iswarchandra-vidyasagar-mcq-class-11-bengali-first-semester

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার : 

 

১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন- মাইকেল মধুসূদন দত্ত

২) দয়ার সাগর হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩) বিদ্যার সাগর হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪) বিদ্যার সাগর তুমি বিখ্যাত- ভারতে

৫) করুণার সিন্ধু হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৬) সিন্ধু শব্দের অর্থ হল- সমুদ্র

৭) দীন শব্দের অর্থ হল- দরিদ্র

৮) দীনের বন্ধু হলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৯) হেমাদ্রি শব্দের অর্থ- সুবর্ণকান্তি পর্বত

১০) হেমকান্তি শব্দের অর্থ- স্বর্ণপ্রভা

১১) অম্লান শব্দের অর্থ- অমলিন

১২) কিন্তু _____ পেয়ে সে মহা পর্বতে- ভাগ্যবলে

১৩) যে জন আশ্রয় লয়- সুবর্ণ চরণে

১৪) গিরীশ শব্দের অর্থ- মহাদেব

১৫) সদনে শব্দের অর্থ- নিকটে

১৬) বারি শব্দের অর্থ- জল

১৭) বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে- পরিচ্ছন্ন

১৮) কিঙ্করী শব্দের অর্থ হল- দাসী

১৯) অমৃত ফল দান করে- দীর্ঘ গাছেরা

২০) সুগন্ধে দশদিক ভরিয়ে তোলে- ফুলেরা

২১) শীতল শ্বাসী ছায়া প্রদান করে- গাছেরা

২২) রাত্রিকালে যেমন নিদ্রা দান করে- সুশান্ত

২৩) এই কবিতায় বন্দনা করা হয়েছে- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

২৪) দীন যে ______ বন্ধু- দীনের

২৫) দীর্ঘ শির তরু দল গ্রহণ করে- দাসের রূপ

২৬) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতার উৎস হল- চতুর্দশপদী কবিতাবলী 

২৭) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি মূল গ্রন্থের যত সংখ্যক কবিতা- ৮৬ 

২৮) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে ধরণের কবিতা- সনেট 

২৯) সনেট বলা হয়- সমদৈর্ঘ্যের চোদ্দো পঙ্‌তির কবিতাকে 

৩০) সনেট বিভক্ত থাকে- ৮ ও ৬ লাইনে 

৩১) সনেটের প্রথম ৮ লাইনকে বলে- অষ্টক 

৩২) সনেটের শেষ ৬ লাইনকে বলে- ষটক 

৩৩) সনেটের জনক বলা হয়- পেত্রার্ককে 

৩৪) বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছিলেন- মাইকেল মধুসূদন দত্ত 

৩৫) মধুসূদন দত্তের চতুর্দ্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়েছিল- ১৮৬৬ খ্রিঃ

৩৬) ‘চতুর্দশপদী কবিতাবলী’ গ্রন্থে মোট কবিতা রয়েছে- ১০২টি 

৩৭) যে ভাষাকে আশ্রয় করে মধুসূদন প্রথম কাব্য রচনা করেছিলেন- ইংরেজি 

৩৮) মাইকেল মধুসূদন দত্ত বাংলায় যে ছন্দের প্রবর্তন করেন- অমিত্রাক্ষর 

৩৯) ‘চতুর্দশপদী কবিতাবলী’ কবি যেখানে বসে লিখেছিলেন- ফ্রান্সে 

৪০) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি যে ছন্দে লিখিত হয়েছে- অমিত্রাক্ষর 

৪১) ‘সেই জানে মনে’- এখানে যার জানার কথা বলা হয়েছে- মধুসূদন দত্তের 

৪২) হেমকান্তি কার?- হেমাদ্রির 

৪৩) কবিতায় ‘হেমাদ্রির হেমকান্তি’র সঙ্গে তুলনা করা হয়েছে- বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়ের দ্যুতিকে 

৪৪) ‘কিরণ’ শব্দটির অর্থ- আলোকরশ্মি 

৪৫) যাকে কবি ভাগ্যবান বলে মনে করেছেন- যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায় 

৪৬) কবি নিজেকে মনে করেছেন- ভাগ্যবান 

৪৭) বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে যে মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে- হিমালয় 

৪৮) যার সুখ সদনে সেবার কথা বলা হয়েছে- গিরীশের 

৪৯) যে বারি দান করে- নদী 

৫০) ‘বিমলা কিঙ্করী’ বলতে বোঝানো হয়েছে- বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা 

৫১) যাদের দাসরূপ ধরার কথা বলা হয়েছে- তরু দলের 

৫২) ‘অমৃত ফল’ বলতে বোঝানো হয়েছে- বিদ্যাসাগরের অকৃপণ দানকে

৫৩) তরু দল যেভাবে অমৃত ফল যোগায়- পরম আদরে 

৫৪) ‘পরিমল’ শব্দের অর্থ- সুগন্ধ 

৫৫) পরিমলে দশদিশ ভরিয়ে তোলে- ফুল-কুল 

৫৬) দিবসে ‘শীতল শ্বাসী ছায়া’ প্রদান করে- বনেশ্বরী 

৫৭) যার দ্বারা ক্লান্তি দূরীভূত হয়- সুশান্ত নিদ্রায় 

৫৮) ‘শীতল শ্বাসী’ শব্দের অর্থ- শীতল বাতাস 

৫৯) বনেশ্বরীর মতো কবির দুর্দিনে কবিকে আশ্রয় দিয়েছিলেন- বিদ্যাসাগর 

৬০) ‘______ সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে’- নিশায়  

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শূন্যস্থান পূরণ :

 

১) ‘ ……….. তুমি বিখ্যাত ভারতে।’- 

উত্তর: বিদ্যার সাগর

২) ‘বিদ্যার সাগর তুমি ………. ভারতে।’ – 

উত্তর: বিখ্যাত

৩) ‘ ……….. সিন্ধু তুমি, সেই জানে মনে,’ – 

উত্তর: করুণার

৪) ‘করুনার ……….  তুমি, সেই জানে মনে,’ – 

উত্তর: সিন্ধু

৫) ‘সেই জানে মনে, / ……… যে, দীনের বন্ধু!’ – 

উত্তর: দীন

৬) ‘সেই জানে মনে, / দীন যে, দীনের ……. !’ – 

উত্তর: বন্ধু

৭) ‘ ……….. জগতে / হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে!’ – 

উত্তর: উজ্জ্বল

৮) ‘উজ্জ্বল জগতে / ……… হেম-কান্তি অম্লান কিরণে!’ – 

উত্তর: হেমাদ্রির

৯) ‘উজ্জ্বল জগতে / হেমাদ্রির ………. অম্লান কিরণে!’ – 

উত্তর: হেমকান্তি

১০) ‘হেমাদ্রির হেম-কান্তি ……… কিরণে!’ – 

উত্তর: অম্লান

১১) কিন্তু ………… পেয়ে সে মহাপর্বতে।’ –

উত্তর: ভাগ্যবলে

১২) ‘যে জন আশ্রয় লয় …..……’ – 

উত্তর: সুবর্ণ-চরণে

১৩) ‘সেই জানে কত ……… ধরে কত মতে…’ – 

উত্তর: গুণ

১৪) ‘সেই জানে কত গুণ ধরে কত মতে / ……..।’ – 

উত্তর: গিরিশ

১৫) ‘কি সেবা তার …….!’ – 

উত্তর: সুখ সদনে

১৬) ‘দানে ………. ’ – 

উত্তর: বারি

১৭) ‘দানে বারি নদী রূপ বিমলা ……….।’ – 

উত্তর: কিঙ্করী

১৮) ‘যোগায় …….. ফল..’ –  

উত্তর: অমৃত

১৯) ‘যোগায় অমৃত ফল পরম ……….’ – 

উত্তর: আদরে

২০) ‘দীর্ঘ-শিরঃ ……… ,’ – 

উত্তর: তরুদল

২১) ‘দীর্ঘ-শিরঃ তরুদল ……… ধরি।’ – 

উত্তর: দাসরূপ

২২) ‘ ………  ফুল-কুল,’ – 

উত্তর: পরিমলে

২৩) ‘পরিমলে ফুল-কুল, ……… দিশ ভরে,’ – 

উত্তর: দশ

২৪) ‘……….. শীতল শ্বাসী ছায়া’ –  

উত্তর: দিবসে

২৫) ‘দিবসে শীতল শ্বাসী ছায়া, ……… ’ – 

উত্তর: বনেশ্বরী

২৬) ‘নিশায় …….. নিদ্রা,’ – 

উত্তর: সুশান্ত

২৭) ‘নিশায় সুশান্ত নিদ্রা …… দূর করে।’ – 

উত্তর: ক্লান্তি

LINK TO VIEW PDF 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা MCQ প্রশ্ন-উত্তর সেট ১ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা MCQ প্রশ্ন-উত্তর সেট ২

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা MCQ প্রশ্ন-উত্তর সেট ৩

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?