আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার :
১) মহাকাব্য বলতে কী বোঝো? মহাকাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য লেখো। ২+৩
মহাকাব্য:
আদি-মধ্য-অন্ত্যসমন্বিত যে বীররসাত্মক আখ্যানকাব্যে কোনো নায়কের জীবনকাহিনি অখণ্ডরূপে এবং বীরোচিত ছন্দে কীর্তিত হয়, তাকে মহাকাব্য বলা হয়ে থাকে। যেমন- ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত ইত্যাদি।
বৈশিষ্ট্য:
সাহিত্য সমালোচকদের বিচারে মহাকাব্যের বিবিধ বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচিত হল-
অখন্ড কাহিনিঃ
মহাকাব্যের প্রধান আখ্যানটি হবে আদি-মধ্য-অন্ত্য মিলিয়ে নাট্যগুণান্বিত একটি অখণ্ড আখ্যান। আর সেই আখ্যানকে কেন্দ্র করে থাকবে ছোটো-বড়ো অনেক উপকাহিনি।
সর্গ সংখ্যাঃ
মহাকাব্যের সর্গ সংখ্যা হবে ৯ থেকে ৩০-এর মধ্যে এবং প্রতিটি সর্গে থাকবে পরবর্তী সর্গের সূচনা।
নায়কের বৈশিষ্ট্যঃ
মহাকাব্যের নায়ক হবেন বীর, সদ্বংশজাত, ক্ষত্রিয়, ধীরোদাত্ত প্রভৃতি গুণের আধার এবং সেই বীরের যুদ্ধবিগ্রহ, জয়পরাজয়ের কাহিনিই মহাকাব্যে বর্ণিত হয়।
প্রধান রসঃ
মহাকাব্যের প্রধান রস হবে-বীররস। এছাড়াও শৃঙ্গার বা শান্তরসও মহাকাব্যের প্রধান রস হতে পারে।
আখ্যানবস্তুঃ
মহাকাব্যের আখ্যানবস্তু হবে ঐতিহাসিক বা পৌরাণিক। দেব-দৈত্য-মানুষের দ্বন্দ্ব মহাকাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বলে বিবেচিত হয়ে থাকে।
ভাষাঃ
মহাকাব্যের ভাষা হবে ওজস্বী, গাম্ভীর্যপূর্ণ, ছন্দবদ্ধ ও অলংকারমণ্ডিত। গোটা মহাকাব্য একটি মাত্র ছন্দে লেখা হবে।
মহাকাব্যের এইসকল বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়ে থাকে।
LINK TO VIEW PDF (Only for Subscribers)
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
২) বাংলা গীতিকবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৩) বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৪) বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৫) বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সকল নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে























