লালন শাহ ফকিরের গান । লালন শাহ

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের পাঠ্য লালন শাহ ফকিরের গান । লালন শাহ এখানে প্রদান করা হলো। শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা কবিতাটি পাঠ করে এই কবিতার বড়ো প্রশ্নের উত্তর ওয়েবসাইট থেকে পড়তে পারবে। 

লালন শাহ ফকিরের গান । লালন শাহ : 

 

মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি।।

দ্বি-দলের মৃণালে

সোনার মানুষ উজ্জ্বলে

মানুষ-গুরু কৃপা হ’লে

                                     জানতে পাবি।।

এই মানুষে মানুষ গাথা

দেখনা যেমন আলেক লতা

জেনে শুনে মুড়াও মাথা

                                        জাতে তরবি।।

মানুষ ছাড়া মন আমার

পড়বি রে তুই শুন্যকার

লালন বলে, মানুষ-আকার

                                           ভজলে তরবি।।

লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

লালন শাহ ফকিরের গান । লালন শাহ

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা নোট

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?