জীবমন্ডল MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে জীবমন্ডল MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীরা আমাদের MOCK TEST বিভাগ থেকে MCQ প্রশ্নের মক টেস্ট প্রদান করে তাদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নিতে পারবে।
জীবমন্ডল MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ভূগোল :
১) বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে – খাদ্যশৃঙ্খল
২) শৃঙ্খলিত খাদ্যতালিকাকে বলে – খাদ্যশৃঙ্খল
৩) একই বাস্তুতন্ত্রে প্রাণী ও উদ্ভিদের নির্ভরতা নির্দেশ করে – পারস্পরিক সম্পর্ক
৪) দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রকে বলে – ইকোটন
৫) বাস্তুতন্ত্রের উল্টানো পিরামিডের নিদর্শন দেখা যায় – পরজীবী বাস্তুতন্ত্রে
৬) যে জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাকে বলে – অটোট্রফ
৭) একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্কযুক্ত জীবদের সমষ্টি – সম্প্রদায়
৮) বাস্তুতন্ত্রের কাঠামো গঠিত হয় – জৈব ও অজৈব উপাদান
৯) বাস্তুতন্ত্রে মৃত জৈব বস্তুকে পুনরায় পুষ্টিতে রূপান্তর করে যারা – বিয়োজক
১০) বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস – সূর্য
১১) পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল – জীবমন্ডল
১২) বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা – একমুখী
১৩) ব্যাকটেরিয়া এক প্রকার – বিয়োজক
১৪) বাস্তুতন্ত্রে খাদ্যের যোগান সংক্রান্ত স্তরকে বলে – ট্রপিক লেভেল
১৫) একই পুষ্টি স্তরে অবস্থান করে – হরিণ ও গরু
১৬) বাস্তুতন্ত্রে খাদ্যজাল সর্বদা – বহুমুখী
১৭) স্থির জলের বাস্তুতন্ত্র – লেনটিক বাস্তুতন্ত্র
১৮) বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে ওপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ – 10%
১৯) একটি পুষ্টি স্তরে জীব সম্প্রদায়ের পুষ্টি সংগ্রহের এলাকাকে বলে – ইকোলজিক্যাল নিচ
২০) দশ শতাংশ সূত্রের প্রবক্তা হলেন – লিন্ডেম্যান
২১) জীবমন্ডলের গড় বিস্তার – 30km
২২) ইকোলজি বা বাস্তুবিদ্যার জনক হলেন – হেকেল
২৩) বাস্তুতন্ত্রে খাদ্যজালের জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা হয় – শক্তিশালী
২৪) বাস্তুতন্ত্রে পরজীবী একটি উদাহরণ হলো – জোঁক
২৫) উদ্ভিদ এবং প্রাণীর মধ্যকার সম্পর্ক হলো – সহবাস
২৬) বাস্তুতন্ত্রে শক্তির একক – ক্যালোরি
২৭) তৃণভূমি বাস্তুতন্ত্রে প্রধান উৎপাদক হলো – ঘাস
২৮) একটি বাস্তুতন্ত্রের মূল গঠন উপাদান নয় – জৈব রসায়ন
২৯) অরণ্য বাস্তুতন্ত্রের শক্তিশালী স্তর – উৎপাদক
৩০) মানুষ যে পুষ্টি স্তরে অবস্থান করে – প্রগৌণ
৩১) খাদ্যশৃঙ্খলের দৈর্ঘ্য সাধারণত – ৫-৬ স্তর
৩২) পরিবেশগত ভারসাম্য রক্ষা হয় – খাদ্যচক্র বজায় থাকলে
৩৩) বাস্তুতন্ত্রে উদ্ভিদ কাজ করে – উৎপাদক রূপে
৩৪) খাদ্যশৃঙ্খলের একেবারে শেষ স্তরে থাকে – বিয়োজক
৩৫) সূর্য থেকে আসা শক্তি যে উপাদান শোষণ করে – উদ্ভিদ
৩৬) বৃষ্টিবন বাস্তুতন্ত্রে সবচেয়ে বেশি সংখ্যক – প্রাণী প্রজাতি
৩৭) জলজ বাস্তুতন্ত্রে প্রাথমিক উৎপাদক হলো – শেওলা
৩৮) প্রাকৃতিক বাস্তুতন্ত্রের একটি উদাহরণ – জলাশয়
৩৯) মানুষের দ্বারা গঠিত বাস্তুতন্ত্র – অ্যাকুয়ারিয়াম
৪০) বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন – এ.জি. ট্যান্সলে
৪১) খাদ্য শৃঙ্খলের প্রথম ধাপে থাকে – উৎপাদক
৪২) যে পদ্ধতিতে খাদ্য শক্তি একত্রে সংরক্ষিত হয় – পিরামিড
৪৩) বাস্তুতন্ত্রে উপস্থিত সমস্ত উদ্ভিদ ও প্রাণীকে একত্রে বলে – সজীব বা জৈব উপাদান
৪৪) যে সমস্ত জীব মৃত জন্তু ও উদ্ভিদের দেহাবশেষ খেয়ে জীবনধারণ করে তাদের বলে – ডেট্রিভোর
৪৫) মৃত দেহকে ক্ষয় করে যে উপাদান তৈরি হয় তা হল – পুষ্টি
৪৬) বাস্তুতন্ত্রে হেরবিভোরের ভূমিকাটি হল – প্রাথমিক খাদক
৪৭) একটি বাস্তুতন্ত্রে নিজেরাই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে – উৎপাদক
৪৮) একাধিক খাদ্যশৃঙ্খল একত্রে মিলে যা গঠন করে – খাদ্য জাল