গঞ্জ বক্স’ নামে পরিচিত ছিলেন —

A) ওয়াসিল ইবনে আতা
B) অল-হুজভিরি
C) অল-গাজালি
D) ইবন আরবি 

 

৪০) বিজয়নগরে ভগবান শিব কী নামে পরিচিত ছিলেন —

A) নটরাজ
B) মহাদেব
C) বিরূপাক্ষ
D) শ্রীভদ্র

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার মডেল ইতিহাস প্রশ্নপত্র

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বিবিধ বিষয়ে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার মডেল ইতিহাস প্রশ্নপত্র

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top