adhunik-bangla-natto-sahitter-dhara-class-11-bengali

আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার : 

 

১) গিরিশচন্দ্র ঘোষের নাট্যকৃতিত্ব আলোচনা করো। ৫ 

ভূমিকাঃ

উনিশ শতকের শেষভাগের বাংলা নাটকে নাট্যকার, অভিনেতা, সংগঠক, পরিচালক হিসেবে যিনি শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছেন তিনি হলেন গিরিশচন্দ্র ঘোষ। পঁচাত্তরটি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ নাটক রচনার মধ্য দিয়ে বাংলা নাট্যসাহিত্যের জগতে গিরিশচন্দ্র ঘোষ আপন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 

নাট্যসম্ভারঃ 

গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলিকে নাট্যসমালোচকগণ যে সকল বিভাগে বিভাজিত করেছেন, সেগুলি নিম্নে আলোচিত হল- 

গীতিনাট্যঃ 

গিরিশচন্দ্র ঘোষের প্রথম দুটি গীতিনাট্য ‘আগমনী’‘অকালবোধন’। এরপর তিনি লিখলেন ‘দোললীলা’, ‘মায়াতরু’‘মোহিনী প্রতিমা’। 

পৌরাণিক নাটকঃ 

পুরাণকথার উপর নির্ভর করে গিরিশচন্দ্র ঘোষের লেখা কয়েকটি নাটক হল- ‘অভিমন্যু বধ’, ‘রাবণবধ’, ‘রামের বনবাস’, ‘সীতাহরণ’, ‘পান্ডবের অজ্ঞাতবাস’, ‘জনা’, ‘পাণ্ডব গৌরব’ প্রভৃতি। ‘জনা’ তাঁর শ্রেষ্ঠ পৌরাণিক নাটক। তাঁর লেখা ‘চৈতন্যলীলা’‘বিল্বমঙ্গল’ ভক্তিরসের নাটক হিসেবে দর্শকদের মনোরঞ্জন করেছে।

ঐতিহাসিক নাটকঃ 

তাঁর স্বদেশপ্রীতি তথা রাজনৈতিক চেতনার প্রকাশ ‘সিরাজদ্দৌল্লা’, ‘মীরকাশিম’, ‘ছত্রপতি শিবাজী’, ‘অশোক’ প্রভৃতি নাটকের মধ্য দিয়ে সুপ্রকাশিত হয়েছে। 

পারিবারিক ও সামাজিক নাটকঃ 

পারিবারিক জীবন নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা শ্রেষ্ঠ নাটক ‘প্রফুল্ল’। এ ছাড়াও ‘বলিদান’, ‘হারানিধি’, ‘মায়াবসান’ প্রভৃতি নাটকে সমকালের অস্থিরতা, যুগজীবনের সংকট, সমাজ প্রতিবেশের চিত্র আঁকা হয়েছে। 

রঙ্গব্যঙ্গের নাটিকা ও প্রহসনঃ 

গিরিশ ঘোষ রচিত প্রহসনধর্মী রঙ্গব্যঙ্গের নাটিকা হল- ‘সপ্তমীতে বিসর্জন’, ‘বেল্লিক বাজার’, ‘সভ্যতার পান্ডা’, ‘বড়দিনের বখশিস’, ‘য্যায়সা কি ত্যায়সা’ প্রভৃতি। 

এইরূপে গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাট্যসাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্কে পরিণত হয়েছেন। 

LINK TO VIEW PDF (Only for Subscribers)

আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

২) নাট্যকার উৎপল দত্তের নাট্যপ্রতিভা আলোচনা করো। ৫  

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৩) বাংলা নাট্যসাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

৪) বাংলা নাট্যসাহিত্যে বিজন ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করো। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

৫) বাংলা নাট্যসাহিত্যে মধুসূদন দত্তের ভূমিকা আলোচনা করো। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

৬) বাংলার নাট্যসাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। ৫

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

৭) রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যপ্রতিভার পরিচয় দাও। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সকল নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?